ITEP B.ED : 4 YEARS INTEGRATED B.ED COURSE
সমগ্র দেশে বন্ধ হতে চলেছে আগের থেকে চলতে থাকা চার বছর ও দু'বছরের বি এড কোর্স । সংশয় পড়েছেন হাজার হাজার বিএ ড ডিগ্রিধারীরা । অনেকেই বুঝতে পারছেন না বিএ ড কিভাবে করবেন বা যারা B.ED এ ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন তাদের কি করনীয়। চেষ্টা করব এই সমস্ত প্রশ্নের সঠিক জবাব দিতে যা এন সি টিই বিজ্ঞপ্তি ( F. No. NCTE-Regl022/16/2023-Reg. See-HQ ) জারি করে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে (https://ncte.gov.in/ ) ।
এই আর্টিকেল এ আলোচনা করবো...
২) পুরানো চার বছরের B.ED প্রার্থীদের ভবিষ্যৎ কি ?
৩) ITEP মডেল অনুযায়ী নতুন B.ED প্রোগ্রাম কেমন?
৪) কবে থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে ?
নতুন নিয়ম শুরু হওয়ার সময় কাল:
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চার বছরের ইন্টিগ্রেটেড ITEP MODEL অনুযায়ী বি এড কোর্স চালানো হবে। ২০১৪ সালে বিএড কোর্স সম্পর্কিত যে রেগুলেশন এসেছিল সেটারই সংশোধিত রূপ ২০২৫- ২৬ থেকে চালু হতে চলেছে ।
2 বছরের B ED কোর্সের কি হবে :
আপাতত এনসিটিই দু'বছরের বি এড কোর্সের ইনভেলিড কিনা তা বলেনি।
তারা তাদের গাইড লাইনে জানিয়েছে ২০৩০ সাল পর্যন্ত পুরানো বি এড ক্যান্ডিডেটদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে তারপর থেকে ITEP মডেল অনুযায়ী চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স করা প্রার্থীরাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে ।
ITEP মডেল:
NEP 2020 তে ভারতবর্ষের শিক্ষানীতি সংক্রান্ত যে বিপুল পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে আইটিইপি একটি অন্যতম । এই মডেল অনুযায়ী যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষক হিসেবে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চান তারা গ্রাজুয়েশনের সাথে সাথেই বিএড করে নিতে পারবেন ।
ITEP মডেল এ B.A.B.ED , / B.SC.B.ED/ B.COM.B.ED কোর্স গুলি করা যাবে। এই কোর্স টি
নতুন শিক্ষানীতি র চারটি স্তরের জন্য শিক্ষকদের প্রশিক্ষিত করবে Foundational, Preparatory, Middle and Secondary (5+3+3+4). বর্তমানে কোর্স টি পাইলট প্রজেক্ট হিসেবে বেশ কয়েকটি উৎকৃষ্ট মানের কেন্দ্র ও রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে করা হচ্ছে।
ITEP মডেলটি বেছে নিতে পারবেন একজন ছাত্র-ছাত্রী দ্বাদশ শ্রেণীর পর পরই যারা শিক্ষকতাকে নিজেদের জীবিকা হিসেবে নিতে চান ।
এক বছরের লাভ ITEP বি এড এ:
কিন্তু বর্তমানে আইটিইপি মডেল অনুযায়ী তিন বছরের গ্রাজুয়েশনের সাথে এক বছরের অতিরিক্ত কোর্স করলেই সম্পন্ন হবে BA.B.ED, B.SC.BED, B.COM.B.ED কোর্সগুলি । যার ফলে শিক্ষার্থীদের এক বছরের লাভ হবে।
ITEP র বিশেষ বৈশিষ্ট্য :
শিশু মনস্তত্ত্ব ও শিশু শিক্ষা আইটিইপি মডেলে অত্যন্ত গুরুত্বসহকারে বর্তমান থাকবে । সাথে সাথে early childhood care and education (ECCE), foundational literacy and numeracy (FLN), inclusive education and an understanding of India and its values/ethos/art/traditions, among others ইত্যাদি বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের
সঙ্গেই শেখানো হবে ।
NCTE র অফিসিয়াল আপডেট: Click here