Madhyamik result PPR - PPS 2024//মাধ্যমিক খাতা রিভিউ ২০২৪
২ রা মেয়ে ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল । এবছর পাশের হার ৮৬ শতাংশের বেশি । মাধ্যমিক পরীক্ষায় অনেকের যেমন খুবই ভালো ফলাফল হয়েছে তারই সঙ্গে সঙ্গে অনেকেরই আশানুরূপ ফলাফল হয়নি । কেউ কেউ নিজের নাম্বার নিয়ে সন্তুষ্ট নয়। তারা হয়তো ভাবছেন তাদের প্রাপ্য নাম্বার বৃদ্ধি পাবে । এরই জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে খাতা রিভিউ করার সুযোগ দেয়া হয়েছে , যার পোশাকি নাম PPS ও PPR। ছাত্র-ছাত্রীরা পিপিএস ও পিপিআর এই দুটি পদ্ধতির মধ্য দিয়ে তাদের খাতা রিভিউ করাতে পারবে।
খাতা রিভিউ করবার ( PPS-PPR) শেষ তারিখ হল ১৮ই মে ।
° এই আর্টিকেলে আলোচনা করব -
✓কারা খাতা রিভিউ করতে পারবে ? অর্থাৎ PPS- PPR এর আবেদন করতে পারবে ?
✓PPS - PPR আসলে কী?
✓খাতা রিভিউ করতে কত খরচ পড়বে ?
✓কিভাবে এই PPS - PPR অর্থাৎ খাতা রিভিউ এর আবেদন করা যাবে?
• কারা খাতা রিভিউ করতে পারবে ? অর্থাৎ PPS- PPR এর আবেদন করতে পারবে ?
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নিজেদের আশা অনুরূপ ফলাফল করতে পারেনি তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে খাতা রিভিউ করবার সুযোগ প্রদান করা হয়েছে । যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে তাদের প্রাপ্ত নাম্বারের বৃদ্ধি হবে তারাই শুধুমাত্র এই আবেদন করতে পারে। কেউ অকৃতকার্য হলেও অর্থাৎ ফেল করলেও তার খাতা রিভিউ করানোর আবেদন করতে পারে ।
•What is PPR - PPS? // PPR- PPS কী?
° PPR এর সম্পূর্ণ কথা হলো - post publication review ( পোস্ট পাবলিকেশন রিভিউ ) । PPR এ আবেদন করলে তার সম্পূর্ণ খাতাটা পুনরায় দেখা হবে । প্রত্যেকটা প্রশ্নের উত্তর আবার খুঁটিয়ে দেখা হবে ।
° PPS এর পুরো কথা হলো - post publication scrutiny ( পোস্ট পাবলিকেশন স্কুটিনি ) । কোন ছাত্র-ছাত্রী পিপিএস এ আবেদন করলে তার খাতার সম্পূর্ণ উত্তর গুলো আর দেখা হয় না শুধুমাত্র সঠিক জায়গায় নাম্বার গুলো পড়েছে কিনা এবং তার টোটাল মার্ক টা আবার গণনা করা হয়। মনে রাখতে হবে পিপিএস এ প্রশ্ন উত্তর দেখা হয় না শুধুমাত্র পুনরায় প্রাপ্ত নম্বর গণনা করা হয়।
•খাতা রিভিউ করতে কত খরচ পড়বে ? // Application fees for PPR PPS ?
PPR এ আবেদন করতে প্রত্যেক পত্র পিছু ১০০ টাকা করে দিতে হবে।
PPS এ আবেদন করতে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এক একটি পত্র পিছু ৮০ টাকা করে দিতে হবে ।
•কিভাবে এই PPS - PPR অর্থাৎ খাতা রিভিউ এর আবেদন করা যাবে?// Application process for madhyamik PPR PPS
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পিপিআর ও পি পি এস এ আবেদন করতে চাইছেন তারা নিজস্ব স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করবেন। সেখানে আপনাকে জমা দিতে হবে
✓পিপিআর অথবা পিপিএস এর জন্য প্রযোজ্য অর্থ ( যে কয়টি পত্রের জন্য আবেদন করবেন সেই অনুযায়ী অর্থ প্রদান করবেন ।পিপিএস ও পিপিআর এর ক্ষেত্রে আবেদন মূল্য আলাদা , সেই হিসেবেই টাকা জমা করবেন )
✓ছাত্র-ছাত্রী নাম
✓রোল নাম্বার
✓যে সমস্ত বিষয়গুলোতে পিপিএস বা পিপিআর করতে ইচ্ছুক তার বিবরণ
✓ এডমিট কার্ডের জেরক্স কপি
✓ মার্কশিটের জেরক্স কপি
মনে রাখতে হবে এই আবেদন শুধুমাত্র অনলাইনেই করা যাবে , স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে । বাড়ি বসে অথবা কোন সাইবার ক্যাপে থেকে এই আবেদন করা যাবে না । স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এই আবেদন করতে হবে। তাই যারা পিপিআর পিপিএস এ আবেদন করতে চাইছেন তারা অবশ্যই তাদের নিজস্ব স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন।
•খাতার রিভিউ করবার শেষ তারিখ // last date for application of WBBSE PPR PPS
PPR PPS এ আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । এই আবেদন চলবে ১৮ই মে- ২০২৪ পর্যন্ত।
HS SEMESTER SYSTEM
HS ENGLISH SYLLABUS