PRIMARY TET DATE BIG Update:
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 19/12/2023 তারিখে প্রাইমারি টেট মামলার দিন ঘোষণার শুনানিতে জানিয়েছে প্রাইমারি টেট 24 ডিসেম্বরে হবে ।
কলকাতা হাইকোর্টে করা হয়েছিল একটা জনস্বার্থ মামলা । এই মামলায় ছিলেন দুজন পিটিশনার । প্রথম পিটিশনার একজন পার্লামেন্ট মেম্বার (শ্রী দিলীপ ঘোষ মহাশয়) এবং দ্বিতীয় পিটিশনার একজন পরীক্ষার্থী ।
24শে ডিসেম্বরেই হচ্ছে কলকাতায় বিগ্রেড ময়দানে গীতা পাঠ অনুষ্ঠান ।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি । ঐদিন লক্ষ্য কণ্ঠে পাঠ করা হবে শ্রীমৎ ভাগবত গীতা ।
ওই একই দিনে পরীক্ষার ডেট পড়ায় অনেক পরীক্ষার্থী র
হতে পারে অসুবিধা । সেই জন্যই জনস্বার্থ মামলাটি করা হয়েছিল ।
এখন মহামান্য আদালতের উপরেই নির্ভরশীল হয়ে উঠেছিল প্রাইমারি টেট ২০২৩ , ২৪ তারিখে অনুষ্ঠিত হবে কিনা ।
পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাচ্ছিল না ২৪ তারিখে পরীক্ষা হবে সেই নোটিফিকেশন ।
কিন্তু বিষয়টা এখন পরিষ্কার হয়েছে , 24 ডিসেম্বরই হচ্ছে প্রাইমারি টেট ২০২৩ এর পরীক্ষা । ইতিমধ্যেই কমিশন তার ওয়েবসাইটে প্রাইমারিতে ২০২৩ এর এডমিট কার্ড বিতরণ শুরু করেছে ।
এডমিট কার্ড ডাউনলোড করুন :
এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারেন প্রাইমারিতে ২০২৩ এর এডমিট কার্ড
www.wbbprimaryeducation.org
www.wbbpeonline.com
Registration number এবং date of birth দিয়ে লগইন করতে হবে এডমিট কার্ড ডাউনলোড করতে ।
প্রাইমারি টেট ২০২৩, ২৪শে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে । পরীক্ষা শুরু হবে দুপুর ১২ঃ০০ টা থেকে চলবে ২:৩০ মিনিট পর্যন্ত ।