State wide merit list primary TET

 State wide merit list primary TET 


এই মুহূর্তে প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ state wide merit list প্রাথমিক শিক্ষক নিয়োগের । দীর্ঘ ছয় সাত বছর পর ২০১৭ ক্যান্ডিডেটরা অবশেষে নিয়োগ পেতে চলেছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসেবে । 

 পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবারের এই নিয়োগে দেখিয়েছে অভূতপূর্ব তৎপরতা । একেবারে দাগ হীন এই নিয়োগে নিয়োগ পেতে চলেছে 9533  চাকরি প্রার্থী , যেখানে শূন্য পদ ছিলো 11758 টি। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি শ্রী গৌতম পাল মহাশয়ের ভূমিকা ও তৎপরতা যথেষ্ট উল্লেখযোগ্য । 



ডাউনলোড করে নিন state wide merit list 


                             Click here



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.