CTET EXAM 2024 exam date, eligibility, application fees

 CTET EXAM 2024 exam date, eligibility, application fees




কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড ( CBSE) 7/03/2024 একটি আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে জানিয়েছে জুলাই মাসে হতে চলেছে CTET পরীক্ষা। এই কম্পিউটার বেসড (CBT) পরীক্ষা টি হবে 7 th July 2024 এ। যারা যারা CTET EXAM 2024 , JULY এ যোগ্য তারা 07/03/2024 থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং ফর্ম ফিল আপ চলবে 02/04/2024 পর্যন্ত। 


CTET EXAM 2024 OVERVIEW

• পরিক্ষার নাম: CENTRAL TEACHER'S ELIGIBILITY TEST (CTET)


• নিয়ামক সংস্থা: CBSE


• বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 7 TH MARCH


• আবেদন শুরু: 7 TH MARCH 2024


• আবেদনের শেষ তারিখ: 2 ND APRIL


• পরিক্ষার তারিখ: 7 TH JULY 2024


• 1st paper: 1-5 class


• 2nd paper: 6-8 class


• EXAM DURATION: 2 hrs 30 minutes


• OFFICIAL WEBSITE: ctet.nic.in


• আবেদনের লিঙ্ক: Apply Here


CTET পরীক্ষার তারিখ 2024

এবছর জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলেছে CTET exam, জুলাই এর 7 তারিখে হবে এই পরিক্ষা। CTET পরীক্ষা দুটি শিফট এ হয়ে থাকে। প্রথম শিফট এ paper -1 , এই paper টি তে পরিক্ষা নেওয়া হয় 1-5 শ্রেণীর জন্য। দ্বিতীয় শিফ্ট এ হয় 6-8 শ্রেণীর জন্য অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তরের জন্য। First shift এর পরিক্ষা টি শুরু হবে সকাল 9:30 থেকে চলবে দুপুর 12 টা পর্যন্ত। 

Second shift এর পরিক্ষা শুরু হবে দুপুর 2 টো থেকে এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত । 


CTET APPLICATION FEES/CTET আবেদন মূল্য


যারা CTET পরীক্ষার জন্য আবেদন করতে চান তাঁদের অবশ্যই জেনে নিতে হবে paper 1 ও paper 2 তে আবেদন করতে কতো fees লাগবে। কোনো candidate যদি শুধু মাত্র একটি মাত্র paper এর জন্য আবেদন করেন তাহলে, সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা application fees দিতে হবে। Sc st ও ph candidate দের ক্ষেত্রে এই fees হবে 500 টাকা। 

আর যদি দুটি paper এ আবেদন করেন তাহলে জেনারেল প্রার্থীদের application fees দিতে হবে 1200 টাকা। আর SC/ST/PH প্রার্থীদের ক্ষেত্রে এই application fees হবে 600 টাকা । 

Application fees অবশ্যই অনলাইনে CTET এর আধিকারিক ওয়েবসাইটে র মাধ্যমে জমা দিতে হবে। 

এই application fees NET BANKING, DEBIT CREDIT CARD এর সাহায্যে বা upi এর সাহায্যে প্রদান করা যাবে। 


CTET ELIGIBILITY CRITERIA 2024/CTET যোগ্যতা 2024: 


CTET paper 1 এর জন্য যোগ্যতা : 


আবেদনকারীকে অবশ্যই 2 বছরের D.EL.ED ( DIPLOMA IN ELEMENTARY EDUCATION) অথবা 4 বছরের BACHELOR OF ELEMENTARY EDUCATION (B.EL.ED) ডিগ্রী থাকতে হবে। 


CTET PAPER 2 এর যোগ্যতা : 


আবেদনকারী কে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে ও 2 বছরের D.el.ed অথবা 4 বছরের b.el.ed অথবা b.ed qualified হতে হবে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.