পিএসসি ক্লার্কশিপ সিলেবাস // wbpsc clerkship syllabus

 ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস// PSC Clark ship syllabus

যারা এ রাজ্যে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পিএসসি ক্লার্ক শিপ পরিক্ষা টি অতি গুরত্ব পূর্ণ। WBPSC বেশ কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে CLERKSHIP পদে। এই আর্টিকেল টি আলোচোনা করা হলো এই পরিক্ষার বিস্তারিত সিলেবাস সম্পর্কে। এই পরিক্ষা টি দুটি ধাপে সম্পন্ন হবে। 

Scheme of examination : 

 পিএসসি ক্লার্ক শিপ পরিক্ষা টি দুটি তাকে সম্পন্ন হয় । প্রিলিমিনারি পরীক্ষা যেটা mcq type এবং মেইন পরীক্ষা যেতে ডেসক্রিপটিভ টাইপের হবে । 

•প্রথম ধাপ : objective type question (MCQ - OMR sheet based ) . 100 MCQ question . 100 marks. 

•দ্বিতীয় ধাপ :conventional type (লিখিত পরীক্ষা // written test


•প্রথম ধাপের নাম্বার বিভাজন // part one exam mark division 

1 . ইংলিশ 30 marks. 30 question

2 . জেনারেল স্টাডিস 40 marks. 40 question

3. গণিত. 30 marks. 30 question 


প্রথম ধাপের সিলেবাস // syllabus of part 1

•ইংরেজি : 

ইংরেজি ভাষার মৌলিক বিষয় যেমন শব্দভান্ডার, ব্যাকরণ, বাক্যের গঠন, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ এবং এর সঠিক ব্যবহার ইত্যাদি। 

এক কথায় সম্পূর্ণ ইংলিশ গ্রামার । অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম গুলোতে যেমন ইংরেজি গ্রামার কোশ্চেন আসে সেই বেসিস এ গ্রামার পড়তে হবে । 

•English : fundamentals of the English language such as vocabulary ,grammar ,sentence structure, synonymous , antonyms and its correct uses etc .

•সাধারণ শিক্ষা:

দৈনন্দিন বিজ্ঞান, বর্তমান ঘটনা এবং ভারতের বিশেষ উল্লেখ সহ সমস্যা এবং ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ভূগোলের প্রাথমিক জ্ঞান সহ দৈনন্দিন পর্যবেক্ষণের বিষয়।

•General studies : 

matters of everyday observation including everyday science current events and problem with the special reference to India and elementary knowledge of Indian history and Indian geography.

•পাটিগণিত:

বিভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক, পুনরাবৃত্ত দশমিক, সরলীকরণ, HCF, LCM, অংশীদারিত্ব, গড়, অনুপাত এবং অনুপাত


•Arithmetic 

Divisibility, fractions, decimals, recurring decimals, simplification, HCF, LCM, Partnership, Average, Ratio and proportions, percentage, simple interest, profit & loss, time & distance, area of rectangles and squares.


Part 2 //পার্ট-২: Total 100 marks 


•গ্রুপ-এ: ইংরেজি

ক) প্রতিবেদনের খসড়া তৈরি করা (প্রতিবেদন লিখন)

খ) একটি গদ্য প্যাসেজের সারাংশ/ সারমর্ম

গ) বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি থেকে অনুবাদ ইংরেজিতে


•Group-A: English 50 mark

a) Drafting of a report in English from points or materials supplied; (report writing)

b) Condensing of a prose passage (Summary/Precis writing); 

c) Translation from Bengali/Hindi/Urdu/Nepali/Santali, as the case may be, into English;


•গ্রুপ-বি: বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি 50mark:


ক)  প্রতিবেদনের খসড়া তৈরি করা (প্রতিবেদন লিখন)

খ) একটি গদ্যাংশের সারাংশ বা সারমর্ম 

গ) ইংরেজি থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি তে অনুবাদ 


Group-B: 50 mark Bengali/Hindi/Urdu/Nepali/Santali: 


a) Drafting of a report from points or materials supplied 

b) Condensing of a prose passage (summary or précis)

c) Translation from English into Bengali/Hindi/Urdu/Nepali/Santali 






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.