মাধ্যমিক পরীক্ষার্থীদের যে বিষয়গুলো জানতেই হবে
WBBSE র নির্দেশিকায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরীক্ষার্থীদের বলা হয়েছে :
Madhyamik exam 2024
ফেব্রুয়ারি ২ তারিখ থেকে হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা । ছাত্র-ছাত্রীদের হাতে আর বেশি সময় নেই । তাদের প্রস্তুতি এখন তুঙ্গে । এক্ষুনি জেনে নাও WBBSE র নির্দেশিকা গুলো ।
বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা পরীক্ষার হলে ঢোকার আগে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর জানা অত্যন্ত প্রয়োজনীয় ।
সে বিষয়গুলো নিচে ক্রমানুসারে আলোচনা করা হলো :
১ : পরীক্ষা কক্ষের মাধ্যমিকের আসল এডমিট ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে।
২: পরীক্ষা কক্ষে কোন অভিভাবক কে নিয়ে যাওয়া যাবে না।
(অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে যেতে কোন অসুবিধা নেই।)
৩ : পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না ।
৪: পরীক্ষা কেন্দ্রে কোন প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাওয়া যাবে না ।
৫ : পরীক্ষার পুরো সময় শেষ হওয়ার আগে পরীক্ষা পক্ষ থেকে বার হওয়া যাবেনা ।
৬: কোন প্রকার টুকলি বা নকল বা অন্য কোন অসৎ উপায়ে পরীক্ষা কেন্দ্রে বেশি নাম্বার পাওয়ার প্রচেষ্টা করলে পরীক্ষা কেন্দ্রে নিযুক্ত শিক্ষক মহাশয়রা সেই খাতা বাতিল বলে গণ্য করতে পারে ।
৭ : পরীক্ষার প্রশ্ন গুলি ভালো করে পড়ে এবং নির্দেশ অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে অগ্রসর হতে হবে । টু দ্য পয়েন্ট অ্যানসার লেখার চেষ্টা করতে হবে ।
৮: পরীক্ষা কেন্দ্রের নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলতে হবে পরীক্ষা কেন্দ্রের ভিতর কোনোভাবেই স্মার্টফোন স্মার্ট ওয়াচ বা কোন রকম বৈদ্যুতিন যন্ত্র Allow করা হবে না ।
৯ : টেস্ট পেপারে আদর্শ উত্তরমালা রয়েছে যেখান থেকে দেখে নিতে হবে কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় । এই আদর্শ উত্তরপত্র গুলি আসন্ন মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রতিটি প্রশ্নের সর্বোচ্চ নম্বর পেতে গেলে কি এবং কিভাবে তা লিখতে হবে তা নির্দেশনা দেবে । সেজন্যই আদর্শ উত্তর মালা অবশ্যই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের অধ্যয়ন করা উচিত।
১০: পর্যাপ্ত সময় নিয়েই বাড়ি থেকে বার হতে হবে যাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দেরি না হয়ে যায় ।
১১: কোন প্রশ্নের প্রিন্টিং মিসটেক থাকলে তা তখনই কক্ষে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা কে জানাবে ।
১০: রোল নাম্বার লেখার সময় হবে , খুব সাবধানে লিখবে ।রোল নাম্বার লেখার জায়গায় কোনোভাবেই ভুল
করা যাবে না ।