NIOS d.el.ed invalid ?// BPSC NOTICE ON NIOS D.EL.ED

 NIOS D EL ED দের খারাপ সংবাদ?





 BPSC তাদের PORTAL এ প্রত্যেক প্রাথমিক(Primary) ও উচ্চ প্রাথমিক(Upper Primary আবেদনকারীকে ডি এল এডের বা BTC সম্পর্কিত নথি সাবমিট করতে বলেছে 16,17,18 এই তিন দিনের মধ্যে ।





সেখানে বলা হয়েছে প্রার্থীরা রেগুলার ডি এল এড নাকি NIOS D EL ED। পরীক্ষা নেওয়ার আগেই বিহার সরকার হয়তো NIOS D EL ED প্রার্থী দের বাদ দিতে এই রকম সিদ্ধান্ত নিয়েছে । যেহেতু ২৮/১১২৩ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এন আই ও এস ডি এল এড প্রার্থীরা FRESHER CANDIDATE হিসেবে প্রাইমারি RECRUITMENT অংশগ্রহণ করতে পারবে না ।


NIOS D EL ED প্রার্থীদের জানা আবশ্যক :





যারা বিহার সরকারের এই বিপিএসসি পোর্টালে তাদের আপকামিং পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম ফিলাপ করেছিলেন তাদের প্রত্যেককেই ডিলেট সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে যারা এই তথ্য সাবমিট করবেন না ওয়েবসাইটে , তাদের বাতিল বলে গণ্য করা হবে । আর এই SUBMISSION (নথিভূক্তকরণ) একবারই করা যাবে অর্থাৎ ক্যান্ডিডেটরা এই সাবমিট উইন্ডো টা একবারই ব্যবহার করতে পারবেন। 


মহামান্য সুপ্রিম কোর্টের রায় কে অগ্রাধিকার দিতে বিহার সরকার হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে । BPSC চায় না আইনি জটিলতায় জড়াতে। 

NIOS D EL ED ইন সার্ভিস টিচারদের জন্য । এছাড়া এই কোর্সটি 24 মাসের নয় । এই জন্য তারা FRESH CANDIDATE হিসেবে PRIMARY RECRUITMENT এ অংশগ্রহণ করতে পারবে না এই মর্মে উত্তরাখন্ড হাইকোর্ট ইতিমধ্যেই রায় দান করেছে যার মান্যতা সুপ্রিম কোর্টও দিয়েছে । তাই সারা দেশব্যাপী কয়েক লক্ষ NIOS D EL ED প্রার্থীরা সংকটে পড়েছে । 


আরো জানতে বি পি এস সির  অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন :



 https://www.bpsc.bih.nic.in/


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.