Hs Bengali New syllabus 2024// উচ্চ মাধ্যমিক বাংলা নতুন সিলেবাস 2024

 Hs Bengali New syllabus 2024// উচ্চ মাধ্যমিক বাংলা নতুন সিলেবাস 2024




উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে পরিবর্তন নিয়ে এসেছে চালু হয়েছে পরীক্ষা পদ্ধতিতে সেমিস্টার সিস্টেম। এই মর্মে West Bengal council of higher secondary Education প্রকাশ করেছে তাদের পূর্ণাঙ্গ বিষয়ভিত্তিক সিলেবাস এবং নাম্বার বিভাজন পদ্ধতি তার সাথে সাথে পরীক্ষা পদ্ধতি । উচ্চ মাধ্যমিক স্তরে মোট চারটি সেমিস্টারে পরীক্ষা হবে । একাদশ শ্রেণিতে থাকবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার । দ্বাদশ শ্রেণীতে থাকবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার । প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে MCQ ভিত্তিক । দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার থাকবে SAQ, LAQ প্রকৃতির প্রশ্ন ও প্রজেক্ট । 


এই আর্টিকেলে আলোচনা করব উচ্চমাধ্যমিক স্তরের 

১.একাদশ শ্রেণীর বাংলা সিলেবাস ও নাম্বার বিভাজন ।

২. দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাস ও নাম্বার বিভাজন ।


উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৪ পিডিএফ ডাউনলোড লিঙ্ক// HS Bengali syllabus 2024 PDF download link 


HS Bengali New Syllabus 2024 Pdf 

Download


একাদশ শ্রেণির বাংলা সিলেবাস ও নাম্বার বিভাজন ২০২৪:

একাদশ শ্রেণীতে থাকছে দুটি সেমিস্টার বাংলা ভাষার ক্ষেত্রে । 


একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের সিলেবাস:


একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে মোট 40 নম্বরের পরীক্ষা হবে । প্রথম সেমিস্টারে প্রশ্নের ধরন হবে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চন । 


•গল্প- পুঁইমাচা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

•প্রবন্ধ-বিড়াল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

•কবিতা-১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-মাইকেল মধুসূদন দত্ত

২. সাম্যবাদী-কাজী নজরুল ইসলাম

•আন্তর্জাতিক গল্প- বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো- গ্যাব্রিয়াল গারসিয়া মার্কেজ (অনুবাদ-মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)


•ভারতীয় কবিতা-

চারণ কবি-ভারভারা রাও (অনুবাদ-শঙ্খ ঘোষ)

•ভাষা-

১.বিশ্বের ভাষা ও ভাষা পরিবার


২.বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ


৩.ভারতে প্রচলিত ভাষা পরিবার


৪.বাংলা ভাষার বৈচিত্র্য


•বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস-


পর্ব ১- প্রাচীন বাংলা:- সমাজ ও সাহিত্য

পর্ব ২- মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা:- শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলি।


একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের নাম্বার বিভাজন 


প্রথম সেমিস্টারে মোট ছয়টি ইউনিট থেকে প্রশ্ন করা হবে যার পূর্ণ মান থাকবে 40 । প্রশ্ন হবে MCQ প্রকৃতির । 



গল্প : 8


প্রবন্ধ:5


কবিতা:7


আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা:5


ভাষা:10


বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস:5


একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস : 


একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারে থিওরি পার্টে নাম্বার থাকবে 40 এবং প্রজেক্টে নাম্বার থাকবে 20 । দ্বিতীয় সেমিস্টারের মোট নাম্বার হবে ৬০ । 



•গল্প:-


১. ছুটি-রবীন্দ্রনাথ ঠাকুর


২. তেলেনাপোতা আবিষ্কার-প্রেমেন্দ্র মিত্র


•কবিতা:-


১. ভাব সম্মিলন-বিদ্যাপতি


২. লালন শাহ ফকিরের গান- লালন শাহ


৩.নুন- জয় গোস্বামী


•নাটক:-


আগুন-বিজন ভট্টাচার্য


পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:-


পঞ্চতন্ত্র-সৈয়দ মুজতবা আলি


বই কেনা


আজব শহর কলকেতা


পঁচিশে বৈশাখ


আড্ডা


•বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস:-


•পর্ব ৩-


আধুনিক বাংলা সাহিত্য:- যুগের আধুনিকতা ও উপনিবেশিক


বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোটগল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ (সত্তর দশক পর্যন্ত)।


•লৌকিক সাহিত্য:- ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা


কবিতায় মহাকাব্য, আখ্যানকাব্য, গীতিকবিতার ধারা-


•কবিতা:-মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা।


•কথাসাহিত্য:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ

ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা।


•নাটক:- মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা।


•প্রবন্ধ রচনা-


রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্যসম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে।একটি বক্তব্যের স্বপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের স্বপক্ষে/বিপক্ষে তাদের বক্তব্য লিখবে।


একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের নাম্বার বিভাজন


গল্প -5 

কবিতা-5

নাটক-5

পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ -10

বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস-5

প্রবন্ধ রচনা -10


একাদশ শ্রেণির প্রজেক্ট এর বিষয়বস্তু : 

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার এ কুড়ি নাম্বারে প্রজেক্ট থাকবে, যার বিষয়বস্তু নির্ণয় আলোচনা করা হলো। 


প্রকল্প-২০ (প্রুফ সংশোধন (০৫) প্রকল্পের অন্তর্ভুক্ত হবে)-


প্রুফ সংশোধন-একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম -এই বিষয়গুলির সম্ভাব্য ভুলত্রুটি সংশোধন করতে হবে।


সটীক অনুবাদ-


মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে। ১০০০-৩০০০ শব্দের মধ্যে। সময়সীমা-৬ মাস। অনুবাদ করা যাবে-(ক) প্রবন্ধ, (খ) চিঠি, (গ) ঐতিহাসিক নথি, (ঘ) গল্প এবং (ঙ) নাটক। (লেখক এবং লেখা সম্পর্কে টীকাসহ অনুবাদ করতে হবে)


সাক্ষাৎকার গ্রহণ:-

লোকায়ত আঙ্গিক/সাহিত্য/ রাজনীতি/ ক্রীড়া/নাচ/গান/কলা ক্ষেত্রের যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের (অন্তত জেলাস্তরে পরিচিতি থাকতে হবে) সাক্ষাৎকার নিতে হবে। অন্তত 20 টি প্রশ্ন।


প্রতিবেদন রচনা:-

ছ' মাসের দৈনিক সংবাদপত্রের খেলার পাতার কাটিং সংগ্রহ এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাজ্যের ক্রীড়াক্ষেত্রে উত্থান পতন বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে। নূন্যতম শব্দ সংখ্যা-১০০০।


স্বরচিত গল্প লিখন- বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে (মৌলিক) এক বা একাধিক স্বরচিত গল্প লিখতে হবে।


দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ভিত্তিক পূর্ণাঙ্গ সিলেবাস : 


দ্বাদশ শ্রেণীতে রয়েছে দুটি সেমিস্টার দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এর নাম উচ্চমাধ্যমিক সেমিস্টার 3 এবং দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পোশাকি নাম উচ্চমাধ্যমিক সেমিস্টার 4 । 


দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সিলেবাস : 

দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে রয়েছে চল্লিস নাম্বারের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন । এবং এর সিলেবাসটি নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো -


•গল্প-আদরিনী- প্রভাত কুমার মুখোপাধ্যায়


•কবিতা-১. অন্ধকার লেখাগুচ্ছ-শ্রীজাত

২. দ্বিগ্বিজয়ের রূপকথা- নবনীতা দেবসেন


•প্রবন্ধ-বাঙ্গালা ভাষা-স্বামী বিবেকানন্দ


•ভারতীয় গল্প-

পোটরাজ-শঙ্কর রাও খারাট (অনুবাদ: সুনন্দন চক্রবর্তী)


•আন্তর্জাতিক কবিতা-

তার সঙ্গে- পাবলো নেরুদা (অনুবাদ: শক্তি চট্টোপাধ্যায়)


•ভাষা-

ধ্বনিতত্ত্ব: বাগযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ।


•শব্দভান্ডার


•শব্দার্থতত্ত্ব


•শৈলী বিজ্ঞানের গোড়ার কথা


•বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস


পর্ব ৪-বাংলা গানের ইতিহাস-সংক্ষিপ্ত রূপরেখা


পর্ব ৭-বাঙালির বিজ্ঞানচর্চার সংক্ষিপ্ত পরিচিতি


পর্ব ৮-বাঙালির ক্রীড়া সংস্কৃতি


দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম সেমিস্টারের নাম্বার বিভাজন : 


গল্প -8

প্রবন্ধ-5

কবিতা-7

ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা-5

ভাষা-10

বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস-5


দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস : 


•গল্প-

১. হলুদ পোঁড়া-মানিক বন্দ্যোপাধ্যায়

২. রং নাম্বার-মহাশ্বেতা দেবী


•কবিতা-

১. প্রার্থনা-রবীন্দ্রনাথ ঠাকুর

২. তিমির হননের গান জীবনানন্দ দাশ

৩. কেন এল না- সুভাষ মুখোপাধ্যায়


•নাটক

নানা রঙের দিন-অজিতেশ বন্দ্যোপাধ্যায়


•পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ-

ডাকঘর-রবীন্দ্রনাথ ঠাকুর


•বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস


পর্ব ৫-বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা


• পর্ব ৬-বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা


প্রবন্ধ রচনা-


কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হল মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিনতি দান করবে।একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে। সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে।


দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের নাম্বার বিভাজন: 

দ্বিতীয় সেমিস্টার ে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ৪ এ প্রশ্নের ধরন হবে SAQ ও LAQ প্রকৃতির । এবং থিওরিতে থাকবে ৪০ নাম্বার এবং প্রজেক্টে থাকবে কুড়ি নাম্বার । 


গল্প-5

কবিতা -5

নাটক-5

পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ-10

বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস- 5

প্রবন্ধ রচনা-10


দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার এর প্রজেক্ট : 

দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরের শেষ সেমিস্টার ৪ নম্বর সেমিস্টারের প্রজেক্ট এর বিষয়বস্তু নিম্নে আলোচনা করা হলো যার পূর্ণমান ২০ --


প্রকল্প-২০(প্রুফ সংশোধন (০৫) প্রকল্পের অন্তর্ভুক্ত হবে)-


প্রুফ সংশোধন-একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম-এই বিষয়গুলির সম্ভাব্যভুলত্রুটি সংশোধন করতে হবে।


প্রকল্প (প্রদত্ত প্রকল্প মধ্যে যে কোন একটি)


সমীক্ষা পত্র


ন্যূনতম ৫০টি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে। নিজের গ্রাম/পাড়া/অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজ ভিত্তিক সমীক্ষা নারী/পুরুষের হার, সাক্ষরতা, ধর্মসম্প্রদায়, খেলাধূলার প্রবণতা (ইন্ডোর, আউটডোর, ফুটবল, ক্রিকেট, হকি প্রভৃতি। অন্যদিকে, আদিবাসী, জনজাতি, জনগোষ্ঠী ও সম্প্রদায়ভিত্তিক বিবিধ সমীক্ষা।


নিজের বিদ্যালয় নিয়েও করা যাবে, আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কে অর্ন্তভুক্ত করা যেতে পারে। সমীক্ষার বিষয় হবে বিদ্যালয় সংশ্লিষ্ট কোনো তথ্য উদঘাটন। হতে পারে বিদ্যালয় শিক্ষার্থীদের জাতিগত/সম্প্রদায় নকশা, হতে পারে শিক্ষক-শিক্ষিকাদের বয়স, সারস্বত ক্রিয়াকর্ম, বিদ্যালয়ের ইতিহাস (মৌখিক সাক্ষাৎকার-সমীক্ষা), বিদ্যালয়ের শ্রেণিবিভাজন-শিক্ষার্থীসামর্থ্য প্রভৃতি।


গল্পের নাট্যরূপ


ন্যূনতম শব্দসংখ্যা-২০০০-৪০০০ [কোন প্রথিতযশা লেখক/লেখিকার লেখা থেকে তৈরী করতে হবে)।


গল্পের চিত্রনাট্য


শব্দসংখ্যা ২০০০-৪০০০ (কোন প্রথিতযশা লেখক/লেখিকার লেখা থেকে তৈরী করতে হবে)।


গ্রন্থ সমালোচনা


প্রথিতযশা কবি, গল্পকার, নাট্যকার ও প্রাবন্ধিকের কোনো ১টি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা। ন্যূনতম শব্দসংখ্যাঃ-


১০০০।


নির্বাচিত রচনাকারের সাহিত্য-শৈলী বিচার


বাংলা 'ক'ভাষার ছাত্র-ছাত্রীরা ইংরাজির পাঠক্রম অন্তর্ভুক্ত কোনও একজন লেখকের গল্প (চারটি) বা কবিতা (ছয়টি) আলোচনা করে রচনার শৈলী বৈশিষ্ট্য ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে।


বাংলা 'খ' ভাষার ছাত্র-ছাত্রীরা বাংলার পাঠক্রমে অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প (চারটি) বা কবিতা (ছয়টি) আলোচনা করে তাঁর শৈলী বৈশিষ্ট্য ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে। (৫০০-১০০০ শব্দ)


নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান


সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ঊনবিংশ বা বিংশ শতকের বাংলার কোনও একটি কাল ও পর্বকে কেন্দ্র করে (১) ভাষা (২) খাদ্যাভ্যাস (৩) পোষাক (৪) গৃহনির্মাণ (৫) সংগীত (৬) নাটক (৭) চলচ্চিত্র (৮) চিত্রকলা ও ভাস্কর্য (৯) খেলাধূলা এইসব বিষয়ে যে কোনো একটির বিকাশ, বিবর্তন ও বৈশিষ্ট্যের তথ্যসহ অনুসন্ধান ও আলোচনা।


নির্বাচিত সাহিত্য-সৃষ্ট চরিত্রের জীবনীনির্মাণ-

ফেলুদা/ঘনাদা/টেনিদা/শঙ্কু/সদাশিব/ঋজুদা/পাগলা দাশু/গোগোল/কাকাবাবু/কিকিরা/হাঁদা ভোঁদা বা নন্টে-ফন্টে/হর্ষবর্ধন-গোবর্ধন।


নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য-অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ


উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হিমানীশ গোস্বামী, নারায়ণ দেবনাথ, শৈলেন ঘোষ।


উল্লিখিত লেখকদের মধ্যে থেকে যে কোনো একজনের বাংলা সাহিত্যে অবদান ও সেই অবদান অপরিহার্য প্রতিপন্ন করে প্রকল্প নির্মাণ (ন্যূনতম ২০০০ শব্দ)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.