উচ্চ মাধ্যমিক সিলেবাস বদল // higher secondary syllabus change :
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল হতে চলেছে। যা শুরু হবে আগামী শিক্ষাবর্ষ থেকেই ।
কেমন হবে সিলেবাস?
সিলেবাস বদলাচ্ছে দীর্ঘ দশ বছর পর । CBSE BOARD এর আদলে সাজতে চলেছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস ।
সিলেবাসের ড্রাফ্ট প্রায় রেডি । শিক্ষা দপ্তর থেকে অনুমোদনের পরেই তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে তুঙ্গে ।
সিলেবাস কি CBSE বোর্ডের মতই হবে ?
সিলেবাস বদল হচ্ছে উচ্চমাধ্যমিকের । পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সিলেবাস তাল মিলিয়ে চলবে CBSE বোর্ডের সিলেবাসের সঙ্গে ।
নাম্বার বিভাজন কেমন হবে?
নাম্বার বিভাজন হবে CBSE BOARD এর মতো ।
CBSE বোর্ডের সাথে তাল মিলিয়ে সমান হারে নাম্বার ও দক্ষতা অর্জন কে অগ্রাধিকার দেয়া হবে এই নতুন পাঠ্যক্রমে বোর্ডের সূত্রে এমনটাই জানানো হয়েছে ।
উচ্চ মাধ্যমিকের মোট 47 টি বিষয়ে পরিবর্তন আসতে চলেছে ।
নতুন সেসন থেকেই কি চালু হবে এই পাঠ্যক্রম?
এবছর নতুন সেশন থেকেই তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বিপুল । সংসদের খসড়ায় শিক্ষা দপ্তর অনুমোদন দিলেই কার্যকর হবে এই নতুন পাঠ্যসূচি ।
পরিবর্তনের কারণ :
প্রাপ্ত নাম্বার এবং দক্ষতার দিক থেকে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের CBSE বোর্ডের ছাত্র-ছাত্রীদের সমতুল্য করে তোলা এই পরিবর্তনের প্রধান কারণ ।
১০ বছর প্রায় অনেকটা দিন অতিক্রান্ত তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন পাঠ্যসূচি অবশ্যই প্রাসঙ্গিক ও ফলপ্রসু হবে এমনটা আশা করছেন সমস্ত শিক্ষাবিদরা।