Poila Baishak 2024 : বাঙালির নববর্ষ ১৪ ই এপ্রিল না ১৫ এপ্রিল ?
আর কয়েকটি দিন অপেক্ষা ! বাঙালির বারো মাসের ১৩ পার্বণের একটি অন্যতম পার্বণ পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ । বাংলা ক্যালেন্ডার ১৪৩০ সাল পার করে ১৪৩১ এ পা দিচ্ছে। বাংলার এই ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উৎসব চলে আসছে বহু বছর ধরে । প্রতিবছর এপ্রিল মাসের মাঝ বরাবরই পড়ে থাকে পহেলা বৈশাখের দিনটি । ১৪ এপ্রিল অথবা ১৫ ই এপ্রিল হয় পহেলা বৈশাখ । ১৪ এপ্রিল 2024 এবছর শুরু হচ্ছে ১৪৩১ বঙ্গাব্দ । অর্থাৎ ১৪ এপ্রিল পালিত হবে পহেলা বৈশাখ উৎসব । শুরু হবে বাংলা ক্যালেন্ডারের নববর্ষের নতুন দিন ।
১৪৩১ বঙ্গাব্দ
বাংলা ক্যালেন্ডার পার করলো আরো একটা বছর । ১৪৩০ বঙ্গাব্দ কে বিদায় জনিয়ে দোরগোড়ায় হাজির ১৪৩১ । উৎসব প্রেমী বাঙ্গালী আর অন্যান্য সব উৎসবের মাজেও আজও সমান ভাবে পালন করে নববর্ষ। নতুন বছরের সূচনায় সাজো সাজো হয় বঙ্গ ভূমি। গ্রামে গঞ্জে কীর্তন, শিবের গান, হালখাতা ইত্যাদির আড়ম্বরে নববর্ষ পালন করে বাঙালি । নতুন পোশাকে সেজে ওঠে কচিকাঁচার দল । এ বছরও হবে না তার ব্যতিক্রম ।
১ লা বৈশাখের তিথি :
• ১৪ ই এপ্রিল ২০২৪ রবিবার পহেলা বৈশাখ । ছুটির দিন রবিবার বাঙালি মেতে উঠবে এই দিনে ।
• এই দিন বাঙালির ঘরে ঘরে হবে শ্রী শ্রী ভগবতী পূজা ।
• এই দিনই ডঃ বি আর আম্বেদকর এর জন্ম জয়ন্তী ।
• ১৪ ই এপ্রিল রবিবার ১১:৪৫ পর্যন্ত শুক্র ষষ্ঠী থাকবে । এর পরবর্তী সময় থেকে ১৫ এপ্রিল সোমবার সোমবার ১২:১৩ পর্যন্ত শুক্ল সপ্তমী তিথি থাকবে ।
• ১৪ ই এপ্রিল এগারোটা ৩২ পর্যন্ত অতি গণ্ড যোগ থাকবে এর পরবর্তী সময় থেকে সুখ আর মা যোগের শুরু হবে যা 15 ই এপ্রিল 11 টা আট পর্যন্ত থাকবে ।
• সূর্যোদয় সূর্যাস্ত :
১৪ ই এপ্রিল পাঁচটা কুড়ি (সকাল )মিনিটে সূর্যোদয় হবে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা ৫৩ মিনিটে (সন্ধ্যা) ।