CAA IN WEST BENGAL//পশ্চিমবঙ্গে CAA

 CAA IN WEST BENGAL//পশ্চিমবঙ্গে CAA

কেন্দ্র সরকার 11/03/2024 তারিখে জারি করলো CAA বিজ্ঞপ্তি (NOTIFICATION) । লোকসভা ভোটের মুখে ভারতীয় জনতা পার্টির মাস্টার স্ট্রোক CAA। CAA এর FULL FORM হলো নাগরিকতা সংশোধন আইন (CITIZENSHIP AMMENDMENT ACT) । CAA বর্তমানে আইনে পরিণত হয়েছে। 




CAA নিয়ে সরকারের দাবি: 


CAA আইন সমগ্র ভারত জুড়ে চালু হতেই বিভিন্ন মহল থেকে ভিন্ন প্রতিক্রীয়া আসতে শুরু হয়েছে ইতিমধ্যে। সরকার দাবী করছে এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্যে নয়, এই আইন নাগরিকত্ব প্রদান করবে। সরকার আরো নিশ্চিত করেছে যে ভারতে বসবাস কারি কোন বাসিন্দার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। সবাইকে উস্কানি থেকে দুরে থাকবার ও আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের সভাপতি শ্রী সুকান্ত মজুমদার। তিনি আরো জানিয়েছেন ধর্মীয় নিপীড়নের কারনে বাংলাদেশ , পাকিস্থান সহ পার্শ্ববর্তী দেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু জনগণ ভারতে আশ্রয় গ্রহণ করেছে তাদের নাগরিকত্ব প্রদান করা হবে। তাদেরকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে । 


কাদের সুবিধা হবে :


যে সমস্ত নিপীড়িত জনগণ পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে ভারতবর্ষে আশ্রয় গ্রহণ করেছে তাদের সকলকেই নাগরিকত্ব প্রদান করবে কেন্দ্রীয় সরকার । ধর্মীয় নিপীড়নের কারণে যে সমস্ত ব্যক্তিরা পার্শ্ববর্তী উল্লেখিত দেশগুলো থেকে ভারতে এসে ঠাই নিয়েছিল কিন্তু এতদিনে তারা নিজেদের নাগরিকত্ব পায়নি বর্তমান সরকার তাদের সকলকেই নাগরিকত্ব প্রদান করবে CAA এর দিয়ে। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দের উচ্ছ্বাস দেখা দিয়েছে সারা রাজ্য তথা দেশব্যাপী । 


কাদের অসুবিধা হবে: 


CAA সারা ভারতবর্ষ ব্যাপী লাগু হওয়ার সাথে সাথে ই বিভিন্ন মহল থেকে আসছে বিভিন্ন প্রকারের প্রতিক্রিয়া । ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানানো হয়েছে CAA কোন ভারতীয়র নাগরিকত্ব কেড়ে নেবে না এই আইন নাগরিকত্ব প্রদানের আইন । ভারতবর্ষের সংখ্যালঘুদের মধ্যে CAA নিয়ে রয়েছে নানা সংশয় অনেকেই ভাবছেন তাদের নাগরিকত্ব কেড়ে নেয়া হবে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই আইনের মধ্য দিয়ে কারো নাগরিকত্ব চলে যাবে না । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.