প্রাইমারি টেট ২০২৩ দিন পরিবর্তন ? // 2023 primary tet date

24 শে ডিসেম্বরেই কি হবে প্রাইমারি টেট 2023 ?

দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা !





কলকাতা হাইকোর্টে হয়েছে একটা জনস্বার্থ মামলা । এই মামলায় রয়েছেন দুজন পিটিশনার । প্রথম পিটিশনার একজন পার্লামেন্ট মেম্বার (শ্রী দিলীপ ঘোষ মহাশয়) এবং দ্বিতীয় পিটিশনার একজন পরীক্ষার্থী । 

২৪ শে ডিসেম্বরেই হচ্ছে কলকাতায় গীতা  পাঠ অনুষ্ঠান ।
ওই একই দিনে পরীক্ষার ডেট পড়ায় অনেক পরীক্ষার্থীর 
হতে পারে অসুবিধা । 


মহামান্য কোলকাতা হাইকোর্টে আগামীকাল  এ বিষয়ে শুনানি রয়েছে । এখন মহামান্য আদালতের উপরেই নির্ভর করছে প্রাইমারি টেট 2023 , 24 তারিখে অনুষ্ঠিত হবে কিনা ।

পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাচ্ছে না ২৪ তারিখে পরীক্ষা হবে সেই নোটিফিকেশন । যা পরীক্ষার্থীদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে ।

আশা করা যায় কয়েক দিনের মধ্যেই এই জট কেটে যাবে এবং পরীক্ষার্থীরা জানতে পারবে পরীক্ষার সঠিক সময়। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.