lakshmir bhandar increment / লক্ষ্মীর ভান্ডার

 lakshmir bhandar increment / লক্ষ্মীর ভান্ডার

lakshmir bhandar / লক্ষ্মীর ভান্ডার new updates 2024: 



পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে বাজেট (BUDGET 2024) পেশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার এ প্রাপ্ত টাকার পরিমাণ দ্বিগুণ করার কথা । এই প্রকল্পের আওতায় মা বোনেরা পাবেন 500 এর পরিবর্তে 1000 টাকা।

 আর SC ST মহিলারা পাবেন 1200 টাকা করে। 

এই আর্টিকেল এ আলোচনা করবো...

১. কারা পাবেন এই দ্বিগুন অর্থ ?

২. কবে থেকে দ্বিগুন টাকা দেওয়া হবে?

৩. সত্যিই কি দ্বিগুণ হচ্ছে ? 

৪. দ্বিগুণ অর্থ পেতে কি কি করতে হবে? 

লক্ষ্মীর ভান্ডার এ বরাদ্দ বৃদ্ধি: 

এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে বিধান সভায় যে বাজেট পেশ করেছেন সেখানে জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যে সমস্ত মা-বোনেরা আর্থিক সুবিধা ভোগ করে থাকে তাদের পাওয়া অর্থের পরিমাণ বৃদ্ধির কথা । যে সমস্ত মহিলারা ৫০০ টাকা করে পেতেন এই প্রকল্পের আওতায় তারা এবার থেকে এক হাজার টাকা করে পাবে । 

অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি (SC/ST) ক্যাটেগরি ভুক্ত মা ও বোনেরা পাবেন বারোশো টাকা (১২০০) করে । তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ক্যাটেগরিভুক্ত মহিলারা আগে পেতেন এক হাজার টাকা করে তাদের ক্ষেত্রে মাত্র ২০০ টাকা করে বাড়লো । 

তাই বলা যেতে পারে লোকের ভান্ডারে প্রাপ্ত টাকার পরিমান সমস্ত ক্ষেত্রে দ্বিগুণ হয়নি। 


কবে থেকে দ্বিগুন টাকা দেওয়া হবে?

নতুন বাজেট কার্যকরী হওয়ার সাথে সাথেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা ভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই বৃদ্ধিপ্রাপ্ত আর্থিক সহায়তা ঢুকবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে পরের মাস থেকেই তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের বারোশো টাকা (১০০০ টাকার পরিবর্তে)ও অন্যান্য ক্যাটেগরিভুক্ত মহিলাদের ৫০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা করে ব্যাংক একাউন্টে ঢুকবে।

দ্বিগুন অর্থপেতে কি কি করতে হবে ? 

লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় যারা আগে থেকে নথিভুক্ত রয়েছে তাদের নতুন করে কোন ডকুমেন্ট জমা করতে হবে না । সরকারের কাছে সুবিধাভোগীদের সমস্ত রকমের  ডকুমেন্ট রয়েছে , ক্যাটেগরি ভিত্তিতে তারা তাদের বৃদ্ধিপ্রাপ্ত টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পাবে ।  তবে যে সমস্ত মহিলাদের তপশিলি জাতি বা তপশীলি উপজাতি শংসাপত্র নতুন তৈরি হয়েছে তারা তা অবশ্যই তাদের নিকটবর্তী বিডিও অফিসে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে তা নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা করবে । 
lakshmir bhandar official website ক্লিক করুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.