WB ANM GNM APPLICATION FORM 2024 EXAM DATE, PATTERN, DOCUMENTS

 WB ANM GNM APPLICATION FORM 2024 EXAM DATE, PATTERN, DOCUMENTS


ANM GNM এর OFFICIAL NOTIFICATION RELEASE করবে WBJEE বোর্ড। এই মাসের ফেব্রুয়ারী মাসে বার হতে পারে OFFICIAL NOTIFICATION। পাবেন এই ওয়েবসাইট এ

এই আর্টিকেল আলোচনার করবো ...

1. এ বছর কখন এই পরীক্ষা হবে। ( EXAM date)

2. এই পরীক্ষাই কারা বসতে পারবে ? (Eligibility criteria)

3. Application fees ( আবেদন মূল্য)

4. দরকারি নথি পত্র ( Required documents) 

5. পরীক্ষা পদ্ধতি ( Exam procedure)

6. সিলেবাস ( SYLLABUS)

7. আবেদন পদ্ধতি (application procedure)



ANM ( auxiliary nursing Midwifery),GNM (General Nursing and Midwifery),ANM 2 বছরের ডিপ্লোমা কোর্স , GNM ৩.৫ বছরের ডিপ্লোমা কোর্স । 


WB ANM GNM আবেদন পত্র : 

যে সমস্ত ছাত্র ছাত্রী রায় ANM বা GNM কোর্স এ ভর্তি হতে চান তাঁরা এই ওয়েবসাইট প্রতিনিয়ত নজর

রাখবে https://wbjeeb.nic.in/


আধিকারিক বিজ্ঞপ্তি : 

 আশা করা হচ্ছে এবছর ফেব্রুয়ারী মাসে ANM GNM ভর্তি পরীক্ষার আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে WBJEE BOARD। 

Official website এ form fill up শুরু হচ্ছে ফেব্রুয়ারী মাস থেকে এবং এই প্রক্রিয়া চলবে march মাস পর্যন্ত। 


WB ANM GNM পরীক্ষা তারিখ 2024 : 


WB ANM GNM পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারের Joint Entrance Examination Board । জুন মাসের শেষ দিকে অথবা জুলাই মাসে এই পরিক্ষা অনুষ্ঠিত হতে পারে। 


WB ANM GNM যোগ্যতা ( eligibility criteria)

শিক্ষা গত যোগ্যতা : আবেদনকারী কে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে রাজ্য বা কেন্দ্র সরকার স্বীকৃত বোর্ড থেকে । আবেদনকারীকে অবশ্যই সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর পেতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় । আবেদনকারী যদি এসি অথবা এসটি ক্যাটেগরিভক্ত হয় তাহলে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৪৫% হলেও হবে । 

সাইন্স আর্টস কমার্স সমস্ত স্ট্রিমের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। 

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে । 

বয়স সীমা : আবেদনকারীর বয়স ১৭ বছর কম হলে সে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে না । এবং ৩৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। 

WB ANM GNM আবেদন মূল্য ( application fees) general category : 

জেনারেল ক্যাটাগরিভুক্ত জাতীয়-ছাত্রীদেরকে 400 টাকা করে দিতে হবে আবেদন করতে। 

OBC SC ST: SC ST OBC ক্যাটেগরিভুক্ত ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে আবেদন মূল্য ৩০০ টাকা । 

Wb anm GNM ভর্তি পরীক্ষার আবেদনের প্রয়োজনীয় নথিপত্র : 


1. দশম শ্রেণীর মার্কশীট

2. দ্বাদশ শ্রেণী পাশের মার্কশিট

3. জাতিগত শংসাপত্র

4. পাসপোর্ট সাইজ ছবি

5. আবেদনকারীর পারিবারিক আয়ের সার্টিফিকেট

6. আবেদনকারীর স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট

7. বয়সের প্রমাণপত্র

8. আধার কার্ড

9. স্কুল লিভিং সার্টিফিকেট


WB ANM GNM ENTRANCE EXAM PATTERN/ পরীক্ষা পদ্ধতি : 


পশ্চিমবঙ্গে এ এন এম এবং জিএনএম কোর্সগুলোতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষাটি নিয়ে থাকে ডব্লিউ বি জে ডবল ই বোর্ড । পরীক্ষার প্রকৃতি কেমন তা নিম্নে আলোচনা করা হলো বিস্তারিতভাবে ...

১. পরীক্ষাটি ও হয়ে থাকে ও এম আর সিটে।

২. এই পরীক্ষাটি চলে দেড় ঘন্টা ধরে। 

৩. পরীক্ষাটি হয় অফলাইন মোডে।

৪. এই পরীক্ষার পূর্ণমান ১১৫। 

৫. এই পরীক্ষায় থাকে ১০০ টি নির্বাচন ধর্মী প্রশ্ন । 

৬. এই পরীক্ষাটি হয়ে থাকে বাংলা এবং ইংরেজি দুটি মাধ্যমেই । 


WB ANM GNM ভর্তি পরীক্ষার সিলেবাস : 

WB ANM GNM ভর্তি পরীক্ষায় যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয় তার নিচে আলোচনা করা হলো 

১. পাটিগণিত।

২. ভৌত বিজ্ঞান

৩. জীবন বিজ্ঞান

৪. ইংলিশ 

৫. সাধারণ জ্ঞান

৬. রিজনিং

এই পরীক্ষায় প্রশ্ন হয় দশম এবং দ্বাদশ শ্রেণীর সমতুল্য মানের । 



WB ANM GNM আবেদন পদ্ধতি (APPLICATION PROCEDURE) 

আবেদনকারীকে অবশ্যই ডব্লিউবি জে ডবল এর ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আলোচনা করা হলো কিভাবে এই আবেদনটা সম্পূর্ণ করবেন...

১. সবার প্রথম WB JEE এর আধিকারিক ওয়েবসাইটটি ভিজিট করুন । 

২. এরপর এ এল এম জি এন এম অপশনে ক্লিক করুন।

৩. এখানে আপনি পাবেন একটি new registration link 

4. A link টিতে ক্লিক করুন । 

৫. এরপর আপনার দরকারি তথ্যগুলো দিয়ে ফর্মটি ভরুন । 

৬. ফোনটি সাবমিট করুন এবং পাসওয়ার্ড জেনারেট করুন । 

৭. আপনার মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে । এই ওটিপি দিয়ে নিশ্চিত করুন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি । 

৮. এর সাথে সাথেই আপনি পেয়ে যাবেন আপনার registration number 

৯. এবার আপনাকে লগইন করতে হবে পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে । 

১০. আপনাকে বা সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে । এবং আপনার যাবতীয় প্রমাণপত্রের স্ক্যান করা কপিগুলো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ছবিসহ । 

১১. সমগ্র ফার্মটি পূরণ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন এবং পরবর্তী সময় দরকারের জন্য এটা প্রিন্ট করে রাখুন । 

১২. মনে রাখবেন অ্যাপ্লিকেশন ফ্রিজ কিন্তু

 ইউপিআই অথবা ডেবিট কার্ড এর সাহায্যে অনলাইন মাধ্যমেই প্রদান করতে হবে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.