Open AI বা CHAT GPT র কথা শোনেনি এমন নেটিজেন খুঁজে পাওয়া প্রায় অসম্বভ এখন। বর্তমান যুগে ARTIFICIAL INTELLIGENCE বা কৃত্রিম বুদ্ধিমত্তা র ব্যাবহার জানা সত্যিই দরকার। ইন্টারনেট এর যুগে নিজেকে আর কেনো পিছিয়ে রাখবেন।
ব্যবহার করুন নানান AI PLATFORM আপনার রোজকার কাজ কে আরো সহজ করতে । OPEN AI এর
Chat Gpt আপনাকে এ ব্যাপারে অনেক সুবিধা দেবে।
Chat GPT র জনপ্রিয়তা // popularity of Chat GPT
বাজারে বর্তমানে অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা থাকলেও user দের প্রথম পছন্দ Chat Gpt। Chat GPT এর বর্তমানে রয়েছে ১০০ মিলিয়ন প্লাস ইউজার , প্রত্যেক মাসে প্রায় ১.৫ বিলিয়ন এর বেশি ভিজিটররা আসে এর ওয়েবসাইটে ।
Chat GPT প্রস্তুতকারক সংস্থা
Chat GPT তৈরি করেছে Open AI সংস্থা , যার বর্তমান CEO - SAM ALTMAN।
চ্যাট জিপিটি কি?
What is Chat GPT?
Chat Gpt হল এক প্রকারের কৃত্রিম বুদ্ধিমত্তা । এটা একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুল যার কাছে কোন প্রশ্ন করলে অথবা কোন command প্রদান করলে
মানুষের মতো আলাপচারিতার মাধ্যমে তার উত্তর দিতে সক্ষম হয় লিখিত আকারে ।
What is the Uses of Chat GPT ?
চ্যাট জিপিটির ব্যবহার কি ?
CHAT GPT কে আপনি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন , সেই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই সে দিয়ে দেবে । কোন ম্যাথমেটিক্যাল প্রবলেম , গ্রামাটিকাল প্রবলেম তার কাছে দিলে সে সেগুলো সমাধান করে দিতে সক্ষম ।
কোন রাইটিং কন্টেন্ট লিখতে সিদ্ধহস্ত এই CHAT GPT। তাকে যেকোনো ইংলিশ রাইটিং অথবা অনলাইনের জন্য কনটেন্ট রাইটিং এর নির্দেশ দেয়া হয় তবে সে সেটাও করতে সক্ষম ।
Is it helpful for a student ?
এটা কি ছাত্র ছাত্রী দের জন্য ভালো ?
ছাত্র-ছাত্রীরা এটাকে পজিটিভলি ব্যবহার করতে পারে কিন্তু এর অনেক সীমাবদ্ধতা রয়েছে । বিভিন্ন প্রশ্ন সমাধান করতে chat Gpt সক্ষম । কিন্তু ছাত্র-ছাত্রীদের চ্যাট জিপিটি ব্যবহার করতে অনেক দেশ নিষিদ্ধ করছে বর্তমানে ।
Is it helpful for social media content writer ?
এটা কি উপকারী সামাজিক মাধ্যমের কনটেন্ট রাইটারদের জন্য ?
যারা সামাজিক মাধ্যমে কনটেন্ট রাইটিং করে । যারা ওয়েব ব্লগিং , ফেসবুক , ইউটিউব ,ইনস্টাগ্রাম এ content create করে তারা এই চ্যাটিজিপিটি ব্যাপকভাবে ব্যবহার করতে পারে । কিভাবে একটা কনটেন্টকে SEO ফ্রেন্ডলি করে তোলা যায় সে ক্ষেত্রে Chat GPT অনেক হেল্প করে । এছাড়া একটা পুরো কনটেন্ট লিখতেও এই Ai Tool টি সক্ষম ।
Is Chat GPT helpful to learn code language ?
কোডিং এর ক্ষেত্রে কি চ্যাট যে পিটি সাহায্য করতে পারে ?
হ্যাঁ । আপনি এই PLATFORM ব্যবহার করে কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন । আপনি যে কোন লেখা তার কাছে দিলে সে সেটা কোড ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে ও সক্ষম ।
Is Chat GPT free to use ?
Chat Gpt কি ফ্রিতে ব্যবহার করা যায় ?
আপনি এটি ফ্রিতে ব্যবহার করতে পারেন । তবে paid ভার্সন ও রয়েছে । Free version ই যথেষ্ট ব্যবহারকারীদের জন্য ।
Chat GPT Web version: ব্যবহারকারীরা চ্যাট-জিপিটি ওয়েব ভার্সনে ব্যবহার করতে পারে ।
Chat Gpt application: চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটি আপনি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
How to use chat GPT in Bengali
Chat Gpt কিভাবে ব্যবহার করবো?
Goggle এ গিয়ে লিখুন chat.openia.com .
আপনার সামনে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করুন ।
তারপর পেয়ে যাবেন LOG IN OPTION। এই লগইন অপশনে ক্লিক করুন । আপনি আপনার ইমেইল আইডি অথবা ফোনে থাকা গুগল অ্যাকাউন্টস ব্যবহার করে LOG IN সম্পন্ন করুন ।
তারপর পেয়ে যাবেন এইরকম একটা ইন্টারফেস।
তার পর ক্লিক করুন TRY CHAT GPT অপশন এ।
আপনি Chat Gpt কে নানান কমান্ড দিতে পারবেন তার উপর ভিত্তি করেই Chat Gpt আপনার জন্য লিখিত আকারে উত্তর প্রস্তুত করবে ।
যেমন আমি লিখলাম ,
How to write a notice in English for board exam .
GPT একেবারে সাথে সাথেই প্রস্তুত করে দেবে কিভাবে লিখতে হয় নোটিশ ইংরেজিতে ।
আপনি এই চ্যাট জিপিটির কাছে নানা ধরনের প্রশ্ন করতে পারেন , একেবারে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন উত্তর।
Is it secure to use ?
এটি ব্যবহার করা কি সম্পূর্ণ সুরক্ষিত?
তবে মনে রাখতে হবে এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মাত্র । এর দ্বারা প্রস্তুত করা উত্তরগুলো সব সময় কিন্তু নির্ভুল ভাবে এরকম নয় । আপনি যে বিষয়ের উপর ব্যবহার করছেন সেই বিষয়ে আপনার জ্ঞান অথবা দক্ষতা থাকলে আপনি এটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন । কারণ তখন এটির দ্বারা তৈরি করা কোন উত্তরে ভুল তথ্য
থাকলে আপনি সঙ্গে সঙ্গে সংশোধন করে নিতে পারবেন।
Thank you 🙏
@ TEAM SUVOBARTA.IN