Bpsc tre 3.0 পরীক্ষার নতুন তারিখ//bpsc tre 3.0 re - exam date

 Bpsc tre 3.0 পরীক্ষার নতুন তারিখ//bpsc tre 3.0 re - exam date




Bpsc tre 3.0 পরিক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং দ্রুত তাঁর নিষ্পত্তি ঘটিয়ে পরিক্ষা বাতিল হয়েছিলো। সেই পরিক্ষার re - exam date চূড়ান্ত হয়ে গিয়েছে । প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের এই পরিক্ষা হতে চলেছে 7-15 জুন । বিহার পাবলিক সার্ভিস কমিশন এই পরিক্ষা টি দুটি শিফ্ট এ নেবে আগের মতোই। প্রথম শিফ্ট এ 6-8 ( upper primary) ও পরবর্তি শিফ্ট এ 1-5 (প্রাইমারি) । 


BPSC TRE 3.0 RE EXAM DATE 2024

• Board: Bihar Public Service Commission
• Exam Name: BPSC TRE 3.0 2024
• Re-Exam Date: 7-15 June 2024
• Admit Card: Will be available soon
• Exam Centre: Various centres in Bihar
• Official Website: bpsc.bih.nic.in
• Exam Mode: Offline
• Post: Primary and Upper Primary
• Domicile: Not Applicable


Bpsc tre re exam admit card download


 Bpsc tre 3.0 re exam অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই বিপিএসসি র অধিকারিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পরিক্ষার আবেদন করেছিলেন তারা ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাডমিট কার্ড টি ডাউনলোড করে নিতে পারবে। 

• প্রথমে ভিজিট করতে হবে বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। 

• ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে । 

• লগইন সম্পন্ন হলে এডমিট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। 

• এরপর অটোমেটিক আপনার এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে । এই অ্যাডমিট কার্ডের কপি আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে । এই কপি নিয়েই একমাত্র পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া যাবে । 


Details mentioned in bpsc tre 3.0 admit card: 


বি পি এস সি প্রদত্ত এডমিট কার্ডে যে সমস্ত তথ্যগুলো থাকে সেগুলো নিম্নরূপ - 

• পরীক্ষার তারিখ

• পরীক্ষা কেন্দ্রের নামও ঠিকানা

• পরীক্ষা কেন্দ্রের - centre code

• রোল নাম্বার

• এপ্লিকেশন নাম্বার

• ফটোগ্রাফ ও সিগনেচার 

• পরীক্ষা সম্বন্ধীয় নানারকম বিধি-নিষেধ এর বিবরণী । 

• আবেদনকারীর নাম

•আবেদনকারীর বাবার নাম

• আবেদনকারীর লিঙ্গ

• পরীক্ষার ধরন

• আবেদনকারীর জন্ম তারিখ 


Bpsc tre তে কারা কারা বসতে পারে, exam pattern কেমন হয়, দেখে নিতে ক্লিক করুন নিচে -


BPSC TRE Eligibility and Details Information

BPSC TRE Eligibility and Details Information

Visit the website





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.