Madhyamik New time 2024

 মাধ্যমিক পরীক্ষার সময়সূচী পরিবর্তিত 


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এ বছরের মাধ্যমিক পরীক্ষা নিতে চলেছে 2 nd ফেব্রুয়ারি থেকে । এবারের এই পরীক্ষা হচ্ছে বেশ এগিয়ে লোকসভা ভোটের কারণে । 

এরই মধ্যে পর্ষদ জানিয়ে দিয়েছে তাদের নতুন নোটিফিকেশনের (18/01/2024 - No. D.S. (C)/019/24) মাধ্যমে পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হয়েছে যা নিচে বিস্তারিত আলোচনা করা হলো...



পরীক্ষা হওয়ার কথা ছিল ১১:৪৫ থেকে বিকাল তিনটা পর্যন্ত । কিন্তু পর্ষদ জানিয়েছে পরীক্ষা শুরু হবে 9.45 am থেকে এবং শেষ হবে দুপুর 1:00 pm এ। পরীক্ষার তারিখ এ কোনও পরিবর্তন হচ্ছে না। 


পর্ষদ প্রদত্ত নোটিফিকেশন



Notification এ যা যা বলা হয়েছে


1. অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি দের আটটার মধ্যে প্রশ্নপত্র সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে ।

2. সকাল ছয়টা থেকে পুলিশ প্রশাসন মোতায়েন করতে হবে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে ।

3. আটটা পনেরোর সময় স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।

4. সকাল ৮ টা ৩০ থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে।

5. সকাল আটটা থেকে শিক্ষক এবং নন টিচিং স্টাফ দের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।


In this connection, the following time schedule must be maintained:


1.Officer-in-Charge and Center Secretary start this process on the days of examination by reaching the custodians latest by 6 AM in the morning. After collecting the Question Paper Boxes, they leave along with Police Escorts from the Custodian, distribute the question paper boxes earmarked to the examination venues under their jurisdiction, and then reach their Center latest by 08 AM.


2.In the examination venues, the presence of police personnel posted is necessary from 6.00 AM along with the Venue Supervisor (usually the Hol) and Additional Venue Supervisor in take the earmarked question paper boxes as Officer-in-Charge and Center Secretary reach.


3.The health personnel posted have to reach by 8.15 AM to their respective examination center/venue.


4.At 08.30 AM students shall start entering Center/Venue.


5.From 8.00 AM teachers and non-teaching staff shall start reaching the examination center/venue.



পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার রুটিন


 1. শুক্র বার- 2 nd ফেব্রুয়ারি - প্রথম ভাষা বাংলা

2.শনিবার - 3 ফেব্রুয়ারী - শনিবার - দ্বিতীয় ভাষা ইংরেজি

3. সোমবার -5 ফেব্রুয়ারী - ইতিহাস

4. মঙ্গলবার - 6 ফেব্রুয়ারি - ভূগোল

5. বৃহস্পতিবার - 8 ফেব্রুয়ারি- গণিত

6. শুক্রবার - 9 ফেব্রুয়ারি - জীবন বিজ্ঞান

7. শনিবার - 10 ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান

8. সোমবার- 12 ফেব্রুয়ারি- optional electriv subjects. 


অফিসিয়াল ওয়েবসাইট  মধ্যশিক্ষা পর্ষদ


কিভাবে ডাউনলোড করবে মাধ্যমিক রুটিন অফিশিয়াল ওয়েবসাইট থেকে


1. ভিজিট করুন মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট

2. নোটিফিকেশন বার এ ক্লিক করুন

3. এখান থেকে পেয়ে যাবেন মাধ্যমিক পরীক্ষার নোটিফিকেশন রুটিন অপশন

4. এখানে ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষার রুটিন

অথবা সরাসরি এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন ⤵️

ডাউনলোড লিঙ্ক🔜🔜 PDF LINK



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.