wb psc miscellaneous syllabus 2024//পিএসসি মিসলেনিয়াস সিলেবাস ২০২৪
পশ্চিমবঙ্গে সকল চাকরি প্রার্থীদের কাছে পিএসসি মিসলেনিয়াস পরিক্ষা টির গুরুত্ব রয়েছে। পিএসসি - র মাধ্যমে স্নাতক ডিগ্রি ( গ্র্যাজুয়েট) যোগ্যতায় এই চাকরি টি পাওয়া যায়। আজকের আর্টিকেলে আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস 2024 পরীক্ষার সিলেবাস। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2023 সালের 27 সেপ্টেম্বর পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে। সম্পূর্ণ আধিকারিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 03/10/2023 তারিখে , এবং 2 নভেম্বর 2023 আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই আর্টিকেল এর আলোচ্য বিষয় গুলি হল -
a) পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা পদ্ধতি (scheme of the examination)
b) পিএসসি মিসলেনিয়াস পরিক্ষার সিলেবাস (PSC miscellaneous syllabus)
পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা পদ্ধতি (scheme of the examination):
পরীক্ষাটি পর পর তিনটি ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
•প্রথম ধাপ: প্রিলিমিনারী পরীক্ষা
• দ্বীতিয় ধাপ: রিটেন টেস্ট ( main examination)
• তৃতীয় ধাপ: ইন্টারভিউ ( personality test)
° প্রিলিমিনারী পরীক্ষা(preliminary exam ) :
এই পরিক্ষা টি 200 মার্কস এর হয়ে থাকে। 100 টি MCQ প্রকৃতির প্রশ্ন থাকবে যার প্রতেক টির মান 2 করে। এই পরীক্ষাটি OMR BASED এবং OFFLINE MODE এ সম্পন্ন হবে। পরিক্ষা টি 1 ঘন্টা 30 মিনিটে সম্পন্ন হবে।
Main examination এর প্রার্থী বাছাইয়ের জন্য প্রাথমিক পরীক্ষা হবে একটি স্ক্রীনিং টেষ্ট। প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর চূড়ান্ত মেধা তালিকা নির্ধারণের উদ্দেশ্যে গণনা (count ) করা হবে না।
° মেইন পরীক্ষা ( written test)
যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রিলিমিনারী পরীক্ষা উত্তীর্ণ হবে শুধু মাত্র তারাই এই পরিক্ষা টি তে অংশ নিতে পারবে বা যোগ্য বলে বিবেচিত হবে।
এই পরীক্ষাটির পূর্ণমান ৪৫০ (450) ।
Main examination এ তিনটি পেপার থাকবে
, যথা,
পত্র-I: ইংরেজি,
পত্র-II: বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি এবং
পত্র-III: সাধারণ অধ্যয়ন এবং পাটিগণিত।
- 1 ঘন্টা এবং 30 মিনিটের সময়কালের(duration ) হবে পেপার 1 ও পেপার 2
- প্রতিটি পেপার এর পূর্ণমান 150
- তৃতীয় পেপারে (paper।।। ) সাধারণ অধ্যায়ন (GS) ১০০ নাম্বার ও পাটিগণিত ৫০ নম্বরে থাকবে।
- তৃতীয় পেপারের টাইম ( duration )থাকবে দু'ঘণ্টা ৩০ মিনিট ।
N.B : তিনটি পত্রের (পেপার -১ , 2 ও 3) পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
° ইন্টারভিউ ( personality test ) :
এই ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে হবে 100 নম্বরের।
Main examination এর (লিখিত) ফলাফলের ভিত্তিতে মেধা (merit) অনুসারে সীমিত সংখ্যক প্রার্থীকে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য ডাকা হবে।
ফাইনাল মেরিট লিস্ট:
চূড়ান্ত পরীক্ষার( main examination/written test) তিনটি পত্রে প্রাপ্ত মোট নম্বর এবং ইন্টারভিউ বা ব্যক্তিত্ব পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।
B. পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস // PSC miscellaneous syllabus :
••• সাধারণ অধ্যয়ন বা general studies •••
(প্রাথমিক এবং চূড়ান্ত পরীক্ষা) প্রশ্নগুলি সাধারণ পরীক্ষার জন্য তৈরি করা হবে বিভিন্ন ক্ষেত্রে একজন প্রার্থীর জ্ঞান জানবার জন্য । সাধারণ অধ্যয়নের মূল বিষয় গুলি হল -
•ভারতের ইতিহাস
• ভারতের ভূগোল
•সাধারণ বিজ্ঞান
•স্ট্যাটিক জিকে
•পরিবেশ
•খেলাধুলা
• সমসাময়িক বিষয় ( current affairs )
•Political science
• আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ( পশ্চিমবঙ্গ সম্পর্কিত ইতিহাস ভূগোল স্ট্যাটিক জিকে ইত্যাদি )
•বাঙালি সাহিত্যিক ও কৃতি ব্যক্তিত্বের পরিচয় ।
•••পাটিগণিত (প্রাথমিক এবং চূড়ান্ত পরীক্ষা)•••
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার পাঠ্যক্রমের ভিত্তিতে পাটিগণিত বিষয়ের প্রশ্ন সেট করা হবে। পাটিগণিতের যে সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি থেকে প্রশ্ন হয়ে থাকে সেগুলি হল : -
শতাংশ, অনুপাত এবং অনুপাত, গড়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় এবং কাজ, লাভ এবং ক্ষতি, গতি এবং দূরত্ব, সংখ্যা পদ্ধতি, অভিযোগ, সংখ্যা সিরিজ, পাইপ এবং কুণ্ড, সম্ভাব্যতা, বর্গমূল, অংশীদারিত্ব, বয়স, বয়স এবং গড় ইত্যাদি ।
পেপার -১ ইংরেজি (main examination):
নিম্নলিখিত সমস্ত বা যেকোনো বিষয়ের উপর প্রশ্ন করা যেতে পারে:-
ক) report writing (প্রতিবেদন রচনা )
খ) translation from Bengali /Hindi /Urdu/ Nepali /and Santali to English
(বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি থেকে ইংরেজিতে অনুবাদ;)
গ) precies / summary writing (একটি গদ্যের সারাংশ)
ঘ) Correct use of words, correction of sentences, use of common phrases, synonyms and antonyms etc.(শব্দের সঠিক ব্যবহার, বাক্য সংশোধন, সাধারণ বাক্যাংশ, প্রতিশব্দ এবং বিপরীতার্থক শব্দের ব্যবহার ইত্যাদি।)
পত্র-২: বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি (main examination ):
নিম্নলিখিত সমস্ত বা যেকোনো আইটেমের উপর প্রশ্ন করা যেতে পারে:-
ক) পয়েন্ট বা সরবরাহকৃত উপকরণ থেকে একটি প্রতিবেদন লেখা ।
খ) ইংরেজি থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/ সাঁওতালিতে অনুবাদ
গ) একটি গদ্যাংশের সারমর্ম বা সারাংশ
ঘ) ব্যাকরণ।
N.B : চূড়ান্ত পরীক্ষার PAPER I এবং II এর প্রশ্নপত্র হবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (wbchse) এর উচ্চ মাধ্যমিক (10 + 2) পরীক্ষার মান অনুযায়ী ।
পেনাল্টি ইন পিএসসি মিসলেনিয়াস // penalty in PSC miscellaneous :
পিএসসির ঘোষণা অনুযায়ী ,
A deduction of 10% of the full marks may be made from the total marks secured by a candidate in a particular paper if he/she discloses his/her identity by writing his/her name, roll number, ticket no, etc, or putting any identifying marks inside the answer-script of that paper.
অর্থাৎ :
একজন প্রার্থীর দ্বারা প্রাপ্ত মোট নম্বর থেকে পূর্ণ নম্বরের 10% নম্বর কেটে নেওয়া হতে পারে যদি সে উত্তরপত্রে তার নাম, রোল নম্বর, টিকিট নম্বর ইত্যাদি লিখে তার পরিচয় প্রকাশ করে, অথবা সেই কাগজের উত্তরপত্রের ভিতরে কোনো শনাক্তকারী চিহ্ন রাখে ।
পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানুন , ক্লিক করুন এখানে - PSC clarkship syllabus