Poila Baishak 2025 // পয়লা বৈশাখ ২০২৫
প্রত্যেক বাঙ্গালীর কাছে নববর্ষ এক নতুন শুরু নিয়ে আসে। নব কলরবে পশ্চিমবঙ্গে, ত্রিপুরায় ও বাংলাদেশে এই নববর্ষ উদযাপন করা হয়। প্রায় প্রত্যেক বছর ই এপ্রিল মাসে পয়লা বৈশাখ এর দিন পড়ে। 2025 সালের পয়লা বৈশাখ পড়েছে 15 এপ্রিল, মঙ্গল বার।
পয়লা বৈশাখ 2025 সালের নির্ঘণ্ট (poila Baishak 2025) :
• বাংলা সন: 1432 সন
• ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী তারিখ: 15 এপ্রিল
• বার: মঙ্গল বার
• তিথি : কৃষ্ণ দ্বিতীয়া (। মঙ্গল বার 10: 56 পর্যন্ত)
• নক্ষত্র: বিশাখা
• করণ: গর করণ
• যোগ: সিদ্ধি যোগ
• সূর্যোদয়: 5:20 am
• সূর্যাস্ত
: 5:53 pm