KOLKATA POLICE CONSTABLE RECRUITMENT 2024

KOLKATA POLICE CONSTABLE RECRUITMENT 2024




পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 27/02/2024 তারিখে আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে জানিয়েছে 3734 টি শূন্যপদে CONSTABLE ও LADY CONSTABLE পদে নিয়োগ করার কথা। Kolkakta police constable ও lady constable পদে নিয়োগের আবেদন গ্রহন শুরু হবে 01/03/2024 তারিখ থেকে ও আবেদন গ্রহন করা হবে 29/03/2024 পর্যন্ত, west bengal police Board এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে । এই আর্টিকেল এ জেনে নিন কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট ২০২৪ এর সমস্ত খুঁটিনাটি তথ্য। 


Kolkata Police Constable


Recruitment Board: West Bengal Police Recruitment Board


Post: Constable and Lady Constable


Total Vacancy: 3734


Mode of Application: Online


Notification Date: 27/02/2024


Application Starts From: 01/02/2024


Last Date of Application: 29/03/2024


Selection Procedure: preliminary, PMT, PET, written exam, interview 


Age Limit: 18-30


State: West Bengal


Official Website: http://www.wbpolice.gov.in/


Kp constable notice 2024


 পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড যে আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে , সেখানে যাবতীয় দরকারি তথ্যাদির বিবরণ রয়েছে। সেই পিডিএফ ফাইল টি দেখুন। 


 

Download PDF
Download


Kp constable and LADY CONSTABLE পদে শূন্যপদ


West Bengal Police recruitment Board 3734 দৃষ্টি শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করেছে । কনস্টেবল পদে নিয়োগ করা হবে 3464 জন কে এবং মহিলা কনস্টেবল পদে নিয়োগ করা হবে 270 জনকে। বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ নিচে দেওয়া হলো -




KOLKATA POLICE CONSTABLE APPLICATION FEE 2024


কলকাতা পুলিশের কনসটেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের আবেদন ফর্ম টি পুরন করতে অনলাইন এর মাধ্যমে আবেদন কারি কে আবেদন মূল্য দিতে হবে। 
বিভিন্ন ক্যাটগরি ভিত্তিতে এই আবেদন মূল্য বিভিন্ন। 


•SC/ST: আবেদন কারি দের application fees লাগবে না তবে PROCESSING FEE হিসাবে 20 INR জমা করতে হবে। 


• অনান্য সকল ক্যাটাগরির চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য 150 INR ও PROCESSING FEES 20 INR অর্থাৎ মোট 170 INR জমা করতে হবে। 



KOLKATA POLICE CONSTABLE ELIGIBILITY CRITERIA 2024


• শিক্ষা গত যোগ্যতা: 


আবেদনকারীর অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে । এই মাধ্যমিক তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা স্বীকৃত অথবা তার সমতুল্য কোনো শিক্ষা পর্ষদ দ্বারা স্বীকৃত হতে হবে । 


•ভাষা : 


আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে । দার্জিলিং এবং কালিম্পং এর আবেদনকারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় । 



• বয়স সীমা:


আবেদন কারির বয়স অবশ্যই 18 থেকে 30 বছর এর মধ্যে থাকতে হবে। বয়স হিসাব করতে হবে 01/01/2024 অনুযায়ী। 
 

Kolkata police selection procedure 2024


পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশ পদে দের শূন্য পদের নোটিশ দিয়েছে সেই শূন্য পদ পূরণের ক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীকে বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে যেতে হবে ফাইনাল সিলেকশন পেতে । সেগুলি নিচে আলোচনা করা হলো : 


•প্রিলিমিনারি পরীক্ষা(OBJECTIVE TYPE)


•শারীরিক মাপঝোক (PMT)


• শারীরিক সক্ষমতার পরীক্ষা(PET)


•লিখিত পরীক্ষা ( DESCRIPTIVE)


• ইন্টারভিউ



Kolkata police constable application procedure: 2024


কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রত্যেক আবেদনকারীকে ভিজিট করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটি । তারপর বেশ কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হবে এই আবেদন প্রক্রিয়া যা নিচে আলোচনা করা হলো-

•প্রথমেই আবেদনকারীকে ভিজিট করতে হবে www.wbpolice.gov.in এই ওয়েবসাইটটি। 


• এরপর আবেদনকারী কে কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করতে হবে। 


• apply দিনটিতে ক্লিক করার মধ্য দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু হবে। 


•সমস্ত দরকারি তথ্যগুলো আবেদনফর্মে পূরণ করতে হবে যত্ন সহকারে । 


• দরকারি সমস্ত নথিপত্র গুলো স্নান করে আগে থেকে রাখতে হবে সেগুলো যথাস্থানে আপলোড করতে হবে। 
যেমন মাধ্যমিকের এডমিট কার্ড, পাসপোর্ট সাইজ ফটোকপি ইত্যাদি।


• এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। 


• অনলাইনের মাধ্যমেই আপনার আবেদন মূল্যটি জমা করে দেবেন।


• আবেদন সম্পন্ন হলে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করে রাখবেন পরবর্তী সময়ে দরকারের জন্য । 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.