ছত্রিশগড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ( Chhattisgarh : new CM )

 ছত্রিশগড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী (Chhattisgarh new CM) : 



বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষ্ণু দেও সাই (Vishnu Deo Sai ) কে ছত্রিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। । বেশ কয়েকদিন ধরে সাসপেন্স ছিল কে হবে ছত্রিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি ছত্রিশগড়ে ৯০ টি আসনের মধ্যে ৫৪ টি আসনে জয় যুক্ত হয়েছে এবং তারা এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছে। 



State : Chhattisgarh

CM : Vishnu Deo Sai

Governor : Vishwa Bhushan Haricharan

Capital : Raipur

New ruling party : Bhartiya Janata party

Special static:

1.10th largest state in India

2.St population more than 30%

Lifeline of Chhattisgarh : Mahanadi



Vishnu Deo Sai এর বিধানসভা কেন্দ্র :


 বিষ্ণু দেব সাই (Vishnu Dev Sai )কুনকুরি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে 87, 604 ভোটে জয় যুক্ত হয়েছে। 


Vishnu Deo Sai এর জনপ্রিয়তার কারণ :


তিনি ছত্রিশগড় রাজ্যের বিজেপির প্রধান নেতা ছিলেন এবং তিনি একজন ট্রাইবাল নেতা ছত্রিশগড় রাজ্যের । যা তাকে মুখ্যমন্ত্রীর দৌড়ে প্রথম থেকেই অনেকটা এগিয়ে রেখেছিল ।

ছত্রিশগড় রাজ্যের বর্তমান রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচরণ । এবং এই রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী হলেন শ্রী ভূপেশ বাঘেল( Bhupesh Baghel) । বিদায়ী মুখ্যমন্ত্রী তার X হ্যান্ডেলের মাধ্যমে স্বাগত জানিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে ।



কি হবে নতুন মুখ্যমন্ত্রীর প্রাথমিক কাজ? :


বিষ্ণু দেও সাই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদীর দেওয়া গ্যারান্টি গুলো পূরণ করাই হবে তার প্রাথমিক কাজ । এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যোগ্য ছত্রিশগড় বাসীদের গৃহ নির্মাণ  হবে তার প্রথম কাজ ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.