RPF CONSTABLE AND SI RECRUITMENT 2024/RPF নিয়োগ 2024
Railway police force ( RPF) 26/02/2024 তারিখে আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে জানিয়েছে RPF CONSTABLE পদে 4660 ও RPF SI পদে 452 জন কে নিয়োগ করতে চলেছে। চাকরিপ্রার্থীরা rpf.indianrailways.gov.in/ এই অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করে আবেদন করতে পারবেন।এই আর্টিকেল আলোচোনা করবো -
1. RPF CONSTABLE ও SI পদে নিয়োগের যোগ্যতা
2. শূন্যপদ
3. আবেদন করার তারিখ
4. পরীক্ষা পদ্ধতি
5. নির্বাচন পদ্ধতি
6. আবেদন মূল্য
RPF NOTIFICATION 2024/আর পি এফ বিজ্ঞপ্তি ২০২৪
RALIWAY POLICE FORCE এর বিভিন্ন পদে নিয়োগ পেতে যারা উৎসাহী তাঁদের জন্যে RPF এর পক্ষ থেকে 26/02/2024 তারিখে প্রকাশিত করা হয়েছে আধিকারিক বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি তে বলা হয়েছে RPF CONSTABLE ও RPF SI পদে কয়েক হাজার নিয়োগ করা হবে।
RPF CONSTABLE AND SI RECRUITMENT 2024
POST NAME: RPF CONSTABLE AND SI
BOARD: RPF (RAILWAY PROTECTION FORCE)
VACANCY FOR CONSTABLE: 4660
VACANCY FOR SI: 452
APPLICATION STARTS FROM: 15th APRIL
APPLICATION LAST DATE: 14th MAY
OFFICIAL WEBSITE: rpf.indianrailways.gov.in
EXAM DATE: TO BE ANNOUNCED
আর পি এফ যোগ্যতা ২০২৪ (RPF ELIGIBILITY CRITERIA 2024) :
RAILWAY WAY PROTECTION FORCE ( RPF ) এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে শিক্ষা গত ও বয়স ভিত্তিক যোগ্যতা গুলি নিচে আলোচনা করা হলো -
শিক্ষা গত যোগ্যতা (EDUCATIONAL QUALIFICATION) :
•CONSTABLE পদের ক্ষেত্রে শিক্ষা গত যোগ্যতা -
আবেদন কারি কে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে।
•SI পদের ক্ষেত্রে শিক্ষা গত যোগ্যতা -
আবেদন কারিকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে রাজ্য বা কেন্দ্র সরকার স্বীকৃত বোর্ড থেকে।
বয়স সীমা :
•CONSTABLE পদের ক্ষেত্রে বয়স সীমা - আবেদন করি র বয়স কনস্টেবল পদের ক্ষেত্রে 18-25 এর মধ্যে হতে হবে।
• SI পদের ক্ষেত্রে বয়স সীমা - আবেদনকারীর বয়স সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে হতে হবে 20-25 এরমধ্যে ।
উল্লেখ্য ক্যাটেগরি ভিত্তিক বয়সসীমা ছাড় থাকবে এসসি এসটি ওবিসি ইত্যাদি সম্প্রদায় ভুক্ত আবেদনকারীদের জন্য ।
আর পি এফ শূন্যপদ ২০২৪/ RPF vacancy 2024
Railway protection force আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে জানিয়েছে মোট 4660 টি পদে নিয়োগ করতে চলেছে । এরমধ্যে নিয়োগ হবে দুটি বিভাগে প্রথমটি হল কনস্টেবল এবং দ্বিতীয়টি সাব ইন্সপেক্টর ।
•কনস্টেবল পদে শূন্য পদ - 4208
•সাব ইন্সপেক্টর পদে শূন্য পদ - 452
RPF আবেদন মূল্য ২০২৪ / RPF APPLICATION FEES 2024
আর পি এফ নিয়োগের ক্ষেত্রে আবেদন মূল্য আবেদনকারী কে অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে । আবেদন মূল্য বা অ্যাপ্লিকেশন ফিজ বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে ভিন্ন যা নিম্নে আলোচনা করা হলো -
•GENERAL CATEGORY - 500 INR
• SC CATEGORY -250 INR
•ST CATEGORY -250 INR
•EBC CATEGORY -250 INR
•FEMALE -250 INR
আর পি এফ নির্বাচন প্রক্রিয়া 2024 /RPF SELECTION PROCESS 2024
রেলওয়ে RPF পদে নিয়োগের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হয় । আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পদে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যেতে হয় তিনটি ধাপের মধ্যে দিয়ে যা নিম্নে আলোচনা করা হলো -
•CBT RPF RECRUITMENT 2024( COMPUTER BASED TEST ) -
RPF CBT EXAM PROCEDURE 2024
FULL MARKS: 120
TOTAL NUMBER OF QUESTIONS: 120
EXAM DURATION: 90 MINUTES
QUESTION TYPE: MCQ
NEGATIVE MARKS: 1/3 FOR EACH WRONG ANSWER
SUBJECT: GENERAL KNOWLEDGE, MATHEMATICS, GENERAL INTELLIGENCE AND REASONING
•PHYSICAL MEASUREMENT TEST RPF 2024:
কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে শারীরিক পরিমাপ কেমন হওয়া প্রয়োজন তা নিচে আলোচনা করা হলো -
•উচ্চতা - জেনারেল ও ওবিসি দের ক্ষেত্রে 165 CM
SC/ST দের ক্ষেত্রে 160 CM
•CHEST/ বুক -
•UR/OBC দের ক্ষেত্রে বুক না ফুলিয়ে ৮০ সেন্টিমিটার এবং ফুলিয়ে ৮৫ সেন্টিমিটার ।
•SC/ST দের ক্ষেত্রে বুক না ফুলিয়ে ৭৬.২ সেন্টিমিটার এবং ফুলিয়ে ৮১.২ সেন্টিমিটার হতে হবে ।
বলে রাখা ভালো মেয়েদের ক্ষেত্রে বুকের পরিমাপ করা হয় না ।
PHYSICAL EFFICIENCY TEST (PET): SUB-INSPECTOR - PET
RUN - 1600 METRES
MALE - 6 MIN 30 SECOND
RUN - 800 METERS FEMALE - 4 MIN
HIGH JUMP - MALE - 3 FEET 9 INCHES FEMALE - 3 FEET
LONG JUMP •MALE - 12 FEET •FEMALE- 9 FEET
PHYSICAL EFFICIENCY TEST (PET): CONSTABLE - PET
RUN 800 METERS FEMALE - 3 MIN 40 SEC
RUN 1600 METRES MALE: 5 MIN 45 SEC
HIGH JUMP MALE - 4 FEET FEMALE- 3 FEET
LONG JUMP MALE - 14 FEET FEMALE - 9 FEET