ASSISTANT LOCO PILOT application procedure vaccancy, important dates

 ASSISTANT LOCO PILOT application procedure vaccancy, important dates 



ভারতীয় রেল ওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ALP পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে alp পদে নিয়োগের খুঁটি নাটি বিষয় যা এই আর্টিকেল এ আলোচনা করা হয়েছে। 

পরিক্ষা নিয়ামক সংস্থা: RRB

পোস্ট এর নাম: অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট

আবেদন পদ্ধতি : অনলাইন

বয়স সীমা: 18-30

অফিসিয়াল ওয়েবসাইট:https://www.rrbcdg.gov.in/

এই article থেকে যা যা জানতে পারবেন, 

1. RRB ALP শূন্যপদ

2. Eligibility (যোগ্যতা)

3. ( গুরুত্বপূর্ণ তারিখ)

4. Application procedure (আবেদন প্রক্রিয়া)


শূন্য পদ :  

RRB রেল ওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 5996 টি শূন্য পদ ঘোষণা করেছে । 

ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদ:

SC. 804

ST. 482

OBC. 1351

UN 2499

EWS 560

Exsm 572

Total 5696


Zone wise শূন্য পদ:

আমেদাবাদ 238

আজমের 228

ব্যাঙ্গালোর 473

ভোপাল 219

ভুবনেশ্বর 280

বিলাসপুর 1310

চন্ডিগড় 66

গোরক্ষপুর 43

গুয়াহাটি ৬২

জম্মু শ্রীনগর ৩৯

কলকাতা ৩৫০ 

মালদা ২১০ 

মুম্বাই ৫৪৬

মোজাফফরপুর ৩৮

পাটনা 38

প্রয়াগরাজ 286

রাঁচি 153

সেকেন্দ্রাবাদ 750

শিলিগুড়ি 67

Thiruvananthapuram 70



আর আর বি এ এল পি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ :


আবেদনের শুরু :RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম পূরণ শুরু হয়েছে 20/01/2024 তারিখ থেকেই। 

আবেদন এর শেষ তারিখ:

এই ফর্ম পূরণ চলবে 19/02/2024 পর্যন্ত। 

অনলাইন পেমেন্ট করার শেষ তারিখ 19/02/2024 । 

আবেদন মূল্য (application fees) :

প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই ফরম ফিলাপের সময় ফ্রি হিসেবে অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট অর্থের টাকা জমা দিতে হবে । SC, ST, X serviceman, female, transgender , pwds EWS, minorities =250 INR

অন্যান্য দের=500 INR 

 আবেদন পদ্ধতি

আবেদনকারীকে অবশ্যই আর আর বি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং ধাপে ধাপে অনলাইনে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে দরকারি ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে । আবেদনের ধাপ গুলো নিম্নে আলোচনা করা হলো -

ধাপ এক আর আর বির অফিসিয়াল ওয়েবসাইট টা ভিজিট করুন https://www.rrbcdg.gov.in/other-rrb.php 

Official website link

ধাপ 2 আপনি যে জনে ফরম ফিলাপ করতে চাইছেন সেই zone এ ক্লিক করুন । 

ধাপ 3 নিজের পার্সোনাল ডিটেলস গুলো দিয়ে রেজিস্টার করে নিন । সাবমিট বাটনে ক্লিক করুন তার পর মোবাইল নাম্বার এ OTP আসলে সেটা দিয়ে সফল ভাবে রেজিস্টার করে নিন। 

ধাপ 4 OTP validate হয়ে গেলে, মোবাইল নাম্বার অথবা ইমেইল এ login এর তথ্যঅনুযায়ী , নতুন ইন্টারফেস পাবেন। 

ধাপ 6 এখানে আপনি আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য গুলো সাবমিট করবেন। এবং দরকারি ডকুমেন্টস গুলো আপলোড করবেন। 

ধাপ 7 এর পর pay option পাবেন। এখান থেকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। 

ধাপ 8 application form এর কপি টি download করে রাখবেন পরবর্তী সময়ে ব্যাবহারের জন্য।


দরকারি ডকুমেন্টস 

অনলাইনে র মাধ্যমে আবেদনে র সময়ে যে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সে গুলো হলো

1. আবেদন কারি র নিজস্ব ছবি , যেটা jpeg format এ হবে। এবং ছবির সাইজ হবে 15-40kb এর মধ্যে। 

2. জাতিগত সংশাপত্র  SC ,ST CERTIFICATE , এটি অবশ্যই হবে jpeg ফরম্যাট এ, এর সাইজ হবে 50-100 kb র মধ্যে। 

RRB LOCO PILOT পদে নিয়োগের যোগ্যতা :

 -সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে ➡️ এসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষা গত যোগ্যতা ও বয়স সীমা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.