Madhyamik test paper 2024,মাধ্যমিক টেস্ট পেপার ২০২৪

  Madhyamik test paper 2024মাধ্যমিক টেস্ট পেপার ২০২৪ :



প্রতীক্ষার অবসান ঘটিয়ে 9 ডিসেম্বর প্রকাশিত হলো এবছরের নতুন টেস্ট পেপার(WBTA TEST PAPER)। প্রতিবছরের ন্যায় এ বছরও বিনামূল্যে প্রত্যেক স্কুলের টেস্ট পেপার বিতরণ করা হবে । 


Madhyamik test paper 2024মাধ্যমিক টেস্ট পেপার ২০২৪ 




ফেব্রুয়ারি ২ তারিখ থেকেই হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা । শিক্ষার্থীদের প্রস্তুতি ক্ষেত্রে সবথেকে বড় ভরসা WBTA TEST PAPER


এবছর টেস্ট পেপারে থাকছে 586 পৃষ্ঠা । মাধ্যমিকের সাতটি বিষয়ের প্রশ্নই এখানে অন্তর্ভুক্ত থাকবে সঙ্গে থাকবে স্পেশাল সাজেশন্স । এছাড়া উত্তর মালাও সংযোজিত রয়েছে এই টেস্ট পেপারে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.