Primary tet interview - an ideal teacher's qualities // প্রাইমারি টেট ইন্টারভিউ - আদর্শ শিক্ষকের গুণাবলী
প্রাইমারী ইন্টারভিউ তে একটা কমন প্রশ্ন আদর্শ শিক্ষকের গুণাবলী কী হওয়া উচিত। আজ এই আর্টিকেলে জেনে নেবো আদর্শ শিক্ষকের গুণাবলী সম্পর্কে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা আগামীতে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে চলেছেন তাদের জন্য এই আর্টিকেলটি সহায়ক হবে ।
এক জন আদর্শ শিক্ষক ই গড়ে তোলে একটা আদর্শ সমাজ। শিক্ষক তার জ্ঞানের আলো দিয়ে আলোকিত করে ছাত্র ছাত্রীদের এবং এই ছাত্র ছাত্রী রাই হয়ে ওঠে আগামীর মেরুদন্ড। তাই শিক্ষকের আদর্শ গুণাবলী ও আচরণ সত্যিই খুব গুরুত্ব পূর্ণ।
আদর্শ শিক্ষকের গুণাবলী/Qualities of an ideal
১. চরিত্রবান:
ছাত্র-ছাত্রীরা শিক্ষক অথবা শিক্ষিকাদের অনুকরণের মাধ্যমে বিভিন্ন আচার-আচরণ আয়ত্ত করে তাই শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই চরিত্রবান হতে হবে । তাদের আচার-আচরণের মধ্যে থাকবে শালীনতা বোধ ।
২. দায়িত্বশীল :
শিক্ষক মহাশয় কে অবশ্যই তার কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে । শিক্ষাদানে তার যে দায়িত্ব তাদেরকে অবশ্যই খুব সুন্দর ভাবে পালন করতে হবে এছাড়াও হয়ে উঠতে হবে ছাত্র-ছাত্রীদের পথপ্রদর্শক । সমাজ গড়ে তুলতে শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এক বিরাট দায়িত্ব ।
৩. ব্যক্তিত্বের অধিকারী :
অবশ্যই একজন শিক্ষক অথবা শিক্ষিকা সু ব্যক্তিত্বের অধিকারী হবেন । তার ব্যক্তিত্বের গুণে অনুপ্রাণিত হবে ছাত্র-ছাত্রীরা ।
৪. ধৈর্যশীল :
শিক্ষাদান প্রক্রিয়ায় এসে থাকে আনা বাধা । সমস্ত বাধা কাটিয়ে সব রকমের ছাত্র-ছাত্রীদের সুশিক্ষা প্রদান করা একজন আদর্শ শিক্ষকের কাজ। তাই এই কাজটি সুসম্পন্ন করতে শিক্ষককে হতে হবে অনেক বেশি ধৈর্যশীল ।
৫ . নিয়মানুবর্তিতা :
সভ্য সমাজের সুশৃংখল মেনে চলা এবং সময়ের কাজ সময় করা এগুলোই তো নিয়মানুবর্তিতার মধ্যে পড়ে। শিক্ষককে তার শিক্ষাদান কাজের প্রতি হতে হবে নিয়মানুবর্তি । একজন বিশৃঙ্খল শিক্ষক কখনোই ছাত্রছাত্রীদের ভালোভাবে শিক্ষাদান করতে পারেন না ।
৬. সুবিবেচক ও ছাত্র প্রেমী :
শিক্ষকের ভালোবাসা ছাত্রছাত্রীদের অনেক অনুপ্রাণিত করে শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে তারা নিজেদেরকে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে । শিক্ষক মহাশয় তার সুবিবেচনা দিয়ে ছাত্র-ছাত্রীদের ভালোবেসে শিক্ষাদান করলে তারা অবশ্যই শিক্ষা প্রক্রিয়া থেকে মুখ ফেরায় না ।
৭ . জ্ঞানপিপাসু :
যে শিক্ষক মহাশয় সর্বদাই পড়ানোর সাথে সাথে নিজের পড়াটাও চালিয়ে যায় , নতুন নতুন বিষয় জানতে থাকে , সেই শিক্ষক মহাশয় এই বর্তমান পরিবেশ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ছাত্র-ছাত্রীদের সুন্দরভাবে শিক্ষাদান করতে পারে ।
৮. শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ ধারণা :
শিক্ষাদান প্রক্রিয়া বর্তমানে আর নেই শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপর ভর করে বা সেই পুরানো তথাকথিত উপায়ে আর শিক্ষাদান করা হয়ে থাকে না শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকলে একজন শিক্ষক সম্পূর্ণরূপে শিক্ষাপ্রধান রক্ষার সঙ্গে যুক্ত হতে পারেনা । তাই শিক্ষক মহাশয় কি অবশ্যই শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব সর্বোপরি মনোবিদ্যার বিষয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে।
৯. শিখন পদ্ধতি সম্পর্কে অবধারণা :
কিভাবে ছাত্র-ছাত্রীদের পড়ানো প্রয়োজন । কিভাবে পড়ালে ছাত্র-ছাত্রীদের শিখন ফলপ্রসু হবে এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে শিক্ষকের অবশ্যই ধারণা থাকতে হবে ।
১০. বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান :
একজন শিক্ষক বা শিক্ষিকার নিজের পড়ানোর বিষয়ে সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে । একমাত্র তখনই সে শিক্ষক বা শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ্য বিষয় খুব ভালোভাবে তুলে ধরতে পারবে ।
আদর্শ শিক্ষকের দশটি মূল গুণাবলী নিয়ে আলোচনা করলাম এছাড়াও কিছু গুণাবলী রয়েছে সেগুলি নিম্নরূপ :
•পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা
•একে অপরের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ রক্ষায় পারদর্শিতা
•অপরের প্রতি সমবেদনা
•একজন ভালো শ্রোতা
•মূল্যায়ন সম্পর্কে জ্ঞান
•টিএলএম সম্পর্কে স্বচ্ছ ধারণা
•প্রগতিশীল চিন্তাভাবনা
•ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ
• নিজের পেশার প্রতি ভালোবাসা
ইত্যাদি ।
ইন্টারভিউ বোর্ডে এ প্রশ্নটা করা হলে আপনি কিন্তু নিজের মতো করে উত্তরটা দেওয়ার চেষ্টা করতে পারেন । এই দশটি বা তারও বেশি পয়েন্টগুলো ভালো করে পড়ে রাখলে আপনি এর থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ইন্টারভিউ বোর্ডে বলতে পারবেন যা আপনার অ্যাপিয়ারেন্সকে ইন্টারভিউ বোর্ডে খুব ভালোভাবে তুলে ধরবে।
গ্রুপে : টেলিগ্রাম এ সার্চ করবেন -"প্রাইমারি টেট 2024 📚 "
প্রাইমারি ইন্টারভিউ এর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে ক্লিক করুন নিচে - ⤵️
🔜 মিড ডে মিলের বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য
🔜কিচেন গার্ডেন কি ? What is kitchen garden ?