RAILWAY TICKET COLLECTER RECRUITMENT 2024
ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ( RAILWAY RECRUITMENT BOARD) আর কিছু দিনের মধ্যেই প্রকাশ করতে চলেছে RAILWAY TICKET COLLECTER পদের আধিকারিক বিজ্ঞপ্তি।
RRB অফিসিয়াল ওয়েবসাইট
: https://indianrailways.gov.in/
এই আর্টিকেল এ জেনে নিন,
1. Ticket collector পদে নিয়োগের শূন্য পদ (VACCANCY)
2.TICKET COLLECTOR পদের জন্য দরকারি যোগ্যতা
( ELIGIBILITY CRITERIA)
3. আবেদন মূল্য ( application fees)
4. আবেদন পদ্ধতি ( application procedure)
5. নিয়োগ পদ্ধতি ( selection procedure)
6. পরীক্ষার তারিখ ( EXAM DATE)
খুব শীঘ্রই আরআরবি ঘোষণা করতে চলেছে ভারতীয় রেলওয়েতে টিকিট কালেক্টর পদে নিয়োগের আধিকারিক বিজ্ঞপ্তি । চলতি বছরের এপ্রিল অথবা মে মাসের দিকে এই নোটিফিকেশন আসতে চলেছে । এই নোটিফিকেশন আসলেই আরআরবির অফিসিয়াল অফিস ওয়েবসাইট এ আবেদনের লিংক এক্টিভেট হয়ে যাবে ।
যোগ্যতা (Railway TC Eligibility Criteria 2024)
ভারতীয় রেলওয়েতে টিকিট কালেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা গুলি হল
• educational qualification - আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে । আর্ট আর্ট কমার্স সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে , রাজ্য এবং কেন্দ্র সরকার স্বীকৃত বোর্ডের অধীনে ।
•age limit - আবেদনকারীর বয়সের নিম্ন সীমা ১৮ বছর এবং উর্ধ্বসীমা 30 বছর তবে ক্যাটাগরি ভিত্তিক ছাড় রয়েছে বয়স সীমায়।
টিকিট কালেক্টর পদের শূন্য পদ (RRB TC VACCANCY)
রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে আধিকারিক ভাবে এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি না করা হলেও বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে এ শূন্য পদের সংখ্যা প্রায় ৬০০০ এর ঊর্ধ্বে থাকবে । এবং এই শূন্য পদ হবে বিভিন্ন জোন ভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক । আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে এই শূন্য পথ আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে ।
আর আর বি টিকিট কালেক্টর পদে নিয়োগের আবেদন মূল্য ( application fees )
SC ST CANDIDATE : 250 INR
FEMALE CANDIDATE : 250 INR
আর আর বি টিকিট কালেক্টর পদের নিয়োগের পরীক্ষার তারিখ (RRB TC EXAM DATE )
আরআরবি টিকিট কালেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে এখনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেখানে পরীক্ষার তারিখ উল্লেখিত থাকবে এবং এই ওয়েবসাইটের সাথে সাথেই আপলোড করে দেয়া হবে ।
ভারতীয় রেলের টিকিট কাউন্টার পদে নির্বাচন পদ্ধতি (INDIAN RAILWAY TC Selection Process )
ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টিকিট কালেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের চারটি ধাপের মধ্য দিয়ে যেতে হয় । যে প্রার্থী এই চারটি ধাপের প্রত্যেকটি কোয়ালিফাই করতে পারবে তাকেই ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে নিয়োগ করা হবে। এই ধাপ চারটি হল যথাক্রমে -
• কম্পিউটার বেস্ট পরীক্ষা
• শারীরিক সক্ষমতার পরীক্ষা
• ডাক্তারি পরীক্ষা ও ডি ভি
• ইন্টারভিউ
আরআরবি টিকিট কালেক্টর পদে আবেদন পদ্ধতি (How to apply for RRB TC Recruitment 2024 )
ভারতীয় রেলওয়ে বোর্ডের টিকিট কালেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে অবশ্যই আরআরবির আধিকারিক ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে । এরপর যে সমস্ত ধাপের মধ্য দিয়ে আবেদনকারী এই আবেদন সম্পন্ন করবে সেগুলি হল -
• প্রথমে আধিকারিক ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে - https://indianrailways.gov.in/
• এখানে টিকিট কালেক্টর পদে নিয়োগের অপশন দেখতে পাবে
• এই অপশনে ক্লিক করলে একটা নতুন উইন্ডো খুলে যাবে
• এখানে আপনি আপনার সমস্ত তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন
• এরপর সম্পূর্ণ ফর্মটি খুব যত্ন সহকারে পূরণ করবেন
• এর পাশাপাশি যাবতীয় দরকারি তথ্যাদির স্ক্যান করা কপিগুলো যথাস্থানে আপলোড করবেন
• কম ভাড়া সম্পূর্ণ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে পেমেন্ট
করলেই আপনার ফর্মটি জমা হয়ে যাবে।