Primary Tet Interview Question On First Aid Box And Other//ফার্স্ট এইড বক্স - প্রাইমারি টেট ইন্টারভিউ প্রশ্ন
পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষা ও অন্যান্য ধাপের পাশাপাশি ইন্টারভিউ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে । সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নাবলী চাকরিপ্রার্থীদের করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নাবলী গুলি ধীরে ধীরে আলোচনা করছি আমার এই ওয়েবসাইটে । আজকের আলোচনার বিষয় ফাস্ট এইড বক্স ও বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষকের ভূমিকা । আজ যে তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে প্রথম দুটি প্রশ্ন situation based। যে সমস্ত চাকরিপ্রার্থীরা আসন্ন প্রাথমিক টেট ইন্টারভিউতে অংশ নেবে তাদের জন্য অবশ্যই আজকের এই আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
1. আপনি বিদ্যালয়ের উন্নয়ন ( development) কিভাবে করবেন?
স্যার আমি বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়োগ পেলে অবশ্যই বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নয়নে অংশ নেব । যেহেতু আমি একজন শিক্ষক হবো , তাই শিক্ষাদান প্রক্রিয়ার সঙ্গে নিজের সম্পৃক্ততাকে অবশ্যই আগে রাখব । চেষ্টা করব প্রত্যেকটা ছাত্র-ছাত্রীকে সুশিক্ষা প্রদান করতে আধুনিক শিশু মনস্তত্ত্ব অনুসারে । আমি মনে করি শিক্ষকের কাজ শুধু মাত্র শিক্ষাদান প্রক্রিয়ার সঙ্গেই সীমাবদ্ধ থাকবে না শিক্ষককে অবশ্যই হয়ে উঠতে হবে ছাত্রছাত্রীদের পথপ্রদর্শক তাদের কে করতে হবে উদ্বুদ্ধ সমাজে একজন ভালো মানুষ হয়ে উঠবার ক্ষেত্রে । এছাড়া বিদ্যালয়ের উন্নয়নমূলক অন্যান্য কার্যকলাপেও আমি অংশ নেব । বিদ্যালয় এর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখবো। শুধুমাত্র একজন শিক্ষক হিসেবে নয় একজন দায়িত্ববান ব্যক্তি হিসেবে বিদ্যালয় এর সমস্ত উন্নয়নমূলক কার্যে আমি শামিল হবো ।
২. বিদ্যালয়ে কোনো ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে পড়লে আপনি কি করবেন?
স্যার আমি সাথে সাথেই সেই অসুস্থ ছাত্র বা ছাত্রীর কাছে পৌঁছাব । এবং দেখবো কি ধরনের অসুস্থতায় পড়েছে । স্যার যদি বিদ্যালয় এর ফার্স্ট এইড বক্সের থাকা কোন উপকরণ তার শুশ্রুষার কাজে লাগে তাহলে তৎক্ষণাৎ ফার্স্ট এইড বক্সে নিয়ে আসবো এবং তার থেকে উপকরণের মাধ্যমে তার সেবা-শুশ্রূষা করার যথাসাধ্য চেষ্টা করব । স্যার এরই মধ্যে তার বাড়িতে একটা খবর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব । স্যার যদি এই অসুস্থতা গুরুতর হয় তাহলে আমরা প্রধান শিক্ষক মহাশয়ের অনুমতিক্রমে , শিক্ষক-শিক্ষিকারা মিলে ওই ছাত্রছাত্রীকে পার্শ্ববর্তী চিকিৎসালয়ে নিয়ে যাব ।
৩. বিদ্যালয় ফার্স্ট এইড বক্সের গুরুত্ব // importance of first aid box in primary school :
ফার্স্ট এইড বক্স বলতে আমরা বুঝি একটি বাক্স যার মধ্যে চিকিৎসা সংক্রান্ত কয়েকটি দরকারি উপকরণ রাখা হয় , ভবিষ্যতে কোন সময়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার সেবা-শুশ্রূষার জন্য ব্যবহারের উদ্দেশ্যে। এই বক্সের মধ্যে থাকে ডেটল অ্যান্টিসেপটিভ ক্রিম ,ব্যান্ডেজ ,ব্যথা ,বা জ্বরের ওষুধ ,জীবাণুমুক্ত গজ কাপড়, রোলার ব্যান্ডেজ ,কাঁচি ও চিমটা ,হ্যান্ড গ্লাভস ,লিউকোপ্লাস্ট ,পচনরোধক মলম ,ক্রেপ পট্টি ,দগ্ধ মলম ,থার্মোমিটার ,ব্লাড প্রেসার মাপার যন্ত্র , কাটা পড়ার মলম ইত্যাদি ।
হঠাৎ করে কোন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়লে এই ফার্স্ট এইড বক্স সবথেকে বেশি কাজে লাগে । কোন ছাত্র বা ছাত্রের কোথাও কেটে গেলে বা পুড়ে গেলে প্রাথমিকভাবে বিদ্যালয় এর ফাস্ট এইড বক্স থেকে উপকরণ নিয়ে সেবা সুশ্রূষা করলে অনেকটাই উপশম হয় । কারণ স্কুল থেকে হসপিটালে দূরত্ব সময় সঠিক জায়গায় থাকে না বা হসপিটালে নিয়ে যাওয়ার আগে প্রাথমিকভাবে অবশ্যই এই ফার্স্ট এইড বক্স সেবা সুশ্রুষার কাজে অনেক কাজে আসে।
এই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন এই আর্টিকেলটির পিডিএফ ফাইল একেবারে বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংকটি হলো ⬅️ প্রাইমারি টেট-2024 📚➡️