Hs English new syllabus 2024//উচ্চ মাধ্যমিক ইংরেজি নতুন সিলেবাস 2024
West Bengal council of higher secondary Education (WBCHSE) এর পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে উচ্চমাধ্যমিকের ইংরেজি নতুন সিলেবাস ও নাম্বার বিভাজন পদ্ধতি। উচ্চমাধ্যমিকে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা গ্রহণ করা হবে । একাদশ শ্রেণীতে থাকছে দুটি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে থাকছে আরো দুটি সেমিস্টার । উচ্চমাধ্যমিকে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে চারটি সেমিস্টার এই পরীক্ষা গ্রহণ করা হবে । এই আর্টিকেলে উচ্চমাধ্যমিকের ইংরেজি সিলেবাস এর সম্পূর্ণ পিডিএফ ফাইলটি আপলোড করা হয়েছে ।
এই পিডিএফ ফাইল টি ডাউনলোড করে দেখে নিতে পারবেন একদম সহজে উচ্চমাধ্যমিকের ইংরেজির নতুন সিলেবাস যা পর্ষদ কর্তৃক আপলোড করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে https://wbchse.wb.gov.in/
HS English Syllabus 2024 PDF File
Downloadউচ্চ মাধ্যমিক ইংলিশ সেমিস্টার ভিত্তিক পরীক্ষা পদ্ধতি :
প্রায় ১০ বছর পর পরিবর্তন হলো উচ্চমাধ্যমিকের সিলেবাস। পরীক্ষা গ্রহণ করা হবে চারটি সেমিস্টারে।
প্রথম ও তৃতীয় সেমিস্টারের থাকবে এমসিকিউ (MCQ) ভিত্তিক প্রশ্ন। দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে থাকবে saq ও laq প্রকৃতির প্রশ্ন ।
একাদশ শ্রেণী :
একাদশ শ্রেণীতে থাকছে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার।
প্রথম সেমিস্টারের পূর্ণমান হবে 40 । প্রশ্ন হবে এমসিকিউ (MCQ)প্রকৃতির ।
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার থাকবে দুটি অংশে বিভক্ত প্রথমটি থিওরি ও দ্বিতীয়টি হল প্রজেক্ট।
থিওরি অংশের নাম্বার থাকবে 40 । প্রজেক্টে নাম্বার থাকবে কুড়ি । সব মিলিয়ে একাদশ শ্রেণীর মোট নাম্বার হবে 100 ।
দ্বাদশ শ্রেণি :
দ্বাদশ শ্রেণীতে ও থাকছে দুটি সেমিস্টার । তৃতীয় ও চতুর্থ সেমিস্টার অন্তর্ভুক্ত থাকবে দ্বাদশ শ্রেণীতে ।
দ্বাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন ভিত্তিক । যার পূর্ণমান হবে 40।
দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষা হবে SAQ ও LAQ প্রকৃতির।
যার পূর্ণ মান হবে 40 ।
এছাড়া দ্বিতীয় সেমিস্টারে থাকছে প্রজেক্ট । যার পূর্ণমান থাকছে 20 । সবমিলিয়ে দ্বাদশ শ্রেণীতে পূর্ণমান 100 ।