Nabanno scholarship //CM'S RELIEF FUND SCHOLARSHIP 2024


Nabanno scholarship (CM'S RELIEF FUND SCHOLARSHIP) :- all details application procedure eligibility criteria documents 2024



Introduction 

এই স্কলারশিপ টি পশ্চিমবঙ্গ সরকার দিয়ে থাকে মেধাবী ছাত্র-ছাত্রীদের । মাধ্যমিক ,উচ্চমাধ্যমিক পাশ, আন্ডার গ্রাজুয়েট ,পোস্ট গ্রাজুয়েট (secondary, higher secondary ,undergraduate ,postgraduate )ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারে । Chief Ministers Relief Fund এই স্কলারশিপ টি দিয়ে থাকে মেধাবী ছাত্র-ছাত্রীদের , যাতে তাদের পড়াশোনায় আর্থিক অনটনের কারণে কোন বাধা-বিপত্তি না আসে । 

Your Blogger Website - Suvobarta.in

NABANNO SCHOLARSHIP

NAME OF THE SCHOLARSHIP:

NABANNO SCHOLARSHIP 2024 (WEST BENGAL CHIEF MINISTER'S RELIEF FUND SCHOLARSHIP)

APPLICANTS:

STUDENTS OF WEST BENGAL

EDUCATIONAL QUALIFICATION:

10TH, 12TH PASSED AND UG, PG STUDENTS

APPLICATION MODE:

OFFLINE

OFFICIAL WEBSITE:

http://wbcmo.gov.in/

AMOUNT OF SCHOLARSHIP:

₹10,000 per annum

এই আর্টিকেলে আমরা জেনে নেব, 
1. কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে?
২. নবান্ন স্কলারশিপ এ আবেদন করতে আর কি কি যোগ্যতা প্রয়োজন ?
3. কিভাবে এই স্কলারশিপে আবেদন করতে হবে?
4. আবেদনের সময় কোন কোন ডকুমেন্টস দিতে হবে ?
5. সরকারি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে এর স্ট্যাটাস চেক করতে হবে ?


ELIGIBILITY CRITERIA FOR NABANNO SCHOLARSHIP

CHIEF MINISTERS RELIEF FUND SCHOLARSHIP বা নবান্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যে যে যোগ্যতা থাকার প্রয়োজন সেগুলি নিম্নে আলোচনা করা হলো 

1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।

2. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বিদ্যালয় কলেজ বা বিশ্ববিদ্যালয় পাঠরত থাকতে হবে। 

3. পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্ভুক্ত বোর্ড থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাস হতে হবে । 

4. HS LEVEL এ SCHOLERSHIP পেতে হলে মাধ্যমিক এ মোট 50% নম্বর পেতে হবে কিন্তু 60% কম নম্বর থাকতে হবে। 

5. UG LEVEL এ SCHOLERSHIP পেতে উচ্চমাধ্যমিক এ মোট 50% এর বেশি ও 60% এর কম নম্বর পেতে হবে। 

6. PG LEVEL এ এই SCHOLERSHIP পেতে GRADUATION এ মোট 50% এর বেশি ও 53% এর কম নম্বর পেতে হবে ।

7. আবেদনকারী যদি অন্য কোন সরকারি স্কলারশিপ এর সুবিধা গ্রহণ করে কোর্স চলাকালীন বা তাঁর আগের বছর তবে সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না ।

8. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 120000 টাকার বেশী হবে না। 





HOW TO APPLY For NABANNA SCHOLARSHIP/ কিভাবে আবেদন করবে নবান্ন স্কলারশিপ 


1. আবেদন কারি https://cmrf.wb.gov.in/ এই লিংক এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে। 

2. নবান্ন স্কলারশিপ আবেদনের জন্য আবেদনকারী একটা সাধারণ কাগজে তার সমস্ত শিক্ষা গত তথ্যাদি নিজ হাতে লিখে জমা করতে পারে নবান্নে। 

যে ঠিকানায় এই আবেদন লিখতে হবে তা হলো, 

The Assistant Secretary,

Chief Minister's Office,

'Nabanna' 

325, Sarat Chatterjee Road

Howrah -711102


Document Required for Nabanno scholarship


Chief Minister's relief Fund for financial assistance এ আবেদন করতে যে যে documents গুলো লাগে সে গুলো নিম্নে আলোচনা করা হলো

1.আবেদনকারীর কর্তৃক স্বাক্ষর করা সম্মানীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা আবেদন পত্র , সম্পূর্ণ ঠিকানা মোবাইল নাম্বার ইমেল আইডি ইত্যাদি আবেদনপত্রে উল্লেখ করে ।

2. স্থানীয় এম এল এ অথবা এমপির থেকে আনা রেকমেন্ডেশন লেটার 

3. পরিবারের ইনকাম সার্টিফিকেট যা ইস্যু হতে হবে নিম্নলিখিত অথরিটির যেকোনো একটি থেকে Minister-in-Charge / Minister of State / DM / SDO / BDO / Joint BDO/Executive Officer in case of Municipality Area/Officer in the rank of Deputy Commissioner and above in case of Municipal Corporation area) । 

4. আবেদনকারী কে self declaration দিতে হবে যে সে অন্য কোন স্কলারশিপ গ্রহণ করছেন না (নিজ সাক্ষর করতে হবে এই পত্রে) এবং তার বর্তমান পড়াশুনার বিষয়ে জানিয়ে। সেই পত্রটি তার বর্তমান পাঠরত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দ্বারা স্বাক্ষর করা থাকবে স্ট্যাম্প অথবা সিল সহ ।

5. অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা সমতুল্য কোর্সের

6. মার্কশিট - কোয়ালিফাইং পরীক্ষার

HS লেভেলের জন্য মাধ্যমিক এর মার্কশিট , U.G Level এর জন্যে উচ্চ মাধ্যমিকের মার্ক শীট , P.G. Level এর জন্য গ্রাজুয়েশন এর মার্কশিট ।

7. Professional courses যেমন Diploma Eng. / B.E. / B.Tech. / MBBS / Law / Nursing / Pharmacy ইত্যাদির ক্ষেত্রে এনট্রান্স পরীক্ষার RANK CARD

8. professional courses like Diploma Eng. / B.E. / B.Tech. / MBBS / Law / Nursing / Pharmacy এর ক্ষেত্রে এডমিশনের অ্যালটমেন্ট লেটার

9. আবেদনকারীর ব্যাংক পাস বুকের প্রথম পৃষ্ঠার জেরক্স যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আই এফ এস সি (IFSC)নাম্বার এবং একাউন্ট হোল্ডারের নাম পরিষ্কারভাবে দৃশ্যমান থাকবে

10.Admission receipt কপি বর্তমান শিক্ষাবর্ষ অথবা সেমিস্টারের । 


Sanction process 


 নবান্ন স্কলারশিপে আবেদনকারীদের আবেদনগুলো প্রক্রিয়াকরণ ও পরীক্ষা করে থাকে CMRF CELL OF CHIEF MINISTER'S OFFICE. আবেদনটি পাঠানো হতে পারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনারের কাছে ইনকোয়ারির জন্য । পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী স্কলারশিপ এর অর্থ প্রদান করে থাকেন । এই স্কলারশিপ টি সরাসরি যোগ্য প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে ।

Request for sanction of financial assistance from Chief Minister’s Relief Fund is processed and examined by the CMRF Cell of Chief Minister’s Office. The application may be sent to District Magistrate or Commissioner of Police, Kolkata, as the case may be, for enquiry. Hon’ble Chief Minister, West Bengal sanctions financial assistance from the fund. The financial assistance sanctioned is a one-time grant only. The financial assistance is directly credited to their Bank account. The sanction of financial assistance is provisional, authority has sole discretionary power to cancel the prior sanction without assigning the reason thereon.


Contact 

নবান্ন স্কলারশিপের বিষয়ে আরো বিশদে জানতে নিম্নের দোয়া টেলিফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন

টেলিফোন (033) 2253 5335


Objectives/ উদ্দেশ্য 

CM'S RELIEF FUND SCHOLARSHIP বা নবান্ন স্কলারশিপ দেয়া হয়ে থাকে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের , তাদের উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান করতে । এবং আর্থিক অনটন যেন তাদের শিক্ষায় বাধা হয়ে না দাঁড়ায় সেই উদ্দেশ্যে । 

Financial scarcity of meritorious students for pursuing higher education.


SWAMI vivekananda SCHOLERSHIP এর বিষয়ে জানুন  SVMCM SCHOLARSHIP


Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Anonymous said…
Form ki nabanne gia joma korte hobe
Anonymous said…
Ha, nabanne gia hate lekha form document Soho joma korte hobe