ALP SYLLABUS and exam pattern 2024

 ALP SYLLABUS and exam pattern 2024

এসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের পরীক্ষার রূপরেখা এবং সিলেবাস কি হবে তা জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড । Detailed Centralised Employment Notice CEN No.: 01/2024- বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে । 

 RRB OfficialWebsite 

https://indianrailways.gov.in/  


Download করুন সম্পূর্ণ RRB OFFICIAL FILE টি এবং দেখে নিন সবকিছু, ক্লিক করুন এখানে


নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো - 

           1.পরীক্ষা পদ্ধতি (exam pattern)

         2.. নির্বাচন প্রক্রিয়া ( selection procedure)

         3. সিলেবাস ( syllabus) 



অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের পরীক্ষা পদ্ধতি :  

Assistant লোকো পাইলট পাবে নিয়োগ ের প্রক্রিয়ায় সম্পন্ন হবে CBT 1, CBT 2 , CBAT ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে । 


CBT 1: CBT 1 এ থাকবে ৭৫ টি প্রশ্ন । এটি কোয়ালিফাইং প্রকৃতির । সময় 60 মিনিট । 

নেগেটিভ মার্ক - There shall be negative marking @1/3rd marks for each wrong answer.

পূর্ণমান ৭৫ । 

কোয়ালিফাই মার্কস - UR 40%, OBC SC 30%, ST 25%


CBT 2: CBT 2 তে থাকবে 175 টি প্রশ্ন । সময় 2 ঘন্টা 30 মিনিট । 

CBT ২ হবে দুটি সেকশনে 

Section A - 100 টি প্রশ্ন । 

সময় ৯০ মিনিট । এই সেকশনের পরীক্ষাটি মেধা তালিকায় অবদান রাখবে । 

Section B - ৭৫ টি প্রশ্ন । এটি কোয়ালিফাইং প্রকৃতির । সব ছাত্রছাত্রীকে এখানে ৩৫ শতাংশ নাম্বার তুলতে হবে পাশ করতে ।  

সময় ষাট মিনিট। 



আরো পড়ুন ক্লিক করুন ➡️RRB ALP eligibility যোগ্যতা


RRB ALP exam pattern for CBAT
3 কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা (CBAT):

(ক) প্রতিটি বিজ্ঞাপিত সম্প্রদায়/বিভাগের জন্য ALP শূন্যপদের সংখ্যার 8 (আট) গুণের সমান প্রার্থী যেমন, UR, OBC(NCL), SC, ST এবং EWS (ExSM সহ), তাদের ভিত্তিতে CBAT-এর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। CBT-2-এর পার্ট-A-এ তাদের নম্বর এবং সংরক্ষণের নিয়মের প্রয়োগ, যদি তারা CBT-2-এর পার্ট-বি-তে যোগ্যতা অর্জন করে।

(b) এই ধরনের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের CBAT চলাকালীন নির্ধারিত ফরম্যাটে (সংযোজন-VI অনুযায়ী) তাদের ভিশন সার্টিফিকেট তৈরি করতে হবে, এতে ব্যর্থ হলে তাদের উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না।

(c) যোগ্যতা অর্জনের জন্য CBAT-এর প্রতিটি টেস্ট ব্যাটারি/বিভাগ আলাদাভাবে পরিষ্কার করা বাধ্যতামূলক।

(d) CBAT শুধুমাত্র ইংরেজি এবং হিন্দিতে হবে এবং কোন নেতিবাচক চিহ্ন থাকবে না।


(ঙ) সিবিএটি সম্পর্কে তথ্যের জন্য, প্রার্থীদের RDSO-এর নিম্নলিখিত ওয়েবসাইট লিঙ্কগুলি চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে-

(i) rdso.indianrailways.gov.in -> ভার্টিকাল -> ট্রাফিক এবং সাইকোলজি -> সাইকোলজি-প্রার্থীর কর্নার, এবং

(ii) https://rdso.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,2,456,5821,6119।


(f) যোগ্যতার চিহ্ন: সমস্ত প্রার্থীকে (সম্প্রদায় নির্বিশেষে) CBAT-এ যোগ্যতা অর্জনের জন্য আলাদাভাবে প্রতিটি পরীক্ষার ব্যাটারিতে ন্যূনতম 42 নম্বরের টি-স্কোর নিশ্চিত করতে হবে।


(g) মেধাতালিকা শুধুমাত্র CBAT-এ যোগ্য প্রার্থীদের মধ্য থেকে প্রস্তুত করা হবে। CBT-2-এর অংশ-A-এ প্রাপ্ত নম্বরগুলির জন্য 70% গুরুত্ব দেওয়া হবে এবং CBAT-তে প্রাপ্ত স্কোরের জন্য 30% গুরুত্ব দেওয়া হবে।



আরো পড়ুন ক্লিক করুন ➡️ALP vaccancy, important dates, application procedure


(B) এসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের পরীক্ষার সিলেবাস (RRB ALP SYLLABUS) : 

এসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের পরীক্ষাটি হবে বেশ কয়েকটি ধাপে এবং প্রত্যেকটি ধাপের সিলেবাস সম্পর্কে আলোচনা করা হলো -

 CBT 1 এর সিলেবাস (RRB ALP SYLLABUS FOR CBT 1) : 

আরআরবি এএলপি সি বি টি 1 এ থাকবে গণিত , জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ,জেনারেল সায়েন্স , জেনারেল আওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স । 

(A) Mathematics: Number system, BODMAS, Decimals, Fractions, LCM, HCF, Ratio and Proportion, Percentages, Mensuration, Time and Work; Time and Distance, Simple and Compound Interest, Profit and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square Root, Age Calculations, Calendar & Clock, Pipes & Cistern etc.

(B) Mental Ability: Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and Decision Making, Similarities and Differences, Analytical reasoning, Classification, Directions, Statement - Arguments and Assumptions etc.

(C) General Science: The syllabus under this shall cover Physics, Chemistry and Life Sciences of 10th standard level.

(D) General Awareness: Current affairs, science & technology, sports, culture, personalities, economics, politics and other subject of importance.


CBT 2 সিলেবাস 


Syllabus for section 1-গণিত, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রেজনিং, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

(A) Mathematics: Number system, BODMAS, Decimals, Fractions, LCM, HCF, Ratio and Proportion,


Percentages, Mensuration, Time and Work; Time and Distance, Simple and Compound Interest, Profit


and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square Root, Age Calculations,


Calendar & Clock, Pipes & Cistern etc.


(B) General Intelligence and Reasoning: Analogies, Alphabetical and Number Series, Coding and


Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and decision making, Similarities and differences, Analytical reasoning, Classification, Directions, Statement-Arguments and Assumptions etc.


(C) Basic Science and Engineering: The broad topics that are covered under this shall be Engineering Drawing (Projections, Views, Drawing Instruments, Lines, Geometric figures, Symbolic Representation), Units, Measurements, Mass Weight and Density, Work Power and Energy, Speed and Velocity, Heat and Temperature, Basic Electricity, Levers and Simple Machines, Occupational Safety and Health, Environment Education, IT Literacy etc.


Syllabus for section 2 - 

 সেকশন বি তে থাকবে নির্দিষ্ট ট্রেড ভিত্তিক প্রশ্ন । ফর্ম পূরণের সময় সময় আবেদনকারীরা যে ট্রেডের জন্য আবেদনটি করেছেন , সেই ট্রেড ভিত্তিক প্রশ্ন এখানে থাকবে । এবং এটি হবে কোয়ালিফাই প্রকৃতির । 

(viii) SYLLABUS for Part-B:


(A) Part-B is only a qualifying test in nature and shall have questions from the various trade syllabi as prescribed by Directorate General of Training (DGT).


(B) Note: Qualifying Percentage - 35% for all candidates irrespective of category/community.


(C) Syllabus of Various Trades: Please check the website (https://dgt.gov.in.) of Directorate General of


Training (GOI) for syllabi of different technical trades.


(D) Candidates with ITI/Trade Apprenticeship qualification will be required to appear in the section having questions from their trade.


(E) Degree, Diploma candidates have to select one trade from the list of trades listed below against their engineering discipline.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.