Oasis Scholarship

 Oasis scholarship 2024 


Oasis scholarship পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের sc st ও OBC ছাত্র ছাত্রীদের দিয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের BACKWARD CLASSES WELFARE DEPARTMENT এই স্কলারশিপ টি প্রদান করে। এই স্কলারশিপ টি pre-matric ও post-matric ছাত্র ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা দেয় , তাদের পড়াশুনা যাতে আর্থিক অনটনের কারণে বাধা প্রাপ্ত না হয়। 
Oasis online portal টি এক্ষেত্রে খুব গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। এই article এ আলোচনা করা হয়েছে, 
Official website ➡️ Oasis.gov.in https://oasis.gov.in/


কারা আবেদন করতে পারবে Oasis scholarship এ?

কীভাবে আবেদন করবে?

কী কী ডকুমেন্ট লাগবে Oasis scholarship আবেদন করতে?

কীভাবে renewal করবে স্কলারশিপ টি?

কীভাবে অনলাইন স্ট্যাটাস চেক করবে?


Eligibility criteria for oasis scholarship


SC ST OBC CATEGORY র ছাত্র ছাত্রী রা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। নীচে category wise আলোচনা করা হলো আবেদনের যোগ্যতা....

SC ছাত্র ছাত্রীদের 

Pre matric scholarship:- 

১. আবেদন কারি কে নবম অথবা দশম শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকতে

 হবে। 

2. আবেদনকারী কে এস সি সম্প্রদায় ভুক্ত হতে হবে।

3. আবেদনকারীর পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ টাকার বেশি হবে না ।

Post matric scholarship for SC students

1. আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণী পাস করতে হবে এবং একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকতে হবে । 

2. আবেদনকারীর পারিবারিক ইনকাম আড়াই লক্ষ টাকার বেশি হবে না ।


For ST students

Pre matric scholarship for ST student

1. আবেদনকারী কে অবশ্যই নবম অথবা দশম শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকতে হবে । 


2. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক ইনকাম ২ লক্ষ টাকার বেশি হবে না ।

Post matric scholarship for St student


1. আবেদনকারীকে অবশ্যই একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকতে হবে । 

2. আবেদনকারীর পারিবারিক ইনকাম আড়াই লক্ষ টাকার বেশি হবে না । 

For OBC students 

Pre Matric scholarship for OBC students

1. আবেদন কারি কে নবম অথবা দশম শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকতে হবে। 

2. আবেদনকারী কে এস সি সম্প্রদায় ভুক্ত হতে হবে।

3. আবেদনকারীর পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ টাকার বেশি হবে না ।

Post matric scholarship for OBC students

1. আবেদনকারীকে অবশ্যই ওবিসি সম্প্রদায় ভুক্ত হতে হবে ।

2. আবেদনকারী কে অবশ্যই একাদশ শতভাগ দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকতে হবে ।

3. আবেদনকারীর পারিবারিক বার্ষিক ইনকাম এক লক্ষ টাকার বেশি হবে না । 

4. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ।


নতুন আবেদনকারীদের জন্য নির্দেশাবলী


1. দয়া করে Acknowledgment Slip - এ উল্লেখিত User ID এবং Password দিয়ে লগ-ইন করে বিশদ তথ্য ও ব্যাঙ্ক একাউন্ট এর তথ্য গুলোকে সঠিক ভাবে পূরণ করুন.


2. Acknowledgement Slip টি XEROX করে রাখবেন, পরের বছর পুনর্বিকরণের সময় এটি আবার লাগবে.


3. শুধুমাত্র নিজের নামে ব্যাঙ্ক একাউন্ট থাকা বাধ্যতামূলক


4. যদি User ID এবং Password ভূলে যান তাহলে নিম্নের লিংকটি Click করুন ও তথ্য গুলো সঠিক ভাবে পূরণ করুন,


Oasis scholarship আবেদন প্রক্রিয়া: 


Step 1. oasis scholarship এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। 

Official website link Oasis.gov.in https://oasis.gov.in/

ক্লিক করুণ

2. তাঁর পর students corners এ ভিজিট করতে হবে। 



Step 2 Registration

1. Students corners এ প্রথমেই পাবেন রেজিস্ট্রেশন ট্যাব। এই অপশন এ ক্লিক করলেই একটা window আসবে ... 



2. এখান থেকে ছাত্রছাত্রীদের নিজের জেলা choice করতে হবে।



3. তারপর কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে । 

4. এরপর সমস্ত ডিটেল গুলো ফিল করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে । 

এভাবে আবেদন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

5. Registration প্রক্রিয়া কমপ্লিট হলে আবেদনকারী তার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ডাউনলোড করে নিতে পারবে Download login information/acknowledgement slip বাটনে ক্লিক করে। 

Step 3. 

Application

1. Registered students login অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে । 

2. রেজিস্টর স্টুডেন্টস লগইন অপশনে ক্লিক করার সাথে সাথেই একটা উইন্ডো খুলে যাবে , যেখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 

3. লগইন প্রক্রিয়া সম্পূর্ণ হলে একটা নতুন উইন্ডো খুলে যাবে , যেখানে আবেদনকারী কে তার সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে । 

4. ডকুমেন্ট সাবমিট করার পর verify AND lock বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

Step 4. 

এর পর DOWNLOAD APPLICATION FORM বাটনে ক্লিক করলেই একটি computer generated application form পাবেন। 


Step 5

এই application form টির সাথে দরকারি নথি ও income certificate এবং অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান দ্বারা সাক্ষর করাতে হবে, পরিবারের প্রধানের স্বাক্ষর করাতে হবে, applicant নিজেও স্বাক্ষর করবে এবং BLOCK DEVELOPMENT OFFICE বা সংশ্লিষ্ট আবেদন গ্রহনকারি office এ আবেদন টি জমা দিতে হবে। 


Required documents // দরকারি নথি


Oasis scholarship এ ফরম ফিলাপ এর জন্যে যে যে documents গুলো প্রয়োজন তা নীচে আলোচনা করা হলো ... 

1. Cast certificate/ জাতিগত সংশা পত্র অথবা acknowledgement slip কাস্ট সার্টিফিকেট আবেদন পত্রের 

2. পাসপোর্ট সাইজের ফটোকপি

3. শেষ qualifying পরীক্ষার মার্কস শীট

4. পারিবারিক ইনকাম সার্টিফিকেট । 

5. addhar card number

6. mobile number 



Renewal for oasis scholarship



যে সমস্ত ছাত্র ছাত্রী রা ইতিমধ্য এই Oasis Scholarship পাচ্ছে তারাই তাঁদের আবেদন টি renewal করতে পারে পরবর্তী term এর জন্য। তাদের কে আর নতুন করে application করতে হয় না। 

Step 1

 প্রথমে renewal করবার জন্য ছাত্র ছাত্রীদের Oasis Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইট টি ভিজিট করতে হবে। 

2. তাঁর পর students corners এ ভিজিট করতে হবে।

3. সেখানে renewal application অপশন এ ক্লিক করতে হবে। 



4. এর পর পাসওয়ার্ড application ID, captcha code ফিল করে verify বাটন এ ক্লিক করতে হবে। 


5. তার পর একটি window ওপেন হবে সেখানে ছাত্র ছাত্রীদের বর্তমান পাঠরত শ্রেণি, শিক্ষা গত তথ্যাদি পূরণ করতে হবে। 

6. এর পর RENEW AND LOCK APPLICATION বাটন এ ক্লিক করতে হবে। 

7. এর পর DOWNLOAD APPLICATION FORM বাটন এ ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটার জেনারেটেড APPLICATION FORM টি। 

8. এই ফরম টি র সাথে দরকারি DOCUMENT গুলো SELF ATTESTED COPY দিয়ে স্থানিয় BLOCK DEVELOPMENT OFFICE এ সাবমিট করতে হবে। 

রিনিউ করতে ক্লিক করুন


Track application status



প্রথমে ভিজিট করতে হবে Oasis Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইট টি। সেখানে স্টুডেন্টস corner এ ভিজিট করতে হবে। 

এখানে TRACK APPLICATION ID অপশন পেয়ে যাবেন । এই অপশনে ক্লিক করলেই খুলে আসবে

১. প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। 

২. তারপর অ্যাপ্লিকেশন আইডি , পাসওয়ার্ড, সেশন ইত্যাদি ইনফরমেশন গুলো সাবমিট করতে হবে । 




Fee structure for SC AND OBC students 



Fear structure for St students


যোগাযোগ: Oasis scholarship সংক্রান্ত যেকোনো সমস্যায় পড়লে নিচের এই নম্বরে যোগাযোগ করতে পারেন

📲📲📲 

084200 23311






Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Anonymous said…
Good information