পেনাল্টি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায়//penalty in PSC Clerkship examination
PENALTY
A deduction of 10% of full marks shall be made from the total marks secured by a candidate in a particular paper if he/she discloses his/her identity by writing his/her name, roll number or by putting any identifying marks in the answer script of that paper.
পেনাল্টি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায়//penalty in PSC
শাস্তি
কোনো পরীক্ষার্থী যদি তার নাম, রোল নম্বর লিখে বা উত্তরে কোনো শনাক্তকারী চিহ্ন দিয়ে তার পরিচয় প্রকাশ করে তাহলে কোনো নির্দিষ্ট কাগজে কোনো প্রার্থীর দ্বারা সুরক্ষিত মোট নম্বর থেকে পূর্ণ নম্বরের 10% বাদ দেওয়া হবে।
অর্থাৎ পরীক্ষার খাতায় যদি কোন পরীক্ষার্থী কোন ভাবে তার রোল নাম্বার লিখে বা তার নিজের নাম লিখে বা অন্য কোনভাবে তার পরিচয় প্রকাশ করে তাহলে তার প্রাপ্ত নাম্বারের থেকে দশ শতাংশ নাম্বার বাদ দেয়া হবে।
সাবধান থাকবেন কোনোভাবেই পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় আপনার নিজের পরিচয় প্রকাশ করবেন না । তাহলে কিন্তু আপনি যা নাম্বার পাবেন তার থেকে 10 শতাংশ নাম্বার কেটে নেয়া হবে ।