7 নম্বর জার্সি অবসর নিল // jersey number 7 retired

অমরত্ব পেলো জার্সি নাম্বার 7//Jersey number 7 retired 





 মহেন্দ্র সিং ধোনি প্রত্যেক ভারতীয় এর কাছে এক আবেগের নাম , এক ভালবাসার নাম । অবসর নিলো এমএস ধোনির জার্সি নম্বর সাত । আসলে অমর হলো এই জার্সি নাম্বার 7 । 



ভারতীয় জাতীয় দলে অন্য কোন ক্রিকেটার আর নিতে পারবে না এই জার্সি নাম্বার ৭ । ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে ।


Icc এর রুল অনুযায়ী ক্রিকেটাররা ১ থেকে ১০০ এর মধ্যে তাদের জার্সি নাম্বার বেছে নিতে পারে । 



অবসর নিল জার্সি নাম্বার ৭


ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে মহেন্দ্র সিং ধোনীকে সম্মান জানাতে । ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটে মাহির অবদান অবিস্মরণীয় । 



 লিটিল মাস্টার সচিন তেন্ডুলকরের জার্সি নাম্বার ১০ । এই জার্সি নাম্বার দশ অন্য কোন প্লেয়ার রাখতে পারবেন না । এরকম সিদ্ধান্ত আগেই নিয়েছে BCCI সচিন তেন্ডুলকরকে সম্মান জানাতে । 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.