RRB TECHNICIAN RECRUITMENT 2024 , 9000 VACCANCY NOTICE

 RRB TECHNICIAN RECRUITMENT 2024 , 9000 VACCANCY NOTICE



RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইতিমধ্যে একটি আধিকারিক বিজ্ঞপ্তির (CEN No. 02/2024) মধ্য দিয়ে জানিয়েছে Technician পদে নয় হাজার শুন্য পদে নিয়োগ করা হবে। ফেব্রুয়ারি মাস থেকে ই এর ফরম ফিলাপ অনলাইনে শুরু হয়ে যাবে । সম্পূর্ণ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই ভারতীয় রেলওয়ে বোর্ড তাদের ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করবে । 


এই article এ আলোচনা করব RRB TECHNICIAN পদে নিয়োগের ক্ষেত্রে....
1. যোগ্যতা (eligibility criteria)
2. সিলেবাস (syllabus)
3. বয়স সীমা (age limit)
4. আবেদন মূল্য(application fees)
5. গুরুত্বপূর্ণ তারিখ সমূহ(important dates)
6. আবেদন পদ্ধতি (application procedure)


এক দৃষ্টিতে আরআরবি টেকনিশিয়ান : 



নিয়োগ কর্তৃপক্ষ : ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 

পদের নাম : টেকনিশিয়ান

মোট শূন্য পদ : ৯০০০

আবেদন মাধ্যম : অনলাইন

আধিকারিক ওয়েবসাইট : 

https://indianrailways.gov.in/

https://www.rrbkolkata.gov.in/


RRB TECHNICIAN পদে নিয়োগের যোগ্যতা: 

১. শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক অথবা SSLC, প্রয়োজনীয় ট্রেডে ITI থাকতে হবে NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে । ITI এর পর Apprenticeship করা থাকলেও হবে। 

২. বয়স সীমা : আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর । বয়সের ঊর্ধ্বসীমা হবে ৩৩ বছর ।

এবং বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে । 


আবেদনমূল্য : 

সাধারণ ক্যাটাগরি ভুক্ত ছাত্র-ছাত্রীদেরRRB TECHNICIAN পদে নিয়োগের পরীক্ষার ফরম ফিলাপ করতে অ্যাপ্লিকেশন ফিস লাগবে ৫০০ টাকা ।


RRB TECHNICIAN পদে নিয়োগের SC, ST, Minorities, and Economically Backward Classe ,Ex-Serviceman, PWD, Female, Transgender প্রার্থীদের আবেদন মূল্যের প্রয়োজন হবে ২৫০ টাকা । 


RRB TECHNICIAN পদে নিয়োগ পরীক্ষার আবেদন পদ্ধতি: 

যে সমস্ত আবেদনকারী এই টেকনিশিয়ান পদে আবেদন করতে চান তারা অবশ্যই আরআরবির যে জনে আবেদন করতে চান সেই জনের ওয়েবসাইটে ভিজিট করবেন । অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করা শুরু করবার আগে দরকারি নথিপত্রের স্ক্যান করা কপি অবশ্যই কম্পিউটার বা মোবাইল ফোনে রাখবেন । এছাড়াও আপনার অবশ্যই থাকতে হবে তো মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি । নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো কিভাবে এই আবেদন ফর পূরণ করবেন ...

 1. আপনি যে জনে আবেদন করতে চান সেই জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম ভিজিট করবেন। 

২. তারপর টেকনিশিয়ান পদের ফরম পূরণের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করবেন। 

৩. এরপর অফিশিয়াল ওয়েব সাইটে নির্দেশিত তথ্যগুলো একের পর এক পূরণ করবেন । 

৪. সাথে সাথে দরকারি ডকুমেন্টসগুলো স্কান করা কপি নির্দিষ্ট স্থানে আপলোড করবেন । 

৫. সমস্ত নথিপত্র পূরণ হয়ে গেলে এবং ছবি আপলোড সম্পন্ন হলে সাবমিট বাটনে ক্লিক করবেন। 

৬. অনলাইনের মাধ্যমে আপনার আবেদন মূল্যটি ও জমা করবেন। 

৭. সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদন পত্রটি পিডিএফ আকারে ডাউনলোড করে তার এক কপি প্রিন্ট করে নিজের কাছে রাখবেন । 


RRB TECHNICIAN পদে নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ: 

RRB ৩১ এ জানুয়ারি ২০২৪ শর্ট নোটিফিকেশন বার করার মধ্য দিয়ে জানিয়েছে ৯০০০ বাদে নিয়োগের কথা। 

মনে করা হচ্ছে অনলাইনের মাধ্যমে শুরু হবে মার্চ মাসের প্রথম দিক থেকেই এবং তা চলবে এপ্রিল মাস পর্যন্ত। 

এই পরীক্ষা হবে দুটি ধাপে সি বি টি ওয়ান এবং CBT 2। 

CBT 1 পরীক্ষা হতে পারে অক্টোবর মাসে। CBT 2 পরীক্ষা হতে পারে নভেম্বর মাসের শেষ দিকে অথবা ডিসেম্বর মাসে । এবং রেজাল্ট বার হতে পারে 2025 সালের একেবারে প্রথম দিকেই ।


RRB TECHNICIAN পদে নিয়োগ পদ্ধতি (selection procedure) : 

RRB TECHNICIAN পদে নিয়োগের ক্ষেত্রে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তিনটি ধাপের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীদের এই পদে নিয়োগ করবে । 

প্রথম ধাপ : CBT 1

দ্বিতীয় ধাপ: CBT 2

তৃতীয় ধাপ : ডকুমেন্ট ভেরিফিকেশন

RRB TECHNICIAN পদে নিয়োগের SYLLABUS ও EXAM PATTERN: 

RRB যখন সম্পূর্ণ নোটিফিকেশন টি জারি করবে সেখান থেকে এই পরীক্ষা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে আরেকটি পোস্ট এই ওয়েবসাইটে বাংলায় জানিয়ে দেয়া হবে। 


বিভিন্ন আর আর বি ও তাদের লিংক : 



Kolkata


www.rrbkolkata.gov.in


Malda

www.rrbmalda.gov.in






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.