WBPSC CLERKSHIP 2023 Vaccancy// পিএসসি ক্লার্ক শিপ শূন্য পদ ২০২৩ :
ইতিমধ্যে WBPSC প্রকাশ করেছে CLERKSHIP RECRUITMENT 2023 এর NOTIFICATION . এই ব্লগ পোস্টটিতে আলোচনা করা হয়েছে ২০২৩ ক্লার্কশিপ রিক্রুটমেন্ট শূন্য পদ সংখ্যা কত হবে সেই বিষয়ে ।
IMPORTANT DATES OF CLERKSHIP RECRUITMENT 2023
DATE OF NOTIFICATION RELEASE
নোটিফিকেশন প্রকাশের তারিখ :
এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 4 ডিসেম্বর 2023
ONLINE APPLICATION STARTS FROM
অনলাইন আবেদন শুরু তারিখ :
এই CLERKSHIP RECRUITMENT এর জন্য ONLINE APPLICATION (আবেদন) শুরু হয়েছে 8 ডিসেম্বর 2023 থেকে ।
LAST DATE OF APPLICATION
আবেদনের শেষ তারিখ :
29 ডিসেম্বর 2023 বিকাল 3 টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
LAST DATE FOR ONLINE FEES SUBMISSION
অনলাইনে পরীক্ষা ফি জমা দেওয়ার শেষ তারিখ :
30 ডিসেম্বর 2023 পর্যন্ত অনলাইনে FEE জমা দেয়া যাবে ।
WBPSC CLERKSHIP EXAM DATE 2023
WBPSC Clerkship 2023 পরীক্ষার তারিখ :
২০২৪ সালের জুন মাস নাগাদ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
WBPSC CLERKSHIP 2023 VACANCY :
ডব্লু বি পি এস সি ক্লার্কশিপ ২০২৩ শূন্য পদ :
WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION
এখনো পর্যন্ত শূন্য পদ প্রকাশিত করেনি । কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই শূন্য পদ যথাসময়ে জানিয়ে দেয়া হবে ।
VACANCY ANALYSIS :
2019 WBPSC CLERKSHIP VACCANCY ছিল ৭২২৭ টি। এবারও নানা শিক্ষা মহল থেকে বলা হচ্ছে শূন্য পদের সংখ্যা ২০১৯ সালের মতোই হবে । বা তার থেকে বেশিও হতে পারে । আশা করা যায় 5000 থেকে 7500 এর মধ্যে থাকবে এই শূন্য পদ । PSC বিভিন্ন দপ্তর থেকে শূন্য পদের সংখ্যা জানতে চেয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছে । বিভিন্ন দপ্তর থেকে সঠিক শূন্য পদ সংখ্যা গুলো পাওয়ার পর কমিশন সিদ্ধান্ত নেবে শূন্য পদ সংখ্যা কত হবে ।
VACCANCY কি 2019 এর মতো হবে?
CLERKSHIP VACCANCY 2019 কেমন ছিলো?
2019 সালে ক্লার্ক শিপ রিক্রুটমেন্ট এ শূন্য পদ সংখ্যা :
2019 সালে সালে যে Clerkship recruitment হয়েছিল , সেখানে শুন্য পদ ছিল ৭২২৭ টি ।
UNRESERVED CATEGORY (জেনারেল) : 2971
SC : 1406
ST. : 430
OBC A : 716
OBC B : 505
PH (LV) : 120
PH(LDCP): 89
PH HI 109
MSP 186
SC(LDCP ) 60
EX SERVICE MEN 476
SC (EX SERVICE MEN) 159
TOTAL VACCANCY: 7227
আশা করা যায় এবার ও ধন্যবাদ সংখ্যা 7000 এর ঊর্ধ্বে থাকবে । যে হারে যুব সমাজে থাবা বসিয়েছে বেকারত্ব , তাতে করে সংবাদ সংখ্যা দশ হাজারের বেশি হলে ভালো হয় । ২০১৯ সালের ট্রেন্ড অনুযায়ী মোটামুটি আশা করা যায় পিএসসি আবেদনকারীদের নিরাশ করবে না ।