WBPSC IDO notification 2024 , vacancy , fees , eligibility, selection process
WBPSC IDO RECRUITMENT 2024
• RECRUITMENT AUTHORITY : WBPSC
• POST NAME : INDUSTRIAL DEVELOPMENT OFFICER
• STATE : WEST BENGAL
• OFFICIAL WEBSITE : wbpsc.gov.in
• DEPARTMENT : Department of Industry, Commerce and Enterprise , WEST BENGAL GOVT
• SELECTION PROCESS : WRITTEN AND INTERVIEW
• VACANCY : TO BE ANNOUNCED
• APPLICATION DATE : TO BE ANNOUNCED SOON
WBPSC IDO নিয়োগ 2024 :
• যোগ্যতা ( ELIGIBILITY FOR WBPSC IDO 2024 ) :
WBPSC এর IDO পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা গুলি নিচে দেওয়া হলো...
•WBPSC IDO শিক্ষা গত যোগ্যতা :
১.আবেদন কারি কে অবশ্যই বাংলায় লিখতে ও পড়তে জানতে হবে।
২.আবেদন কারিকে অবশ্যই Graduation সম্পুর্ণ হওয়া চাই স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ।
• WBPSC IDO AGE LIMIT:
বয়সের ঊর্ধ্বসীমা - 39 years
বয়সের নিম্নসীমা - 21 years
বিভিন্ন ক্যাটগরি ভিত্তিক বয়সের ছাড় থাকবে । SC/ST CATEGORY র চাকরী প্রার্থী দের বয়সের ছাড় 5 বছর। OBC ক্যাটাগরির চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এই ছাড় 3 বছর।
• শূন্য পদ ( VACCANCY) :
INDUSTRIAL DEVELOPMENT OFFICER পদে নিয়োগের ক্ষেত্রে WBPSC এক্ হাজারের মতো শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে বলে আশা করা হচ্ছে।
WBPSC IDO APPLICATION FEE 2024 :
WBPSC IDO পদে নিয়োগের ONLINE FORM পূরণ এর ক্ষেত্রে আবেদন মূল্য CATEGORY WISE ভিন্ন।
আবেদন মূল্য SC/ST/PWD ক্যাটাগরির চাকরি প্রার্থীদের দিতে হবে না।
আবেদন মূল্য UR/ OBC ক্যাটাগরির চাকরি প্রার্থীদের ক্ষেত্রে 160 টাকা।
WBPSC IDO নির্বাচন প্রক্রিয়া ( WBPSC IDO RECRUITMENT PROCESS) :
WBPSC IDO পদে নিয়োগের ক্ষেত্রে দুটি ধাপের মধ্য দিয়ে চাকরী প্রার্থী দের নিয়োগ করে থাকে।
প্রথম ধাপ - লিখিত পরীক্ষা ( WRITTEN EXAM)
দ্বিতীয় ধাপ - PERSONALITY TEST
যে সমস্ত চাকরি প্রার্থীরা প্রথম লিখিত পরীক্ষা পাশ করতে পারবে , তারা দ্বিতীয় ধাপে INTERVIEW এর সুযোগ পাবে।
এই দুটি ধাপে সফল চাকরী প্রার্থী রাই WBPSC এর IDO ( INDUSTRIAL DEVELOPMENT OFFICER) পদে নিযুক্ত হবে ।
WBPSC IDO পদে নিয়োগের আবেদন গুরুত্ব পূর্ণ তারিখ:
WBPSC IDO পদে নিয়োগের আধিকারিক বিজ্ঞপ্তি অল্প কিছদিনের মধ্যে WBPSC র আধিকারিক ওয়েবসাইট এ প্রকাশ করা হবে। মার্চ মাসের শেষ দিকে আসতে চলেছে এই NOTIFICATION।
অনলাইনে আবেদন গ্রহন শুরু হতে পারে এপ্রিল মাস থেকে। এবং পরীক্ষা নেওয়া হতে পারে MAY -JUNE মাস নাগাদ।
WBPSC পদে নিয়োগের আবেদন পদ্ধতি ( HOW APPLY FOR WBPSC IDO ? ) :
WBPSC IDO পদে নিয়োগের অনলাইন আবেদন করতে চাকরী প্রার্থী দের প্রথমে ভিজিট করতে হবে WBPSC র আধিকারিক ওয়েবসাইট টি তে। আবেদন ফর্ম পূরণ করা শুরু করার আগে অবশ্যই দরকারী ডকুমেন্টস গুলো COPY স্ক্যান করে রাখবেন কম্পিউটার অথবা মোবাইল এ।
• প্রথমে ভিজিট করুন WBPSC OFFICIAL WEBSITE টি।
• এর পর WBPSC APPLY ONLINE SECTION এ ক্লিক করবেন।
• WBPSC IDO পদের আবেদন গ্রহন করার লিঙ্ক টি তে ক্লিক করে ONE TIME REGISTRATION সম্পূর্ণ করবেন।
• রেজিস্ট্রেশন হয়ে গেলে REG NO ও পাসওয়ার্ড আপনি আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি তে পেয়ে যাবেন। এটি লিখে রাখবেন পরবর্তী সময় ব্যাবহারের জন্য।
• এর পর REG NO ও PASSWORD দিয়ে LOG IN করে সম্পূর্ন ফর্ম টি পুরন করবেন।
• যাবতীয় নথী পত্র গুলি আপলোড করবেন যথাস্থানে।
• এর পর সাবমিট বাটনে ক্লিক করুন ফরম টি জমা করতে।
•এর পর অনলাইন এর সাহায্যে UPI বা নেট ব্যাংকিং বা DEBIT/CREDIT CARD এর সাহায্যে আবেদন মূল্য জমা করে ফর্ম FILL UP প্রক্রিয়া টি নিশ্চিত করবেন।