NEET UG EXAM DATE 2024// নিট ইউ জি পরিক্ষার তারিখ ২০২৪

 NEET UG EXAM DATE 2024// নিট ইউ জি পরিক্ষার তারিখ ২০২৪




NEET UG এর আবেদন করার দিন ইতিমধ্যেই শেষ হয়েছে। এ বছর এই আবেদন শুরু হয়েছিল ৯ ফেব্রুয়ারি । এবং এপ্লিকেশন নেয়া হয়েছে ১০ এপ্রিল ২০২৪ পর্যন্ত। NEET UG 2024 পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১৪ ই জুন ২০২৪ তারিখে (14/06/2024) । আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আধিকারিক ওয়েবসাইট https://neet.nta.nic.in/ ।

যারা এমবিবিএস বা বি ডি এস করছে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান ভর্তি হতে চান তাদের জন্য এই NEET UG 2024 এর পরীক্ষাটি অতি গুরুত্বপূর্ণ । মনে রাখতে হবে এই পরীক্ষাটি হবে অফলাইন মোডে। এই পরীক্ষার সময়সীমা তিন ঘন্টা কুড়ি মিনিট। পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে এবং শেষ হবে পাঁচটা ৩০ মিনিটে। সমগ্র দেশব্যাপী অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করবে লক্ষাধিক ছাত্র-ছাত্রী । 


NEET UG 2024 এর যোগ্যতা : 


যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই তাদের সকলকেই অবশ্যই উচ্চ মাধ্যমিক স্তরে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পাস থাকতে হবে । এক কথায় পিওর সাইন্সের স্টুডেন্ট হতে হবে । 

এক্ষেত্রে বলে রাখা ভালো যে সমস্ত ছাত্র-ছাত্রীদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স বিষয়গুলি থাকবে তাদের যদি অপশনাল সাবজেক্ট হিসেবে বায়োলজি থাকে সে ক্ষেত্রেও তারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। 


পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়ার জন্য দরকারি জিনিস গুলি হল :- 

প্রত্যেক ছাত্র-ছাত্রী যারা এই NEET UG 2024 এ 14/06/2024 তারিখে পরীক্ষায় বসতে চলেছেন তাদের প্রত্যেককেই পরীক্ষার কক্ষে বিশেষ কয়েকটি দরকারী জিনিস নিয়েই প্রবেশ করতে হবে । 

•ছাত্র-ছাত্রীকে বহন করতে হবে তার সঙ্গে তার নিজের এডমিট কার্ড । এডমিট কার্ডের ছবির সঙ্গে তার মিল থাকতে হবে । 

•প্রত্যেক ছাত্র-ছাত্রীকে তাদের মাধ্যমিকের এডমিট কার্ড নিয়ে যেতে হবে । 

•এছাড়া ছাত্রছাত্রীদের অবশ্যই নিয়ে যেতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র যেমন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড ইত্যাদি (কোন সাইটে উল্লেখিত ডকুমেন্ট গুলোর মধ্যে যেকোনো একটি ) । 

•প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে নীল অথবা কালো রঙের বল পয়েন্ট পেন নিয়েই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে ।

 •সাম্প্রতিক তোলা একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সঙ্গে নিয়ে যাওয়া ভালো । 


মনে রাখতে হবে পরীক্ষা কক্ষে ছাত্র-ছাত্রীদের কোন প্রকার ডিজিটাল ওয়াচ বা ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না । শুধুমাত্র তার প্রয়োজনে জলের বোতল এবং এডমিট কার্ড নিয়ে প্রবেশ করতে পারবে পরীক্ষা কক্ষে । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.