BPSC TRE 3.0 notification 2024 , eligibility criteria , application fees
বিহারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যে BPSC আধিকারিক বিজ্ঞপ্তি ( BPSC TRE 3.0) প্রকাশ করেছে 07 ফেব্রুয়ারি 2024 তারিখে , তাঁদের অফিসিয়াল ওয়েবসাইট এ ( https://bpsc.bih.nic.in/ )। প্রসঙ্গত বলে রাখি বিভিন্ন রাজ্যের চাকরী প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।
এই আর্টিকেল এ আলোচনা করবো
1. BPSC TRE 3.0 আবেদন এর তারিখ,
2. যোগ্যতা (eligibility criteria)
3. শূন্যপদ ( vaccancy
4. Exam Date
5. গুরুত্বপূর্ণ তারিখ
6. আবেদন পদ্ধতি
7. অন্য রাজ্যের চাকরি প্রার্থীদের সুযোগ
BPSC TRE 3.0 আধিকারিক বিজ্ঞপ্তি 2024 :
গুরুত্বপূর্ণ লিংক ( important links)
আবেদনের তারিখ ( application date )
আবেদনের শেষ তারিখ : 23 ফেব্রুয়ারি
BPSC TRE 3.0 Exam DATE
Exam Mode :
BPSC TEACHER VACCANCY 2024 :
সমগ্র বিহার রাজ্য ব্যাপী বিভিন্ন বিদ্যালয়ে প্রায় 70,000 এর বেশি পদে শিক্ষক নিয়োগ করবে BPSC.
শিক্ষক নিয়োগ হবে নিম্ন লিখিত পদ গুলি তে
১. প্রাথমিক শিক্ষক ( 1-5 )
২. উচ্চ প্রাথমিক শিক্ষক ( 6-8)
৩. মাধ্যমিক শিক্ষক ( 9-10 )
৪. উচ্চ মাধ্যমিক শিক্ষক ( 11-12)
এখনো সম্পূর্ণ শুন্য পদ আলাদা আলাদা করে প্রকাশ করা হয়নি BPSC এর পক্ষ থেকে তা যখন করা হবে ওয়েবসাইটে অবশ্যই আপলোড করা হবে।
BPSC TRE 3.0 আবেদন মূল্য ( application fees 2024 )
বিহার রাজ্যের চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য -
✍️ General category -750 INR
✍️ SC, ST, মহিলারা , শারীরিক প্রতিবন্ধী - 250 INR
অন্যান্য রাজ্যের চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য -
✍️ সমস্ত চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে -750 INR
BPSC TRE 3.0 তে আবেদনকারী কে অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য দিতে হবে । আবেদনকারী NET BANKING, DEBIT CARD, CREDIT CARD, UPI এর মাধ্যমে আবেদন মূল্য দিতে পারবে ।
BPSC TEACHER RECRUITMENT ELIGIBILITY CRITERIA ( BPSC শিক্ষক নিয়োগে যোগ্যতা)
বিহারে শিক্ষক নিয়োগের যোগ্যতা গুলি নিচে আলোচনা করা হলো -
শিক্ষাগত যোগ্যতা ( educational qualification )
✍️ প্রাথমিক শিক্ষক - চাকরিপ্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে , ডি এল এড ( Diploma in Elementary Education ) কোর্স সম্পূর্ণ থাকতে হবে , এবং CTET PAPER 1 পাশ করা থাকতে হবে।
✍️ উচ্চ প্রাথমিক শিক্ষক - চাকরি প্রার্থীর অবশ্যই Graduation complete থাকতে হবে , এর সঙ্গে DELED বা BED পাশ হতে হবে। এর পাশাপাশি CTET PAPER 2 অবশ্যই পাশ থাকতে হবে।
✍️ মাধ্যমিক শিক্ষক - চাকরি প্রার্থীদের অবশ্যই থাকতে হবে Undergraduate degree , BED ডিগ্রী। এবং চাকরি প্রার্থীদের অবশ্যই STET PAPER 1 পাশ থাকতে হবে।
✍️ উচ্চ মাধ্যমিক শিক্ষক - চাকরি প্রার্থীদের অবশ্যই থাকতে হবে Postgraduate degree, BEd ডিগ্রী। এর সাথে সাথে অবশ্যই তাকে stet paper 2 পাশ থাকতে হবে।
বয়স সীমা ( age limit) -
✍️ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে বয়স ের নিম্নসীমা ১৮ এবং উর্ধ্বসীমা ৩৭ বছর। SC ST আবেদনকারীদের বয়সের ঊর্ধ্ব সীমায় পাঁচ বছরের ছাড় এবং ওবিসি ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের মধ্য বয়স সীমায় তিন বছরের ছাড় দেয়া হবে ।
✍️ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক এর ক্ষেত্রে বয়সের নিম্ন সীমায় একুশ এবং উর্ধ্ব সীমা ৪০ বছর ।
BPSC TEACHER RECRUITMENT 2024 APPLICATION PROCEDURE :
1. এই ওয়েবসাইটে RECRUITMENT OF TEACHER 2024 সেকশনে ক্লিক করবেন ।
2 . সাথে সাথে আপনার সঙ্গে খুলে যাবে একটা উইন্ডো।
3 এখানে সমস্ত ডিটেলস ফিলাপ করবেন এবং দরকারি তথ্যের কপিগুলো স্ক্যান করে আপলোড করবেন ।
4. সমস্ত তথ্য পূরণ এবং প্রমাণ পত্রের স্ক্যান কপি আপলোড হয়ে গেলে আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে দেবেন।
5.এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন।