পিএসসি ক্লার্কশিপ যোগ্যতা// PSC Clerkship eligibility :
WBPSC আপনাকে দিচ্ছে বিরাট সুযোগ সরকারি চাকরি করবার। এখুনি শুরু করুন আপনার প্রস্তুতি।
বয়স//AGE CRITERIA:
পরীক্ষার্থীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হলে তারা WB ক্লার্কশিপ(West Bengal clerkShip recruitment ) পরীক্ষায় বসতে পারবে ।
বয়সের ছাড় // age relaxation :
SC/ST ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বয়সের পাঁচ বছরের ছাড় রয়েছে । অর্থাৎ তাদের বয়সের ঊর্ধ্বসীমা হল ৪৫ ।
OBC স্টুডেন্টদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে তিন বছরের । তাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 43 বছর ।
অন্য রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করলে বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে কোন ছাড় নেই সে যদি এস সি, এস টি অথবা ও বি সি সম্প্রদায় ভুক্ত হয় তবুও তাকে জেনারেল ক্যাটাগরির মধ্যে ধরা হবে ।
পিএসসি ক্লার্কশিপ//PSC Clark ship এর বয়স (age criteria) জানুন সহজে :
আপনি যদি 2 জানুয়ারি ১৯৮৩ আগে অথবা ১ জানুয়ারি ২০০৫ এর পর জন্মে থাকেন , তাহলে এই পরীক্ষায় বসতে পারবেন না।
শিক্ষাগত যোগ্যতা // educational qualification :
মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আবেদনকারীকে । West Bengal board of secondary Education অথবা যেকোনো Recognised Board থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ।
কম্পিউটার নলেজ // computer knowledge :
কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে । এক্ষেত্রে কোন কম্পিউটার সার্টিফিকেট এর প্রয়োজন নেই । তবে প্রথম দুটি ধাপ পাশ করলে টাইপিং টেস্ট (Typing test) অবশ্যই কোয়ালিফাই করতে হবে ।