SVMCM SCHOLARSHIP 2024 // স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

SVMCM SCHOLARSHIP/ Swami Vivekananda merit cum means scholarship 2024



পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মেধাবী গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সাহায্যের জন্য প্রদান করে থাকে , তাদেরকে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহী করে তোলবার জন্য।
2024 শিক্ষাবর্ষে ও পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপ প্রদান করবে । আজ আমরা জেনে নেব স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ এর বিষয়ে খুঁটিনাটি সব তথ্য ...

SWAMI VIVEKANANDA MERIT CUM MEANS SCHOLARSHIP

Authority : Government of West Bengal, Higher Education Department
Types of Scholarship : Merit Cum Means
Official Website : https://svmcm.wbhed.gov.in/
State : West Bengal
Application Mode : Online

Swami Vivekananda merit cum means eligibility criteria 2024


1. ছাত্র-ছাত্রীদের রেগুলার স্টুডেন্ট হিসেবে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলে পাঠরত অবস্থায় থাকতে হবে । আন্ডারগ্রাজুয়েট লেভেলে ইঞ্জিনিয়ারিং সাইন্স আর্টস কমার্স মেডিকেল টেকনিক্যাল এছাড়া বিভিন্ন প্রফেশনাল কোর্স এর আওতায় আসে ।

2. উপরে উক্ত ছাত্র-ছাত্রীদের অবশ্যই West Bengal board of secondary Education , West Bengal board of higher secondary Education, madrasa education for higher secondary level বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে পাশ থাকতে হবে 
3. এই সমস্ত ছাত্র-ছাত্রীদের সমস্ত বিষয় মিলিয়ে মোট নাম্বার 60% হতে হবে । তবে 2020 সালে পাশ করা ছাত্র-ছাত্রীদের এই শতাংশ ৭৫% । 
4. যে সমস্ত মেয়েরা পোস্ট গ্রাজুয়েট কোর্সে সাইন্স আর্টস এবং কমার্স নিয়ে এ রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয় গুলিতে পড়াশুনা করছে সেই সকল ছাত্রীরা যদি গ্রাজুয়েশন ডিগ্রিতে 45 শতাংশ নাম্বার পেয়ে থাকে তাহলে তারাও এখানে এপ্লিকেশন করতে পারবে কন্যাশ্রী k3 applicants হিসাবে। 
5. উপরি উক্ত সব ক্ষেত্রেগুলিতেই আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম 250000 এর মধ্যে থাকতে হবে।




ELIGIBILITY CRITERIA COURSE WISE

UG (ARTS) - শেষ কোয়ালিফাইং পরীক্ষায় 60% নম্বর
UG COMMERCE - শেষ কোয়ালিফাইং পরীক্ষায় 60% নম্বর
UG SCIENCE - শেষ কোয়ালিফাইং পরীক্ষায় 60% নম্বর
UG other professional courses - শেষ কোয়ালিফাইং পরীক্ষায় 60% নম্বর
Pg arts - শেষ কোয়ালিফাইং পরীক্ষায় 53% নম্বর , কন্যাশ্রী দের 45% নম্বর
Pg commerce - শেষ কোয়ালিফাইং পরীক্ষায় 53% নম্বর ,কন্যাশ্রী দের 45% নম্বর
Pg science - শেষ কোয়ালিফাইং পরীক্ষায় 53% নম্বর ,কন্যাশ্রী দের 45% নম্বর
Pg other professional course - শেষ কোয়ালিফাইং পরীক্ষায় 53% নম্বর
NON NET MPHIL/ NON NET PHD - 2017 এর আগে রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট হলে হবে না
HS - শেষ কোয়ালিফাইং পরীক্ষায় 60% নম্বর



SVMCM scholarship RATE ALLOCATION(in Rupees)

RATE ALLOCATION

UG (ARTS) - 1000
UG COMMERCE - 1000
UG SCIENCE - 1500
Pg arts - 2000
Pg commerce - 2000
Pg science - 2500
Pg other professional course - 2500
NON NET MPHIL/ NON NET PHD - 5000 and 8000 respectively
HS - 1000
D.EL.ED - 1000
Polytechnic - 10500
UG medical or diploma - 5000 and 1500 respectively
UG ENGG, PG ENGG , OTHER PROFESSIONAL COURSES - 5000


How to apply  Online SVMCM: 




1. প্রথমে আবেদনকারী কে  official PORTAL  গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । স্টেশন আইডি তৈরি হয়ে যাবে আবেদনকারীর । Proceed for registration tap here
2.রেজিস্ট্রেশনের সাথে সাথে আবেদনকারী একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে ।
3. তারপর প্রয়োজনীয় ছবিএবং সিগনেচার আপলোড করতে হবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে যার সাইজ হবে যথাক্রমে কুড়ি কেবি থেকে 50 কেবি এবং 10 কেজি থেকে ২০ কেবির মধ্যে ।
4. তারপর  দরকারি ডকুমেন্টগুলো আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে এবং এর সাইজ হবে ৪০০ কেবির মধ্যে
5. সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর ক্লিক করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে । এভাবেই এপ্লিকেশনটি সম্পন্ন হবে।
Download guide lines Click here
Apply for SCHOLERSHIP, click here

IMPORTANT DATES
Fresh application 2033 : Open 12/07/2023
Fresh application 2033 : Close date (To be announced)
Renewal application 2023 : Open date 12/07/2023
K3 application 2023 : Open 36/09/2023
Fresh application 2024 : Open date in the month of July
Fresh application K3 2024 : To be announced

Edit window for applicant: 


এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আবেদনকারী তার এই অ্যাপ্লিকেশন ফর্মটি আর পুনরায় এডিট করতে পারবেনা । যদি সে কোন প্রকার ভুলভ্রান্তি করে থাকে এই ফরম ফিলাপের সময় তবে তাকে HOI এর সাথে যোগাযোগ করতে হবে । HOI তখন এডিট উইন্ডো আনলক করলে আবেদনকারী তার ফরমটি সংশোধন করতে পারবে । এই বিষয়ে আরো জানতে অফিশিয়াল ওয়েবসাইটে হেল্প ডেস্কে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন ।


DOCUMENT FOR SVMCM 


আবেদনকারী কে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো হল 
1. মাধ্যমিক পরীক্ষার মার্কশীট অথবা সমতুল্য কোন পরীক্ষার মার্কশিটের দুই দিক
2. শেষ বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ পরীক্ষার পাস সার্টিফিকেট বা মার্কশিট বোথ সাইড
3. এডমিশন রিসিভ কপি
4. ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, কন্যাশ্রী দের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগবে না।
5. ডমিসাইল সার্টিফিকেট যেমন আধার আইডি ভোটার আইডি রেশন কার্ড বা অন্য কোন পরিচয় পত্র
6. ব্যাংকের পাস বইয়ের স্ক্যান কপি , যেখানে উল্লেখ থাকা প্রয়োজন bank account number and IFSC code
7. কারো ইয়ার গাব গেলে তার ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশন এর থেকে ক্লারিফিকেশন সার্টিফিকেট নিতে হবে । 


DOCUMENT FOR RENEWAL


1. বর্তমান যে করছে পড়ছে তার শেষ পরীক্ষার মার্ক শীট
2. এডমিশনের রিসিভ কপি


Official website link⤵️
🔜🔜🔜🔜Tap here to visit



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.