WBCS PRELIMINARY QUESTION paper 2023
WBCS PRELIMINARY প্রশ্নপত্র ২০২৩
এক ঝলকে দেখে নিন 2023 এর ডব্লুবিসিএস প্রিলিমিনারি প্রশ্নপত্র :
1. Of which of the phrases below is the term 'blog' an abbreviation? (A) web log (B) web blog
(C) web blogger ( D) web blogging
2. Select the idiom that best replaces the words in italics in the following sentence-You should review your options carefully before you make a decision. (A) make hay while the sun shines (B) sit on the fence( C)look before you leap (D) kill the golden goose
3. Fill in the blanks with the correct set of words. German instead. She was not interested for taking to French, but decided opt (A) in; up; to; for) (B) to; on; in; with
(C) on; to; for; on (D) for; to; in; to
4. Choose the word that best replaces the italicized words in the given sentence-In earlier times, rebels were executed for killing the king. (A) homicide(C) parricide (B) regicide(D) fratricide
5. Select the word that best replaces both the italicized words in the sentences given below: Sentence (i) The management did not find him suitable for the job.Sentence (ii) - He was not able to arrange all his belongings into one suitcase. (A) good (B) apt( c)fit (D) cram
6. Identify the incorrect pair
(A) Kidney diseases - urologist
(B) Blood-related diseases-haematologist
(C) Diseases of the stomach gastroenterologist -
(D) Various types of cancer - oncologist
7. Choose the word which is synonymous with 'Adjunct'.(A) Admonish (B) Additional (C) Amorphous (D) Ambiguous
8. Choose the word which is the anonym of 'Chide'.(A) Scold (B) Chastise (C) Praise (D) Arraign
9. Which of the following is an auxiliary verb? (A) Look (D) Do (B) Can (C) Take
10. Who is a 'psephologist'?
(A) Someone who specializes in statistical studies of voting patterns in elections.
(B) Someone who specializes in a certain
branch of neuropsychology.
(C) Someone who specializes in a certain branch of astrophysics.
(D) Someone who practises Freudian.
psychoanalysis.
11. Correctly change the following sentence to active voice, using the appropriate punctuation
the -My daughter expressed her preference for
History over English. (A) My daughter says 'I prefer History
over English."
(B) My daughter said, "I prefer History
over English."
(C) My daughter tells - 'I prefer History
over English." (D) My daughter told, "I prefer History over English."
12. Fill in the blanks with the appropriate group
of words. the
(A) good
(B) apt
fit (D) cram
6 -
gastroenterologist
(D) Various types of cancer-oncologist
13. Fill in the blanks with the appropriate words. this matter We need to
thoroughly.
(A) look into; more
(B) look in; most
(C) look up; much (D) look for; may be
14. What kind of a person is a 'Clairvoyant'?
(A) An astrologer
(B) An astronomer (C) An astrophysicist
(D) An astronaut
15. Read the following sentences and then select the correct option.
(i) One should not interfere in the personal affairs of others.
(ii) The personal in that company are dissatisfied
with their salaries. (A) Only Sentence (i) is correct.
(B) Only Sentence (ii) is correct.
(
C) Sentences (i) and (ii) are both correct. (D) Sentences (i) and (ii) are both incorrect.
16. Choose the correct option to frame a question from the following sentence, using the appropriate punctuation-I asked him why he wasn't in class.
( A) I asked him-"Why you not in class?"
(B) I asked him, "Why you are not in class?"
(C) I asked him: "Why you are not in class?"
I asked him, "Why are you not in class?"
17. Choose the word which is nearest in meaning to 'Vicarious'.
(A) Vituperative (B) Indirect
(C) Supportive
(D) Isolated
18. Pick out the word that is not similar to the others.
(A) Pond (B) Water body
(C) Lake
(D) Stream
19. Choose the correct option to complete the sentence.
I am indebted to my friend's wise
(A) council
(B) councel
(C) counsil
(D) counsel
20. Fill in the blank with the correct word: One should one's studies with
utmost seriousness.
(A) persue
(C) pirsue
(B) parsue pursue
21. Select the word that best replaces the italicized word in both of the following sentences.
(i) The police are trying to control the crowd. (ii) Junk food may have high levels of harmful chemicals.
(A) check
(C) contain
(B) blame
(D) incorporate
22. Choose the word that can correctly replace both the italicized words in the following sentences. Sentence (i) I appreciate his exuberant nature. Sentence (ii)Everyone at the party was in a
festive mood.
(A) excitable
(B) exorbitant
(C) exciting
(D) ebullient
23. Choose the option that correctly changes the following sentence into indirect speech - He said, "I will go there tomorrow."
(A) He said that I will go there tomorrow.
(B) He told that he shall go there tomorrow. (C) He said that he will go there after
today. He said that he would go there the
next day.
24. Select the correct proverb to fill in the blank
in the following sentence:
It is best not to delay since
(A) beggars can't be choosers.
(B) a stitch in time saves nine
(C) a bad workman blames his tools
(D) all's fair in love and war
25. Identify the mood in the following sentence -I would surely go there if I could.
(A) Indicative mood
(B) Interrogative mood
(C) Subjunctive mood
(D) Imperative mood
26. কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছু নয়?
(A) লর্ড ডাফরিন।
(B) এম. এ. জিন্না
(C) স্যার সৈয়দ আহমেদ খান
(D) লর্ড কার্জন
27. শিখদের দশম এবং শেষ গুরুর নাম কী?
(A) গুরু রামদাস
(B) গুরু হরগোবিন্দ
(C) গুরু গোবিন্দ
(৮) গুরু তেগবাহাদুর
28. ভাইকোম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংগঠিত হয়েছিল-
(A) নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য
(B) ভৌমধিকারীদের শোষণের বিরুদ্ধে লড়াই করার
জন্য (C) সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা সরানোর জন্য
(D) ব্রাভাস্কর রাজ্যের প্রশাসনের গণতন্ত্রীকরণের জন্য
29. A, B, C, D চার বন্ধু। D-এর থেকে বড়ো, কিন্তু B-এর থেকে ছোটো। A বড়ো, কিন্তু সব থেকে বড়ো নয়। বয়স অনুযায়ী A, B, C, D-কে ঊর্ধ্বক্রম করে সাজান।
(A) D, C, A, В
(B) C, D, A, В
(C) D, C, B, A
B, C, A, D
30. মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়টি হল
(A) পিটুইটারী-থাইরয়েড
(B) থাইরয়েড-পিটুইটারী
(C) পিনিয়াল বডি-ডিম্বাশয়
(1) পিনিয়াল বডি-থাইরয়েড
31. 1940-এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন, তিনি হলেন
(A) সি. রাজাগোপালাচারি
(B) বল্লভভাই প্যাটেল
(C) ড. রাজেন্দ্র প্রসাদ
(D) জে. বি. কৃপালনি
32. অক্ষর শ্রেণিটি ভর্তি করুন:
st...s.. trss... rsst.... s
(A) trsr
(B) rssr
(C)rstr
(D) rtsr
33.1907-এ কংগ্রেসে প্রথমবার ভাঙনের পর, 1918-তে দ্বিতীয়বারের জন্য ভাঙন ধরে যে ঘটনাকে কেন্দ্র করে তা হল
(A) লখনৌ চুক্তি
(B) মন্টেগু বিবৃতি
(C) জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে শ্রীমতী
অ্যানি বেসান্তের নির্বাচনকে কেন্দ্র করে (1917)
(D) উপরের (B) এবং (C) উভয় কারণের জন্য
35. কোনটি ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে?
1. বাজারে RBI নতুন বন্ড প্রকাশ করছে
2. RBI SLR কমাচ্ছে
3. RBI ব্যাংক হার বাড়াচ্ছে
4. CRR অবলুপ্ত করা হচ্ছে
(A) 1,263
(B) শুধু 134
(C) শুধু 234
(D) শুধু 3 ও 4
36) ভারতীয় সংবিধানের কোন অংশে 'রাজনৈতিক ন্যায়' ধারণাটির উল্লেখ আছে?
(A) কেবলমাত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়
(B) প্রস্তাবনা ও নির্দেশমূলক নীতি - উভয় অংশে
(C) মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি - উভয়
অংশে
(D) প্রস্তাবনা ও মৌলিক অধিকার উভয় অংশে
37) তরলের দুটি কণা একত্রিত হয়ে একটি কণায় পরিণত
হল, এই প্রক্রিয়ায় শক্তির
(A) শোষণ হল।
(B) মুক্তি হল।
তরলের আপেক্ষিক তাপের ওপর নির্ভর করে
শোষণ বা মুক্তি হতে পারে।
(D) শোষণ অথবা মুক্তি কোনটাই হল না।
38) ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি উৎপাদনে সর্বোচ্চ (A) মধ্যপ্রদেশ
(B) রাজস্থান
(C) গুজরাত
(D) উত্তরপ্রদেশ
39) সাম্প্রতিককালে লোকসভায় প্রস্তাবিত 'জন বিশ্বাস বিল'-এর প্রধান উদ্দেশ্য কী?
(A) আতঙ্কবাদের বিরোধিতা
(B) ব্যাবসা বাণিজ্যের সুবিধা
(C) অপুষ্টি দূরীকরণ
(D) পুলিশি আইন সংস্কার
40)এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
(A) ম্যানিলা
(B) ব্যাংকক
C) কলম্ব
D) বোম্বে
41)রেললাইনের ট্রাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদার্থটি ব্যবহহৃত হয়, সেটি
(A) আয়রন অক্সাইড
(B) ধাতব অ্যালুমিনিয়াম
(C) অ্যালুমিনিয়াম অক্সাইড
(D) ধাতব আয়রন
42) . রাউরকেল্লা লৌহ ও ইস্পাত কারখানা অবস্থিত
(A) কয়লাখনি অঞ্চলে
(B) লৌহখনি অঞ্চলে
৫) কয়লা ও লৌহখনির মধ্যবর্তী অঞ্চলে
(D) দামোদর উপত্যকায়।
43) Class-এ A rank পেয়েছে 10 এবং B পেয়েছে 38, শেষ থেকে। B-এর রেজাল্ট Aর থেকে ভালো এবং তাদের দুজনের মাঝখানে 2 জন শিক্ষার্থী আছে। কতজন শিক্ষার্থী আছে?
A) 40
(B) 41
(C) 42
(D) 44
44) ভারতে যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নাই-
(A) জাতীয় উদ্যান
(B) অভয়ারণ্য
(C)সংরক্ষিত অরণ্য
(D) সুরক্ষিত অরণ্য
45) নিম্নলিখিতদের মধ্যে কে পরপর ছয় বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন?
(A) জহরলাল নেহরু
(B) দাদাভাই নৌরজি
(C) আবুল কালাম আজাদ
(D) গোপাল কৃষ্ণ গোখেল
46) দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন?
(A) ফিরোজ তুঘলক
(B) বহলুল খান লোদি
(৫) ইব্রাহিম লোদি
(D) সিকান্দর লোদি
47) 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের Part III-র মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল?
(A) আন্তঃরাজ্য পরিষদ
(B) আঞ্চলিক পরিষদ
C) ভাষা কমিশন
(D) সারকারিয়া কমিশন
48 ) ওয়ার্ল্ড ট্রেড অর্গ্যানাইজেশনের অ্যাপেলেট বডি কোথায় অবস্থিত?
(A) নিউইয়র্ক
(B) জেনেভা
(C) প্যারিস
(D) হেগ
49. 'দিন-ই-ইলাহি' কে প্রবর্তন করেন?
(A) বাবর
১৬৪) আকবর
(C) জাহাঙ্গির
(D) শাহজাহান
50. ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল
(A) ফুলের বাগান
(B) ফলের বাগান
(C) চা বাগান
D) ধান চাষের জমি
51. Ocean Thermal Energy Conversion প্রক্রিয়ায় ভারতে বিদ্যুৎ উৎপাদন হয়
(A) কলকাতায়
(B) হলদিয়ায়
(C) মাদ্রাজে/চেন্নাইতে
(B) পারাদ্বীপে
52. নিম্নে উল্লিখিত কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্য নয়?
(A) জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ সৌধ রক্ষা করা
(৪) বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার প্রসার সাধন করা
(C) ভারতের ঐক্য ও সংহতি সমর্থন ও সংরক্ষণ করা
(D) উপরের কোনোটিই নয়
53. জলে দ্রবীভূত হয়, এমন যৌগটি সনাক্ত করো-
(A) গ্লুকোজ
(B) ইউরিয়া
(C) অ্যাসিটোন
(ঠ) উপরের সবগুলিই
54. মাত্র 35 বৎসর বয়সে যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন, তিনি হলেন
(A) রাসবিহারী ঘোষ
সুভাষ চন্দ্র বোস
(C) আবুল কালাম আজাদ
(D) লালা লাজপত রায়
55. কোন কেন্দ্রীয় মন্ত্রীসভা পাইলট ফেস্ অফ দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সাথে জড়িত?
(A) মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাসট্রি (B) মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স
(C) মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিকস অ্যান্ড আইটি
(D) উপরের কোনোটিই নয়
56. বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয়
তা হল
(A) পূর্ব বাংলা এবং বাংলা
(B) পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা
(C) পূর্ব বাংলা এবং আসাম
(D) পূর্ব বাংলা এবং উত্তর বাংলা
57. একটি পরীক্ষায় ইংরেজীতে 55%, অঙ্কে 65% এবং দুটিতেই 24% পরীক্ষার্থী ফেল করেছে। দুটি বিষয়ে পাশের হার কত ?
(A) 4%
(B) 4-5%
(C) 5%
(D) 5.5%
58. বাংলা এবং ওড়িশায় গদর দলের নেতা ছিলেন
(A) যতীন্দ্রনাথ মুখার্জি
(B) যতীন্দ্রনাথ দাস
(C) বারীন্দ্র ঘোষ
(D) এম. এন. রায়
59. 2023-24 সালের কেন্দ্রীয় বাজেটের অধিকাংশ ব্যয় কোন খাতে যায়?
(A) সুদ পরিশোধ
(B) কেন্দ্রীয় রাজস্বে রাজ্যগুলির ভাগ
(C) কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় চলা পরিকল্পনা
(D) ভর্তুকি
60. ভারতবর্ষের কোন শহরে "খাদি ফেষ্ট-2022" প্রদর্শনী অনুষ্ঠিত হয়?
(A) আহমেদাবাদ
(B) চেন্নাই
(C) মুম্বাই
(D) বারাণসী
61. Mg (s) + O2 (g) → MgO (s) + শক্তি; উপরোক্ত বিক্রিয়াটি একটি
(A) সংযোজন বিক্রিয়া
(B) জারণ বিক্রিয়া
(C) তাপদায়ী বিক্রিয়া
(D) উপরের সবগুলিই
62. কোন চোল রাজা 'গঙ্গোইকোগু' অভিধা গ্রহণ করেন? (A) প্রথম রাজেন্দ্র চোল
(B) প্রথম রাজরাজ
(C) রাজাধিরাজ চোল
(D) রাজেন্দ্র চোল দ্বিতীয়
63. গো-পালনে ভারত পৃথিবীতে
(A) প্রথম
(B) পঞ্চম
(C) চতুর্থ
(D) সপ্তম
64. In the following "date" series, what will come in the next? 18-07-2002, 25-07-2002, 02-08-2002, 11-08-2002
(A) 20-08-2002
(B) 21-08-2002
(C) 19-08-2002
(D) 22-08-2002
65. একটি স্কুলে ক্লাস VI থেকে VIII প্রতিদিন 6 টা করে ক্লাস এবং IX ও X প্রতিদিন 7 টা করে ক্লাস থাকে। যদি কোনও শিক্ষককে প্রতিদিন 5 টার বেশি ক্লাস না দেওয়া হয়, ক্ষুদ্রতম/সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার?
A) 5
(B) 6
(C) 7
(D) 8
66. ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে নিম্নলিখিত কোন দেশ থেকে?
(A) রাশিয়া
(B) ইংল্যান্ড
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) জার্মানি
67. লাডাক মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় যে বৃষ্টিতে
(A) সীমান্ত বৃষ্টি
(B) শিলাবৃষ্টি
(C) মেঘ ভাঙা বৃষ্টি
(D) পরিচালন বৃষ্টি
68. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের উপর 'যুক্তিসংগত বাধানিষেধ' আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া- হয়েছে?
68. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের উপর 'যুক্তিসংগত বাধানিষেধ' আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া- হয়েছে?
(A) রাষ্ট্রপতি
(B) পার্লামেন্ট
(C) সুপ্রিম কোর্ট
(D) (B) এবং (C) উভয়কে
69. যদি 721890 নির্দেশ করে PARDON, 53164 নির্দেশ করে MERCY তবে DEMOCRACY কী নির্দেশ করবে?
(A) 835971274
(B) 853961264
C)839561264
(D) 835961264
70. কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন?
(A) ভারতের পাবলিক অ্যাকাউন্ট
(B) ভারতের একত্রিত তহবিল
(C) ভারতের কন্টিনজেন্সি তহবিল
(D) উপরোক্ত কোনোটিই নয়
71. A drop of water is broken into two drops. The sum of which property of the two drops is equal to that of the single one?
(A) Radius
(B) Surface area
(C) Surface energy
(D) Volume
72. ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র 4 ফেব্রুয়ারি, 2023 তাদের 75তম স্বাধীনতা দিবস পালন করেছে?
(A) ভুটান
(B) নেপাল
- (C) শ্রীলঙ্কা
(D) বাংলাদেশ
73. কোন দেশ 'Artificial Moon' (কৃত্রিম চাঁদ)-এর প্রকল্প গড়ে তুলেছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
চীন (C) রাশিয়া
(D) ইজরায়েল
74. ₹ 6000/- একটি চেক, Bank-এ ভাঙাতে গেলে, Bank 200 টাকা ও 100 টাকা-র নোট মিলিয়ে মোট 48 টা নোট দেয়। 200 টাকার নোটের সংখ্যা কত?
A) 20
B) 12
(C) 36
(D) 24
75. কোন মুঘল সম্রাট প্রথম আলমগির নামে পরিচিত ছিলেন?
(A) আকবর
(B) জাহাঙ্গির
C)ঔরঙ্গজেব
(D) দ্বিতীয় বাহাদুর শাহ
76)BIMSTEC'-এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত?
(A) নতুন দিল্লি
(B) কলম্বো
(C) ঢাকা
(D) জাকার্তা
77. 1717 সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 'ফারমান' প্রদান করেন?
(A) দ্বিতীয় বাহাদুর শাহ
(B) দ্বিতীয় শাহ আলম
C)ফারুখশিয়ার
(D) মুহম্মদ শাহ
78. ভারতে আমন ধান চাষের সময়
(A) বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয়।
(B) বর্ষাকালে লাগিয়ে বর্ষাকালের শেষে কাটা হয়।
(C) গ্রীষ্মকালে লাগিয়ে বর্ষা শেষে কাটা হয়।
D)গ্রীষ্মকালের প্রথম দিকে লাগিয়ে বর্ষা শেষে
কাটা হয়।
79)তিনটি রোধ 52, 4.52 এবং 32 এমনভাবে সংযুক্ত 2 করা হল যে তাদের সর্বোচ্চ মান হবে
(Α) 12.50
(Β) 13.52
(C) 14.52
(D) 16.50
80. xy = x+y, যদি x < y = x-y, যদিx>y = 2x, যদি x = y
মান নির্ণয় করুন
5 (72) + (57) 2
20
(B) 21
025HD
B-15
(C) 22
(D) 19
81. 2023-24 সালে কেন্দ্র কোন খাতে ভর্তুকির সবচেয়ে বড়ো অংশ বরাদ্দ করেছে?
(খাদ্য
(B) ঋণের সুদ
(C) সার
(D) পেট্রোলিয়াম
82. কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল
(A) মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে।
(৮) উত্তর আমেরিকার ইতিহাস থেকে, মানুষের জমায়েত বোঝাতে।
(C) ট্রেড ইউনিয়নের কংগ্রেস থেকে।
(D) শিকাগোর বিশ্বধর্ম আন্দোলন থেকে।
83. সঠিক চিত্র কোন্টি, যেটি বই, বাংলা বই এবং উপন্যাসকে নির্দেশ করে?
84. (1-3)(1-4)(1-3)-(1-6) (1) শ্রেণিটির মান কত?
(A) 01
(B) 02
(C)1.2
(D)0.03
85. কোনটিকে সরকারী ব্যয় রূপে গণ্য করা হয় না? (১) স্থানীয় বাস পরিবহনকে দেওয়া ভর্তুকি।
(B) প্রতিরক্ষা খাতে ব্যয়
(C) জাতীয় ঋণের সুদ প্রদান
(D) সরকারী কোম্পানি দ্বারা বিনিয়োগ ব্যয়
86. নাগা নারী নেতা গাইদিনলিউকে কে রানী উপাধি প্রদান করেছিলেন?
(A) সুভাষ বোস
(B) জহরলাল নেহরু
(C) ঠক্কর বাপা
(D) মহাত্মা গান্ধী
87. লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি হবে?
(A) লেড আয়োডাইডের সাদা অধঃক্ষেপ পড়বে। (B) লেড আয়োডাইডের হলুদ অধঃক্ষেপ পড়বে।
৫) লেড আয়োডাইডের লাল অধঃক্ষেপ পড়বে।
(D) লেড আয়োডাইডের কালো অধঃক্ষেপ পড়বে।
৪৪. কোন দেশ অর্দেশীর বি. কে দুবাশ-কে 'অর্ডার অফ
মেরিট ইন দ্য ডিপলোম্যাটিক সার্ভিসেস' উপাধি দ্বারা ভূষিত
করেছে?
(A) ক্যানাডা
(B) ফ্রান্স
(C) জাপান
(D)পেরু
89. ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত-
(A) মুন্নার
(B) কুরনুল
(C) চিকমাগালুর
(D) মহীশূর
90. কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন?
(A) প্রথম পুলকেশী
(B) দ্বিতীয় পুলকেশী
(C) মঙ্গলেশ
(D) কীর্তিবর্মণ
91. 1893 সালে বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব শুরু করেছিলেন। তিনি প্রথম শিবাজি উৎসব শুরু করেছিলেন-
(A) 1884
(B) 1885
(C) 1896
(D) 1897
92. ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে
(A) প্রধান ৪টি মহানগরকে দ্রুতগামী রেল পরিষেবায়।
(B) প্রধান ৪টি বন্দর শহরকে দ্রুতগামী রেল
পরিষেবায়। (C) প্রধান ৪টি বিমানবন্দরকে দ্রুতগামী মালবাহী
বিমানে।
(D) প্রধান ৪টি শিল্প শহরকে দ্রুতগামী সড়কপথে।
93. ভারতের প্রথম সংবাদপত্রের নাম
(A) পার্থেনন
(B)- দিগদর্শন
(C) বেঙ্গল গেজেট/ হিকি'জ গেজেট/ হিকি'জ
বেঙ্গল গেজেট
(D) সমাচার দর্পণ
94. একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নম্বর 2। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনও পরীক্ষার্থী 45 নম্বর পায়, সঠিক উত্তরের সংখ্যা কত?
(A) 42
(B) 41
(C) 45
(D) 40
95. ভারতের আমদানি খাতে কোন দ্রব্যটির জন্য সর্বাধিক
ব্যয় হয়?
(A) মূলধনি পণ্য
(B) সোনা ও রুপা
(C) ইলেকট্রনিক পণ্য
(D) পেট্রোলিয়াম, তেল ও লুব্রিকেন্ট
96. ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সব থেকে উন্নত
(A) পশ্চিম বাংলা
(B)গুজরাত
(C) অন্ধ্রপ্রদেশ
(D) হরিয়ানা
95. ভারতের আমদানি খাতে কোন দ্রব্যটির জন্য সর্বাধিক ব্যয় হয়?
(A) মূলধনি পণ্য
(B) সোনা ও রুপা
(C) ইলেকট্রনিক পণ্য
(D) পেট্রোলিয়াম, তেল ও লুব্রিকেন্ট
96. ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সব থেকে উন্নত
(A) পশ্চিম বাংলা
(B) গুজরাত
(C) অন্ধ্রপ্রদেশ
(D) হরিয়ানা
97) সামাজিক-অর্থনৈতিক পরিকল্পনা নিম্নলিখিত তালিকার অন্তর্ভুক্ত:
(A) ইউনিয়ন তালিকা
(B) রাজ্য তালিকা
(C) যুগ্ম তালিকা
(D) সংরক্ষিত তালিকা
98. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটি দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে যুক্ত?
(A) 51 তম সংশোধন (B) 52 তম সংশোধন
(C) 53 তম সংশোধন
(D) 54 তম সংশোধন
99. {}^{n}P_{r}=n(n-1) (n-2)..... (n-r+1) 1\le r\le n, যেখানে n, r পূর্ণসংখ্যা। যদি "Penan দয়,
-র মান কত?
(A) 10
B) 12
(C) 20
(D) 16
100) 'আমুক্তমাল্যদা' কে রচনা করেন ? ২0
(A) মাধবাচার্য
(B) রামানুজ
(C) কৃষ্ণদেবরায়
(D) মালাধর বসু
101. মায়োপিয়ার কারণটি হল
(A) অক্ষিগোলকের সংকোচন
(B) অক্ষিগোলকের প্রসারণ
(C) অপটিক স্নায়ুর শুষ্কতা
(D) সবকটি ঠিক
102. প্রথম বৌদ্ধ সঙ্গিতী কোথায় অনুষ্ঠিত হয়?
(A) বৈশালী
(B) পাটলিপুত্র
(e) রাজগৃহ
(D) মালব
103. কোন ক্রীড়াব্যক্তিত্বকে 'বিবিসি স্পোর্টস পারসোনালিটি ওয়ার্ল্ড স্পোর্ট স্টার অফ দ্য ইয়ার 2022' নির্বাচিত করা হয়েছে?
(A) রজার ফেডরার
(B) নীরজ চোপড়া
(C) লিওনেল মেসি
104. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়?
(A) ভারতের একটি স্বাধীন আদালত আছে।
(B) কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা স্পষ্টভাবে বণ্টন করা হয়েছে।
৫) রাজ্যসভায় যুক্তরাষ্ট্রীয় এককগুলির প্রতিনিধিত্ব অসম।
(D) ভারতীয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় এককগুলির মধ্যে মতৈক্যের ফল।
105. Who is known as the 'Parrot of India'?
(A) Jimutavahana
(B) Al-Beruni
(C) Ibn-Batutah
(D) Amir Khasru
106. 1886-তে কলিকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব ছিল এই যে- do (A) ন্যাশনাল কনফারেন্স ও ভারতীয় জাতীয়
কংগ্রেসের সংযুক্তি ঘটেছিল।
(B) দাদাভাই নৌরজি এর সভাপতিত্ব করেছিলেন।
(C) পণ্ডিতপ্রবর রাজেন্দ্রলাল মিত্র এর সংবর্ধনা কমিটির সভাপতিত্ব করেছিলেন।
(D) উপরের সবকটিই
107. কোথায় ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয়?
( A) কলিকাতা, ঘুষুড়ী-তে
(B) কলিকাতার সিঁথির মোড়ে
(C) নাগপুরে
(D) থানে-তে
108. মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন সেটি হল
(A) কাকিনাড়া, 1923
(B) বেলগাঁও, 1925
(C) কানপুর, 1925
(D) গৌহাটি, 1926
109. দাক্ষিণাত্য বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান
করেন?
(A) আলাউদ্দিন খলজী
(B) বলবন
(C) ফিরোজ তুঘলক
(D) মহম্মদ-বিন-তুঘলক
110. ভারতবর্ষের কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে 'NEAT 3.0' মঞ্চটি জড়িত?
(A) মিনিস্ট্রি অফ এডুকেশন
(B) মিনিস্ট্রি অফ হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
(C) মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
(D) মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স
111. 'আন্তর্জাতিক কাস্টমস্ দিবস 2023' কোন মাসের কত তারিখে পালিত হয়?
(A) জানুয়ারি 25
(B) জানুয়ারি 26
(C) জানুয়ারি 27
(D) জানুয়ারি 28
112. ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক 2022 সালে কোন নতুন বিভাগের সৃষ্টি করেছে।
(A) ডিপার্টমেন্ট অফ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স
(B) ডিপার্টমেন্ট অফ ফিন-টেক
(C) ডিপার্টমেন্ট অফ ডেটা সায়েন্স
(D) ডিপার্টমেন্ট অফ ডিজিটাল কারেন্সি
113. দিল্লির কোন সুলতান প্রথম উত্তর-পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন?
(A) ইলতুৎমিশ
(B) বলবন
(C) রাজিয়া
(D) আলাউদ্দিন খলজী
114. কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
(A) সমুদ্রগুপ্ত
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) স্কন্দগুপ্ত
(D) প্রথম কুমারগুপ্ত
115. 1 • একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/20 ,1/15 ,1/12 এবং পরিসীমা 30 cms। বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য হবে
(A) 7.5. cms
(B) 10 cms
C)12.5
(D) 7 cms
116. 1938-এ কে জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, শিল্পায়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক বিকাশের পন্থা গ্রহণের নিমিত্তে?
(A) সুভাষ চন্দ্র বোস
(B) জহরলাল নেহরু
(C) মহাত্মা গান্ধী
(D) মৌলানা আবুল কালাম আজাদ
117. নিম্নলিখিত কোন বিষয়ে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী?
(A) সংবিধান সংশোধন
(B) সরকার অপসারণ
(৫) অর্থবিল উত্থাপন
(D) নতুন সর্বভারতীয় চাকরি সৃষ্টি
118. পূর্ব হিমালয় ভারতে যে ফল চাষের জন্য প্রসিদ্ধ-
(A) জলপাই
(৪) কমলালেবু
(C) লিচু
(D) আম
119. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানসমূহে তপশিলি জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই?
(A) রাজস্থান
(B) আসাম
(C) সিকিম
(D) অরুণাচল প্রদেশ
120. কোন দেশের সাথে ভারত সাম্প্রতিককালে 'ইকোনোমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট' (অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যিক চুক্তি) স্বাক্ষর করেছে?
(A) ইংল্যান্ড
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
VC) অস্ট্রেলিয়া
(D) ফ্রান্স
121. 'ষোড়শ মহাজনপদ'-এর মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদ-এর নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে?
(A) কোশল
(B) কাশী
মগধ
(D) পাঞ্চাল
122. একটি ক্রিকেট খেলায় A, B, C, D, E গড়ে 35 রান করে। D, E-র থেকে 5 রান বেশি করে এবং E, A-র থেকে 20 কম রান করে। D, E-র মিলিত রানসংখ্যা B করে। B ও C একসাথে 75 রান করে। C একা কত রান করে?
(A) 45
(B) 55
(C) 20
(D)30
123. ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? (A) ধননন্দ
(৪) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) বিম্বিসার
(D) বিন্দুসার
124. হলদিয়া শিল্পাঞ্চলের দুই প্রধান শিল্প-
(A) ব্যাটারি তৈরি ও জাহাজ মেরামতি
(B) খনিজ তেল শোধনাগার ও ব্যাটারি তৈরি
(C) খনিজ তেল শোধনাগার ও জাহাজ মেরামতি খনিজ তেল শোধনাগার ও রাসায়নিক সার
125. ভারতবর্ষের কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চঞ্চল '15-পয়েন্ট উইন্টার অ্যাকশন প্ল্যান' শুরু করেছিল বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্যে?
(A) পাঞ্জাব
নতুন দিল্লি
(C) রাজস্থান
(D) হরিয়ানা
126. 1889-এ যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন
(A) দাদাভাই নৌরজি
(B) এ. ও. হিউম
(C) ডাব্লিউ, ডিগবি
(D) ডাব্লিউ, ওয়েডারবার্ন
127. বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন?
(A) অক্সিন
(B) ডরমিন
(C) সাইটোকাইনিন
(D)জিব্বেরেলিন
128. কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়?
৬) অঙ্গজ জনন
(B) অযৌন জনন
(C) যৌন জনন
(D) অপুংজনি
129. নিম্নলিখিত কোন ব্রিটিশ আইনটি ভারতের পার্লামেন্টীয়
সরকারের রূপরেখা উপস্থাপিত করেছিল?
(A) 1793 খ্রিস্টাব্দের চার্টার আইন (B) 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন
(C) 1853 খ্রিস্টাব্দের চার্টার আইন
(D) 1833 খ্রিস্টাব্দের চার্টার আইন
130. এশিয়ার কোন দেশে 2023 আই.বি.এ. বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে?
(A) শ্রীলঙ্কা
(B) ভারত
(C) নেপাল
(D)থাইল্যান্ড
132. একটি মাসের সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হলে, 19 তম দিনটি কী বার হবে?
(A) শনিবার
(B) সোমবার
(C)রবিবার
(D) মঙ্গলবার
133. একটি মৌলের আয়ন ধনাত্মক ত্রিযোজী। মৌলটির ভরসংখ্যা 27 এবং নিউট্রন সংখ্যা 14। আয়নে কটি ইলেকট্রন বর্তমান?
134. পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়
৬) শ্রীরামপুর
(B) বাঁশবেরিয়া
(C) কুলটি
(D) বজবজ
135. একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে, তার প্লবতা কেন্দ্র অবস্থিত হবে
(A) ভারকেন্দ্রে
(B) ভারকেন্দ্রের ওপরে
(৫) ভারকেন্দ্রের নীচে
(D) যেকোনো স্থানে হতে পারে
136. পরিসেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নতমানের ক্রিয়াকলাপ হল
(A) টার্সিয়ারি ক্রিয়াকলাপ
(B) কুইনারি
C) কোয়ার্টারনারি
(D) মাধ্যমিক
137. বোম্বাই ত্রিমূর্তি নামে কারা পরিচিত?
(A) বি. জি. তিলক, জি. কে. গোখেল এবং
এম. বি. নামজোশি
(B) ফিরোজশাহ মেহতা, কে. টি. তেলাং এবং বদরুদ্দিন তায়েবজি
বি. জি. তিলক, জি. জি. আগারকার এবং জি. এইচ. দেশমুখ
(D) দাদাভাই নৌরজি, কে. টি. তেলাং এবং আর. জি. ভান্ডারকার
138) ভারতে প্রথম সুতোকল স্থাপিত হয়
(A) 1820
(B) 1812
(C) 1840
(D) 1818
139. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
(A)পুরুষপুর
(B) জলন্ধর
(C) কাশ্মীর
(D) পাটলিপুত্র
140. একটি মুসলিম সংগঠন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই প্রস্তাব দেয় যে মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত এবং এই মর্মে কংগ্রেসের সঙ্গে চুক্তিতে আসা উচিত, সেটি হল
(A) মুসলিম লিগ
(B) আহমদিয়া আন্দোলন
(C) এহরার লিগ
(D) দেওবন্দ আন্দোলন
141. যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদন লাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিলেন তা হল
(A) গদর পন্থীদের নির্বিচারে গ্রেফতার
(B) ভারতীয় যুব নেতাদের নির্বাসন ও ফাঁসি
(C) লাল-বাল-পাল-এর কারারোধ
(D) বঙ্গভঙ্গ
141. যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদন লাল
ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিলেন তা হল
(A) গদর পন্থীদের নির্বিচারে গ্রেফতার
(B) ভারতীয় যুব নেতাদের নির্বাসন ও ফাঁসি
(C) লাল-বাল-পাল-এর কারারোধ
(D) বঙ্গভঙ্গ
142. A, B, C, D, E, F একটি ষড়ভুজ আকৃতির টেবিল ঘিরে চেয়ারে বসেছে। A বসেছে B-এর উল্টোদিকে। B বসেছে C ও D-এর মাঝখানে। A বসেছে E ও F-এর মাঝখানে, যেখানে D-এর বাঁদিকে E বসেছে। নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কারা মুখোমুখি বসেছে?
(A) (E, F)
(B) (D, E)
C) (C, E)
(D) (C, D
143. গণপরিষদের সদস্যরা
(১) প্রাদেশিক আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হন। (B) জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
(C) ব্রিটিশ সরকার কর্তৃক মনোনীত হন।
(D) দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিত্ব কর
144. বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় a)1St
b) 2nd c) 3Rd d)4th
145. Who started Faraizi movement in Bengal?
(A) Titumir
(B) Kunwar Singh
(C) Digambar Biswas
(D) Haji Shariyatullah
146. মিহিরকুল/মিহিরগুল কে ছিলেন?
(A)শক রাজা
(B) কুষাণ রাজা
(C) হুণ রাজা
D) পত্নব রাজা
147. ওবিসি সম্প্রদায়ের উপ-শ্রেণিকরণের জন্যে যে কমিশন
গঠিত হয়েছে তার প্রধান কে?
(A) বিচারপতি জি. রোহিনী
(B) বিচারপতি উদয় উমেশ ললিত
(C) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়
(D) বিচারপতি সঞ্জয় পোড়েল
148. যে বিপ্লবের সঙ্গে ভারতে ডিম উৎপাদন জড়িত-
(A) রুপালি
(B) সোনালি
(C) সাদা
(D) তরল
149. দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ভারতে তুলনামূলকভাবে কম-
(A) কাঁচা দুধের চাহিদা বেশি।
(B) বেশি লোকের দুগ্ধজাত দ্রব্য ক্রয় করার ক্ষমতা কম।
(C) অধিকাংশ গরু শীর্ণকায়।
(D) উপরের সব কারণগুলি
150. ভারতের প্রধান তন্তু ফসল হল
(A) পাট
(৪) কার্পাস
(C) ফ্লাক্স
(D) তিল।
151. প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত রাজস্ব, ধার করা অর্থ ও প্রদত্ত ঋণ থেকে প্রাপ্তি কোথায় জমা করা হয়?
(A) ভারতের পাবলিক অ্যাকাউন্ট-এ
(B) ভারতের একত্রিত তহবিলে
(C) ভারতের কন্টিনজেন্সি তহবিলে
(D) উপরোক্ত কোনোটিই নয়
152. বেকিং সোডার মিশ্রণে থাকে
(A) সোডিয়াম কার্বনেট ও অ্যাসিটিক অ্যাসিড
(B) সোডিয়াম কার্বনেট ও টারটারিক অ্যাসিড
(C) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টারটারিক অ্যাসিড
(D) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও অ্যাসিটিক অ্যাসিড
153. একটি ধাতব বলের কেন্দ্রতে একটি গোলাকার গহ্বর রয়েছে। বলটিকে উত্তপ্ত করলে গহ্বরটির আয়তন
(A) হ্রাস পাবে।
(B) বৃদ্ধি পাবে।
(C) একই থাকবে।
(D) ধাতুর প্রকৃতির ওপর নির্ভর করে বৃদ্ধি বা হ্রাস
পেতে পারে।
154. নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তিকাহিনি। বর্ণিত আছে?
(A) প্রথম সাতকর্ণী
(B) গৌতমীপুত্র সাতকর্ণী
(C) বশিষ্ঠপুত্র পুলমায়ী
(D) যজ্ঞশ্রী সাতকর্ণী
154. নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তিকাহিনি। বর্ণিত আছে?
(A) প্রথম সাতকর্ণী
(B) গৌতমীপুত্র সাতকর্ণী
(C) বশিষ্ঠপুত্র পুলমায়ী
(D) যজ্ঞশ্রী সাতকর্ণী
155. কোন প্রতিষ্ঠান 'অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট 2022' প্রকাশ করেছে?
(A) নীতি আয়োগ
( ইউনাইটেড নেশনস্ এনভাইরনমেন্ট প্রোগ্রাম (ইউনেপ)
(C) ওয়ার্ল্ড সোসাল ফোরাম (ডব্লিউ এস এফ)
(D) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউ ই এফ)
156. কোন দেশ লিঙ্গ স্বীকৃতি সংস্কার বিল পাশ করেছে?
( A) ইংল্যান্ড
(B) স্কটল্যান্ড 1
(C) ইতালি
(D) সুইৎজারল্যান্ড
157. দাদাভাই নৌরজি ব্রিটেনের হাউস অব কমন্সে যে দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তা হল
(A) কনজার্ভেটিভ
(B) লিবারাল
(C) লেবার
(D) লেবার-লিবারাল যৌথ
158. 1912-র ডিসেম্বরের দিল্লীতে চাঁদনী চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মারার পিছনে যে মাথা কাজ করেছিল তা হল
রাসবিহারী বোস
(B) ভাই পরমানন্দ
(C) শচীন্দ্রনাথ সান্যাল
(D) সোহনলাল পাঠক
159. P is the mother of X, who is the wife of Z. Y is the brother of P and Q is the husband of P. How is P related to Z?
(A) Mother-in-law
(B) Mother
(C) Daughter-in-law
(D) Sister
160. Rectify: Mistake :: Regain: ? Make
(B) Find
(C) Realise
(D) Loss
161. নীচের চারটি শব্দের মধ্যে তিনটি বাকি একটি শব্দের
অন্তর্গত। সেই একমাত্র শব্দ কোনটি? গ্লুকোকটিকয়েন্স, অ্যাড্রিনলিন, মিনারেলোকটিকয়েন্স,
সুপ্রারেনাল গ্ল্যান্ড।
(A) মিনারেলোকটিকয়েন্স
অ্যাড্রিনলিন
(C) সুপ্রারেনাল গ্ল্যান্ড
(D) গ্লুকোকটিকয়েড়স
162. 2022-23 সালে কেন্দ্রীয় রাজস্বের প্রধান উৎস ছিল
(A ) কর্পোরেট কর
আয় কর
(C) পণ্য ও সেবা কর
(D) বহিঃশুল্ক
163. 'কুমারসম্ভবম্' কার রচনা?
(A) বিষ্ণুশর্মা
(B) দণ্ডিণ
কালিদাস
(D) সোমদেব
164. টারমিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম-দ্য বিএমপিটি, কোন দেশের প্রকল্প?
(A) চীন
(B) ইজরায়েল
(C) রাশিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
165. পাঁচজন বালক A, B, C, D, E তাস খেলছে। প্রত্যেকের কাছে 10 টি কার্ড আছে। E, 3 টি কার্ড A-র কাছ থেকে ধার করে এবং 5 টি কার্ড C কে দেয়। C তৎক্ষণাৎ 4 টি B কে এবং B 2 টি কার্ড D-কে দেয়। D-র কাছে ক-টি কার্ড আছে?
(A) 9
(B) 10
(C) 11
D)12
166. স্প্রিং তুলাযন্ত্র থেকে ঝোলানো একটি তারের খাঁচায় একটি পাখি বসেছিল। W, হল স্প্রিং তুলাযন্ত্রের পাঠ। পাখিটি খাঁচার ভেতর উড়ে গেলে তুলাযন্ত্রের পাঠ হল W₁। নিম্নলিখিত কোনটি ঠিক?
A)
(B) WW₂
(C) W₁= W
(D) W-W
167. ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন বিল পাশ করেছে?
AA) বাংলাদেশ
(B) মায়ানমার
(C) নেপাল
(D) শ্রীলঙ্কা
168. কে একটি জাতীয় সমাজ, একটি জাতীয় সংবাদপত্র, একটি জাতীয় বিদ্যালয় এবং জাতীয় ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেছিলেন এবং 'জাতীয়' শব্দটিকে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্থে জনপ্রিয় করে তুলেছিলেন?
(A) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
(B) রাজনারায়ণ বোস
(C) নবগোপাল মিত্র
(D) সত্যেন্দ্রনাথ ঠাকুর
169. মানুষ জমি অনুপাত মানে (A) দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাত।
(১৮) দেশের মোট জমি ও মোট মানুষের অনুপাত। (C) দেশের মোট সমতল জমি ও প্রাপ্তবয়স্ক মানুষের অনুপাত।
(D) দেশের মোট কৃষি জমি ও পুরুষের অনুপাত
170) 1526-4 প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত
বাবর ও ইয়াহিন সোদি
(B) বাবর ও রাণা সদথা (C) বাবর ও শের খান
(D) আকবর ও হিমু
171. ভারতের বৃহত্তম কাগজ শিল্পকেন্দ্র-
(A) বল্লারপুর (b) সালবিশ্বা
(C) মেশানগর
(D) নাগপুর
172. পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন।
(A) ফিরোজ তুষলক
(15) গুসেন শায় (C) সিকান্দর শাহ
(D) জৈন-উল-আবেদিন
173. 227°C এবং 27°C উষ্ণতার মধ্যে কার্যরত একটি কার্নেটি যন্ত্রের কর্মদক্ষতা হবে
(A) 100%
(B) 50%
(C)405
(D) 20%
174. In which subutage of interphase is DNA loubled
(A) G
(B) S
(C) G
(D) G
175. ভারতে অনবিস্ফোরণ কোন সময়ের মধ্যে হয়েছিল। (A) 1921-1941
(B) 1901-1911
105 1971-1991
(D) 1961-1981
176. প্রতিষ্ঠা করেন আলীগড় অ্যাংলো-ওরিয়েন্টাল
( ۸) নবাব সলিমুল্লা
(B) লিয়াকৎ আলি
(C) খান আবদুল গফ্ফর বান
(৫) স্যার সৈয়দ আহমেদ খান
177, ফোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয়না?
(A) ঋণ পুনরুদ্ধার
(B) ভবিষ্য তহবিল আমানত
C)PSU disinvestment
D/অনুদান
178. If number of molecules present in 9g of wuter is n. then number of molecules present in 44g of carbon-di oxide is (A)
180. Which Indian sportsperson has been sppointed as the "Priendship Ambassador' by th Switzerland Touriam?
(A) P.V. Sindhu
(1) Neeraj Chopга
(C) Mary Kom (D) Virat Kohli
181. There as four giels A.BCD. A and B
play fouthall and volleyball. B and C play cricket and football,
C and D play badminton and cricket, Dand A play volleyball and hadminton. Who
plays hadminton, cricket
A) a B)bC)cD)d
182. Which Indian state has declared Malakhamb as its state sport?
(A) Kerala
(B) Assam
(C) Madhya Pradesh
D) Rajasthan
182. ভারতের কোন রাজ্য মালাখাম্ব খেলাকে নিজেদের রাজ্যের অন্যতম ক্রীড়া হিসেবে গণ্য করেছে?
(A) কেরালা
(B) অসম
(C) মধ্যপ্রদেশ
(D) রাজস্থান
183. ভারতের অর্থ প্রদানের ভারসাম্যে কোনগুলি মূলধন অ্যাকাউন্টের অংশ?
1. বিদেশি ঋণ
2. বিদেশি বিনিয়োগ
3. বিদেশ থেকে আসা রেমিটেন্স
4. পোর্টফোলিও বিনিয়োগ
(A) 1, 2 এবং 3
(B) 1, 2 এবং 4
(C) 2,3 এবং 4
(D) 1, 2, 3 এবং 4
184. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি প্রত্যক্ষভাবে শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত?
JA) অনুচ্ছেদ 17
(B) অনুচ্ছেদ 19
(C) অনুচ্ছেদ 23
(D) অনুচ্ছেদ 24
185. কোন প্রতিষ্ঠানের সাহায্যে নীতি আয়োগ ভারতবর্ষে "নর্থইস্ট রিজিয়ন ডিসট্রিক্ট এসডিজি ইন্ডেক্স" প্রকাশ করেছে? (A) ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম
(ইউএনডিপি)
(B) ওয়ার্ল্ড ব্যাঙ্ক (বিশ্ব ব্যাঙ্ক)
(C) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
(D) আই এম এফ
186. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাক্লগ্নে নিম্নলিখিত কোন ঘটনাটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল? (A) ইলবার্ট বিল বিতর্ক
(B) সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স হ্রাস
(C) 1878-এর অস্ত্র আইন
(D) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট
187. যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, 8798 × 8792 একটি পূর্ণবর্ণ হয়, তা হল
188. একটি লোহার বলকে উত্তপ্ত করা হলে, শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে তার
(A) ঘনত্ব
(B) পৃষ্ঠতলের ক্ষেত্রফল
(C) ব্যাস
(D) আয়তন
189. গত দশকে মৌলিক মূল্যে প্রকৃত মোট মূল্য সংযোজনে
সবচেয়ে বেশি অবদান কার? (A) জন প্রশাসন, প্রতিরক্ষা ও অন্যান্য পরিষেবা
(B) অর্থায়ন, ভূসম্পত্তি ও পেশাদার পরিষেবা
(C) কারখানাজাত উৎপাদন, নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস
ও জল সরবরাহ
(ক) বাণিজ্য, হোটেল, পরিবহন ও যোগাযোগ
190. ভারতে সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয় যার দ্বারা তা হল
(A) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1982
(B) 1909-এর আইন
(C) 1919-এর ভারত শাসন আইন
(D) 1935-এর ভারত শাসন আইন
191. ভারতের চা গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে আসামের
(A) গুয়াহাটিতে
(B) জোড়হাটে (C) তেজপুরে
(D)
দিগবয়ে
192. পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলিতে যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয় তাদের বলা হয়
সবুজ বন্ড
(B) প্রকৃতি বন্ড (C) অল্প নির্গমন বন্ড
(D) পরিবেশ বজ
193. Where did Chandragupta II second capital? establish his
(A) Bidisha
(B) Malava (C) Valabhi
(D) Ujjayini
194. যে সময়ে বাল গঙ্গাধর তিলককে 'লোকমান্য' (সর্বজনীনভাবে সম্মানিত) উপাধি দেওয়া হয়েছিল তা হল-
(A) স্বদেশী আন্দোলন
(B) বৈপ্লবিক আন্দোলন
হোরুল আন্দোলন
(D) 1908-এ তাঁর কারারোধ
195. নেহক কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল?
(A) কোলকাতা
(B) মালা
(C) লহোর
(D) বোম্বাই
196. নীচের কোন রোগটি অটোজোম ঘটিত?
(A) হিমোফিলিয়া
(B) খ্যালাসেমিয়া (C) বর্ণান্ধতা
VD) উপরের সবকটিই
197. The word, "Biodiversity" was coined by
(A) Ernst Mayr
(B) W.G. Rosen
(C) Tansley (D) Odum
199, 20°C উষ্ণতায় জলের ঘনত্ব 99৪ কি.গ্রা./ঘ.মি. এবং 40°C উষ্ণতায় জলের ঘনত্ব 992 কি.গ্রা./ঘ.মি. হলে জলের ঘনক্ষেত্র সম্প্রসারণের গুণাঙ্ক হবে
(A) 2 x 10"C
B) 6 x 10°
(C) 3.00 x 10
(D) 4 x 10 °C
200, পিট আইল্যান্ড, যেখানে সাম্প্রতিককালে বহু তিমি মাছের মৃত্যু ঘটেছিল, সেটি কোন দেশে অবস্থিত?
ইন্দোনেশিয়া (B) নিউজিল্যান্ড
(C) জাপান
(D) মার্কিন যুক্তরাষ্ট্র