রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী // Rajasthan new CM

 ভজন লাল রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী // Rajasthan new CM Bhajanlal








বেশ কয়েকদিন ধরে চলা সাসপেন্স শেষ হলো । বিজেপির হাইকমান্ড ঘোষণা করল রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম । সবাইকে হক চকিয়ে এই সিদ্ধান্ত ।


  আরো একবার NARENDRA MODI বুঝিয়ে দিলেন মোদি মানে সব মুমকিন ।


রাজস্থানে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ভজনলাল শর্মা । তিনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন । ভজন লাল শর্মা বিধানসভা কেন্দ্র হল sanger । 

ভজনাল শর্মা প্রথমবারের জন্যেই বিধায়ক পদে লড়াই করেছেন । এবং জয়লাভ করে মুখ্যমন্ত্রী পদ হাসিল করেছেন । 



রাজস্থানের নতুন CM // rajasthan's new CM



ভজন লাল শর্মা একজন ব্রাহ্মণ । তিনি কংগ্রেসের প্রত্যাশী পুষ্পেন্দ্র ভরদ্বাজ কে 48081 ভোটে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন।


রাজ্য :                                  রাজস্থান 

রাজধানী :                           জয়পুর 

রাজ্যপাল :                       কালরাজ মিশ্রা

রাজস্থানের দীর্ঘতম নদী :    চম্বল

Special static : রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.