NIOS D EL ED প্রার্থীরা PRIMARY TET এ INVALID ?
NIOS D EL ED নিয়ে 14 তারিখ থেকে একটি RTI LEETTER COPY ভাইরাল হচ্ছে ।
যেখানে এক আবেদনকারী RTI করেছিলেন NIOS থেকে D EL ED ডিগ্রিধারী রা প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে কিনা সেই বিষয়ে জানতে চেয়ে ।
তার উত্তরে NCTE জানিয়েছে , মহামান্য সুপ্রিমকোর্ট 28/11/2023 ( SLP No. 23583-84 of 2022.) তারিখে যে জাজমেন্ট দিয়েছে সেটা refer ( পড়তে) করতে পারে ওই আবেদনকারি।
অর্থাৎ মহামান্য আদালত 28/11/2023 তারিখের সুপ্রিম কোর্টের যে রায় সেটা বহাল থাকতে পারে বা রায়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হবে এটা নির্দেশ করতে চেয়েছেন । ক্ষেত্রে এন আই ও এস থেকে যারা ডি এল এড করেছে তাদের সমস্যা সৃষ্টি হতে পারে । যদিও NCTE এ বিষয়ে স্পষ্ট করে NIOS বাতিলের কোন কথা বলেনি । এরই মধ্যে বিভিন্ন রাজ্যের nios থেকে D EL ED পাশ করা ছাত্র-ছাত্রীদের সংগঠন গুলি দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছে ।
উত্তরাখান্ড হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়
পুরো মামলাটা জট পাকাতে শুরু করে উত্তরাখান্ডে PRIMARY TEACHER RECRUITMENT 2023 এর নিয়োগের NIOS D EL ED CANDIDATE দের অন্তর্ভুক্তি করার নিয়ে । সেখানে একটা মামলা হয় , যে মামলায় কিন্তু NIOS D EL ED প্রার্থীরা জয়লাভ করতে পারেনি । কিন্তু IN SERVICE TEACHER দের ক্ষেত্রে এই রায়ের কোন প্রভাব পড়বে না । এনআইওএস D EL ED রা FRESHERS হিসেবে প্রাথমিক শিক্ষক নিয়োগে আর অংশগ্রহণ করতে পারবে না এই মর্মে রায়দান করে উত্তারাখান্ড হাইকোর্ট , যেটা সুপ্রিম কোর্টেও বহাল থাকে ।
এ বিষয়ে NCTE - র অবস্থান
এই কারণে সারা দেশব্যাপী NIOS D EL ED প্রার্থীরা বেশ দুশ্চিন্তায় পড়েছে । যদিও NCTE এর তরফ থেকে এখনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি । তবে এই RTI COPY তে একটা ইঙ্গিত পাওয়া গেছে যে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মহামান্য আদালতের 28/11/2023 এর রায় অগ্রাধিকার পাবে।