উচ্চমাধ্যমিক রেজাল্ট আপডেট ২০২৪//HS result update 2024

 উচ্চমাধ্যমিক রেজাল্ট আপডেট ২০২৪//HS result update 2024



এ রাজ্যে উচচমাধ্যমিক 2024 এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মে মাসে অথবা জুন মাসের প্রথম সপ্তাহে। এই ফলাফল প্রকাশ করতে চলেছে WEST BENGAL COUNCIL OF HIGHER SECONDARY EDUCATION ( WBCHSE) । এই ফলাফল ছাত্র ছাত্রী রা দেখতে অনলাইনে এবং ফলাফলের আসল কপি স্কুল থেকে পাবে । এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ফলো করতে পারেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in


How to check HS result 2024 : 


উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দেখতে পারবে হলো ফল প্রকাশের দিন । এছাড়া এস এম এস প্রক্রিয়ার মাধ্যমে ও এই রেজাল্ট বাড়ি বসেই জেনে নিতে পারবে ছাত্র-ছাত্রীরা । 

পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক ওয়েবসাইট wbresults.nic.in এবং wbchse.wb.gov.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট দেখতে পারবে । 

•প্রথমেই ভিজিট করতে হবে এই দুটি ওয়েবসাইটে যেকোন একটি । 

• ওয়েব সাইটে উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৪ লিংকে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে একটি নতুন উইন্ডো । 

• এই উইন্ডো টিতেই পূরণ করতে হবে ছাত্র-ছাত্রীদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ । 

• রোল নাম্বার ও জন্মতারিখ পূরণ করবার পর সাবমিট করে দিলে আপনার সামনে চলে আসবে সম্পূর্ণ রেজাল্ট টি ।


তবে মনে রাখবেন রেজাল্টের আসল কপিটি স্কুল থেকেই ছাত্র-ছাত্রীদের বিতরণ করা হবে । 


উচ্চ মাধ্যমিক রেজাল্টে উল্লেখিত বিষয় সমূহ : 

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ এর আসল রেজাল্টের কপিটি তে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া থাকে সেগুলো নিম্নরূপ -

• রোল নাম্বার

•ছাত্র ছাত্রীর নাম

•পূর্ণমান

•ছাত্র-ছাত্রী প্রাপ্ত নম্বর

•ছাত্র-ছাত্রী প্রাপ্ত নাম্বারের শতাংশ

•ছাত্রছাত্রীর প্রাপ্ত গ্রেড

•সমস্ত বিষয়ের নাম


➡️  মাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট আপডেট সম্পর্কে ⬅️ 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.