WB PANCHAYAT RECRUITMENT REGISTRATION 2024// পঞ্চায়েত নিয়োগ রেজিস্ট্রেশন ২০২৪
পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ ৬৬৫২ টি পদে নিয়োগ করতে চলেছে । পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ ( https://prd.wb.gov.in/ ) থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে এই শূন্য পদ পূরণের কথা । ২৭ ফেব্রুয়ারি ২০২৪ এই বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে জানানো হয়েছে এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন করে রাখতে হবে । যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখন রেজিস্ট্রেশন করে রাখবেন তারাই এই শুন্য পদ পূরণে সম্পূর্ণ ফর্মটি পূরণ করতে পারবেন । এখনো পর্যন্ত আধিকারিক ভাবে জানানো হয়নি সম্পূর্ণ ফর্মটি কবে থেকে পূরণ করা হবে তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই কমপ্লিট নোটিফিকেশন আসতে চলেছে ।
WB GRAM PANCHAYAT RECRUITMENT 2024
• RECRUITMENT BODY: পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ
• REGISTRATION DATE: 10 MARCH 2024
• LAST DATE OF REG: আধিকারিকভাবে জানানো হয়নি
• Application Dates: খুব শীঘ্রই আধিকারিকভাবে জানানো হবে
• বয়স সীমা: 18/21 - 35/40 বছর
• শূন্য পদ: 6652
• অফিসিয়াল ওয়েবসাইট: prd.wb.gov.in
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিয়োগের বিভিন্ন পদ :
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের থেকে যে ৬৬৫২ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে কোন কোন পদগুলিতে নিয়োগ করা হবে । যে সমস্ত পদে এই নিয়োগ হতে চলেছে তা নিম্নে দেয়া হলো -
1.Data Entry Operator of Zilla Parishad
2.District Information Analyst (DIA) of Zilla Parishad
3.Group – D of Zilla Parishad
4.Lower Division Assistant of Zilla Parishad
5.Stenographer of Zilla Parishad
6.Work Assistant of Zilla Parishad
7.Secretary of Gram Panchayat
8.Accounts Clerk of Panchayat Samity
9.Block Informatics Officer of Panchayat Samity
10.Clerk-cum-Typist of Panchayat Samity
11.Data Entry Operator of Panchayat Samity
12.Panchayat Samiti Peon of Panchayat Samity
13.Additional Accountant of Zilla Parishad
14.Assistant Cashier of Zilla Parishad
15.Executive Assistant of Gram Panchayat
16.Gram Panchayat Karmee
17.Nirman Sahayak of Gram Panchayat
18.Sahayak of Gram Panchayat
19. System Manager of Zilla Parishad
পঞ্চায়েতে নিয়োগের যোগ্যতা 2024 // Panchayat recruitment eligibility criteria 2024
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অফিসে বিভিন্ন পদে নিয়োগের যোগ্যতা নিচে আলোচনা করা হলো -
• শিক্ষাগত যোগ্যতা : এই নিয়োগে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এর সঙ্গে সঙ্গে ব্যাচেলর ডিগ্রী ও থাকতে হবে ।
• বয়স সীমা : পঞ্চায়েত দপ্তরে চাকরির ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ১৮ থেকে ২১ এবং বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ থেকে ৪০ এর মধ্যে থাকবে ।
যখনই পঞ্চায়েত নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন জারি হবে এবং অ্যাপ্লিকেশন উইন্ডো খুলে যাবে তখন আপনারা যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন ।