HS Exam Routine 2025/উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2025

HS Exam Routine 2025/উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2025 : দেখে নিন উচ্চমাধ্যিক (HS)পরীক্ষার সম্পূর্ণ রুটিন!

WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION ইতিমধ্যে প্রকাশ করলো 2025 সালের উচ্চমাধ্যমিক ( HIGHER SECONDARY) পরীক্ষার রুটিন। ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 03/03/2025 থেকে । এবং এই পরীক্ষা চলবে 14/03/2025 পর্যন্ত । পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে এবং চলবে দুপুর ১ঃ১৫ মিনিট পর্যন্ত । প্রত্যেকটি বিষয়ের থাকবে ৮০ নম্বরের প্রশ্ন। আর কুড়ি নাম্বার থাকবে প্রজেক্টে । সবমিলিয়ে প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ । যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো তারা অবশ্যই রুটিনটা দেখে নাও এবং আধিকারিক পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও । 


WEST BENGAL HIGHER SECONDARY EXAM 2025

পরীক্ষার নাম উচ্চমাধ্যমিক (HS)
রাজ্য পশ্চিমবঙ্গ
বোর্ড WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION (WBCHSE)
পরীক্ষা শুরুর তারিখ 03/03/2025
পরীক্ষার শেষ তারিখ 14/03/2024
পরীক্ষা শুরুর সময় সকাল 10:00 am
পরীক্ষা শেষের সময় 1:15 pm
DURATION 3 ঘন্টা 15 মিনিট
OFFICIAL WEBSITE wbchse.wb.gov.in


HIGHER SECONDARY EXAM ROUTINE 2025

দেখে নাও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। কত তারিখে , কোন দিনে ,কি পরীক্ষা হবে সবটাই জানতে পারবে এই রুটিন থেকে । 


Higher Secondary Exam Routine 2025

Higher Secondary Exam Routine 2025

Date Day Subjects
03/03/2025 Monday Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi
04/03/2025 Tuesday Health Care, Automobile, Organised Retailing, Security, IT and ITES, Electronics, Tourism & Hospitality, Plumbing, Construction, Apparel, Beauty and Wellness, Agriculture, Power-VOCATIONAL SUBJECTS
05/03/2025 Wednesday English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English
06/03/2025 Thursday Economics
07/03/2025 Friday Physics, Nutrition, Education, Accountancy
08/03/2025 Saturday Computer Science, Modern Computer Application, Artificial Intelligence, Data Science, Environmental Studies, Health & Physical Education, Music, Visual Arts
10/03/2025 Monday Commercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology
11/03/2025 Tuesday Chemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French
13/03/2025 Thursday Mathematics, Psychology, Anthropology, Agronomy, History
17/03/2025 Monday Biological Science, Business Studies, Political Science
18/03/2025 Tuesday Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management


IMPORTANT UPDATES OF HS 2025


পরীক্ষা প্রতিদিন সকাল 10:00 টা থেকে 01:15 টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। (03 ঘন্টা এবং 15 মিনিট) স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা, ভিজ্যুয়াল আর্টস, সঙ্গীত এবং বৃত্তিমূলক বিষয় ছাড়া। এই বিষয়গুলির পরীক্ষা হবে 02 ঘন্টা সময়কাল (সকাল 10.00 টা থেকে দুপুর 12.00 পর্যন্ত)।


 HS ROUTINE 2025 DOWNLOAD LINK


ডাউলোড করে নিন পর্ষদ প্রকাশিত উচ্চমাধ্যমিক 2025 পরীক্ষার রুটিন। 

Download PDF
Download

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.