HS SEMESTER SYSTEM 2024//উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম
পশ্চিমবঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে চালু হতে চলেছে সেমিস্টার সিস্টেম । পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসে হতে চলেছে আমূল পরিবর্তন । পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বোর্ডের( WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION) পক্ষ থেকে আধিকারিক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে নিশ্চিত করা হয়েছে সিলেবাস পরিবর্তন ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের কথা । তবে বোর্ডের ওয়েবসাইটে এখনো পর্যন্ত নতুন সিলেবাস আপলোড করা হয়নি খুব শীঘ্রই নতুন সিলেবাস কি হতে চলেছে তা জানাবে WBCHSE ।
সেমিস্টার সিস্টেম কি ?
একটি শিক্ষা বর্ষকে দুটি অথবা তিনটি বা তার বেশি ভাগে ভেঙে নেয়া এবং সেই অনুযায়ী পরীক্ষা নেওয়া । অর্থাৎ ক্লাস ইলেভেনে এক বছরে যদি দুটি সেমিস্টার হয় তাহলে প্রথম সেমিস্টারের নাম্বার এবং দ্বিতীয় সেমিস্টারের নাম্বার একসঙ্গে করেই একাদশ শ্রেণীর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে একইভাবে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও তাই । এক কথায় একবারে ফাইনাল পরীক্ষার পরিবর্তে দুই অথবা তিন বারে ভেঙে ভেঙে পরীক্ষা নেওয়ার ও ফলাফল প্রস্তুত করার পদ্ধতি হলো সেমিস্টার পদ্ধতি ।
সেমিস্টার পদ্ধতি ভালো না খারাপ ?
সেমিস্টার পদ্ধতি অবশ্যই ভালো এবং সময়োপযোগী । সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হলে এবং এর উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ পেলে ছাত্রছাত্রীদের সুবিধাই হবে । ছাত্র-ছাত্রীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই এই পদ্ধতি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ গুলোতে রয়েছে । এই পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হলে ছাত্র-ছাত্রীরা অনেকটা বেশি চাপ মুক্ত থাকতে পারবে এবং তাদের নাম্বার পাওয়ার প্রবণতা অনেক বাড়বে । অর্থাৎ ছাত্র-ছাত্রীদের ফলাফল পুরানো পদ্ধতির তুলনায় অনেক ভালো হবে ।
নতুন সেমিস্টার পদ্ধতির সাথে মানিয়ে নিতে পারব তো ?
এই প্রশ্নটাই যদি তোমার মাথার মধ্যে ঘোরে তাহলে অবশ্যই বলব একদমই মানিয়ে নিতে পারবে । এই পদ্ধতি শিক্ষার্থীকে শিক্ষা পদ্ধতির সঙ্গে সুন্দরভাবে সহজ সরল বন্ধনে আবদ্ধ করে রাখবে । শিক্ষার্থী সব সময় শিক্ষা পদ্ধতিতে নিমগ্ন থাকবে যা শিক্ষার্থীর ফলাফল ভালো করতে অনেক বেশি সহায়তা করবে। সেমিস্টার পদ্ধতির সহজ সরল প্রকৃতি ছাত্র-ছাত্রীদের মানিয়ে নিতে সাহায্য করবে, তাই অযথা চিন্তার কোন কারণ নেই ।
সর্বোপরি এই পদ্ধতি চালু হলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা জাতীয় স্তরে ফলাফলের দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে তাদের রেজাল্ট পুরানো পদ্ধতির তুলনায় অনেক বেশি ভালোর দিকে যাবে । তাছাড়া বিগত ১০ বছরে সিলেবাস পরিবর্তন হয়নি বা পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হয়নি তাই এই পরিবর্তন অবশ্যই প্রয়োজন ছিল ।
WBCHSE এর পক্ষ থেকে প্রকাশিত আধিকারিক নোটিফিকেশন :
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 6/03/2024 তারিখে আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতির কথা । সেই আধিকারিক নোটিফিকেশন টা দেখে নিতে ক্লিক করুন এখানে ➡️ অফিসিয়াল নোটিফিকেশন ⬅️ ।