2020-22 D.EL.ED INTERVIEW LIST AND NOTIFICATION PDF FILE

2020-22 D.EL.ED INTERVIEW LIST AND NOTIFICATION PDF FILE 


ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 24/02/2024 তারিখে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ( No. 208/WBBPE/2024/54R-12/2023 ) প্রকাশের মধ্য দিয়ে জানিয়েছে 2014 TET উত্তীর্ণ প্রার্থীরা যারা 2020-22 শিক্ষাবর্ষে তাদের ডি এল এড ( diploma in elementary education) কোর্স টি সম্পন্ন করেছে তারা চলতি নিয়োগের ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে । 01/03/2024 তারিখ থেকে শুরু হচ্ছে এই প্রার্থী দের interview চলবে 7th March পর্যন্ত। 




WB PRIMARY TET 2022 RECRUITMENT 

• NAME OF THE BOARD: WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION


• STATE: WEST BENGAL


• OFFICIAL NOTIFICATION DATE: 24/02/2024


• OFFICIAL WEBSITE: wbbprimaryeducation.org


• RECRUITMENT YEAR: 2022 PRIMARY TEACHER RECRUITMENT


• NEW INTERVIEW POST: 2996


• INTERVIEW START DATE: 01/03/2024


• INTERVIEW LAST DATE: 07/03/2024


• NOTICE FOR: 2014 WBTET QUALIFIED AND 2020-22 D.EL.ED PASSED CANDIDATES


• PDF FILE OF NOTICE AND CANDIDATES: UPLOADED



 
20-22 D.EL.ED INTERVIEW LIST AND NOTIFICATION PDF FILE DOWNLOAD 


24/02/2024 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি টি দেখে নিন । এবং দেখে নিন কারা কারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারছেন । ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছেন 2996 জন। PDF টি তে রয়েছে তাদের ইন্টারভিউ এর তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপদেশাবলী । 



Download PDF
Download



ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে কোন কোন তথ্যপ্রমাণ গুলো চাকরি প্রার্থীদের সাথে নিয়ে যেতে হবে ?


এই জাতীয় সমস্ত প্রার্থীদের নীচে তালিকাভুক্ত নথিগুলির আসল এবং স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে:


1) TET এর অ্যাডমিট কার্ড


2) TET-যোগ্যতার ডাউনলোড করা নথি


3) বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক পরীক্ষা/এর শংসাপত্রের প্রবেশপত্র।


4) বোর্ড/কাউন্সিল দ্বারা জারি করা মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট।


5) বোর্ড/কাউন্সিল দ্বারা জারি করা উচ্চ মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট।

6) দুই বছরের D.El.Ed এর মার্ক শীট এবং সার্টিফিকেট। সেশন 2020-এর জন্য প্রশিক্ষণ কোর্স 2022।


7) মার্কশিট এবং স্নাতকের সার্টিফিকেট (BA/B.Sc./B.Com. ইত্যাদি) বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা, যদি প্রযোজ্য হয়।


8) জাতি শংসাপত্র (SC/ST/OBC-A/OBC-B) সক্ষম সরকার দ্বারা জারি করা। কর্তৃপক্ষ, যদি প্রযোজ্য হয়।


9) পিএইচ সার্টিফিকেট, সরকার অনুযায়ী নিয়ম, যেখানে প্রযোজ্য।


10) সক্ষম সরকার দ্বারা জারি করা অব্যাহতিপ্রাপ্ত বিভাগ-শংসাপত্র। কর্তৃপক্ষ, যদি প্রযোজ্য হয়।


11) প্রাক্তন সেনা-সার্টিফিকেট, যদি প্রযোজ্য হয়।


12) উপযুক্ত সরকার কর্তৃক জারিকৃত প্রথম বাগদান পত্র। প্যারা-শিক্ষক হিসাবে কর্তৃপক্ষ, যেখানে প্রযোজ্য


13) পরিষেবার গণনা এবং বয়স-শিথিলকরণের জন্য D.P.O./S.D.O দ্বারা জারি করা একজন প্যারা-শিক্ষকের অভিজ্ঞতার শংসাপত্র, যেখানে প্রযোজ্য।


14) সমস্ত প্রাসঙ্গিক প্রশংসাপত্র এবং সার্টিফিকেট, সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপ সম্পর্কিত, নিয়োগের নিয়ম অনুযায়ী, যদি থাকে।


15) ভোটার আইডি/আধার কার্ড।


যদি কোনো প্রার্থী কোনো ক্ষেত্রে অযোগ্য বলে প্রমাণিত হয়, স্ক্রুটিনি/যাচাই প্রক্রিয়ায় তাকে/তাকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে উপস্থিত হতে দেওয়া হবে না। এটি প্রচুরভাবে স্পষ্ট করা হয়েছে যে কোনও প্রার্থীকে এই ধরনের যাচাই-বাছাই/যাচাইকরণ প্রক্রিয়ার বাইরে, উপরোক্ত সম্পর্কিত তার ইনপুটগুলি পরিবর্তন করার অনুমতি দেওয়া হবে না।


কাদের জন্য এই নতুন ইন্টারভিউ লিস্ট টি জারী হলো?


West Bengal Board of Primary Education জানিয়েছে 2926 জন চলতি নিয়োগের ইন্টারভিউ তে অংশগ্রহণ করতে পারবে । 2022 শিক্ষক নিয়োগে মোট শূন্য পদ সংখ্যা ছিল 11758 টি । যার মধ্যে 9533 জনের STATE WIDE MERIT LIST প্রকাশ করেছিল WBPPE। উল্লেখ্য মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে পাঁচ শতাংশ শূন্য পদ হোল্ড করে রাখা হয়েছিল ২০২০-২২ শিক্ষাবর্ষে ডি এল এড করা ২০১৪ টেস্ট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য । 


2020-22 d.el.ed প্রার্থীদের সকলেই কি চাকরি পাবে ?


এই 5% শূন্য পদে নিয়োগ করা হবে নতুন প্রকাশিত চাকরিপ্রার্থীদের মধ্য থেকে । পর্ষদ 2996 জনের নাম বর্তমান PDF এ প্রকাশ করেছে মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে । এই 2996 জন interview দিতে পারবে 1/3/2024 থেকে। এই interview প্রক্রিয়া চলবে 07/03/2024 পর্যন্ত। 
উল্লেখ্য 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগে মোট শূন্য পদ ছিলো 11758 যার মধ্যে 9533 জনের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত। সেই জন্য বর্তমানে প্রকাশিত 2996 জনের মধ্যে interview এর পর প্রায় 2225 জন চাকরী পেতে চলেছে তাদের মেধার ভিত্তিতে। 
নতুন লিস্টে যাদের নাম প্রকাশ করা হয়েছে ইন্টারভিউ এর জন্য তারা কিন্তু সকলেই চাকরি পাবে না প্রায় 700 স্টুডেন্ট এই লিস্ট থেকে বাদ পড়তে পারে । ইন্টারভিউ প্রক্রিয়ায় নম্বর এবং তাদের সামগ্রিক মেধার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন হবে । একাডেমিক স্কুলে যারা এগিয়ে থাকবে তাদের মধ্য 
থেকেই ২২২৫ জন চাকরি প্রার্থীকেই নির্বাচন করা হবে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.